নবম শ্রেণির জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল | জীবদেহে কোষের ভিতরে অসংখ্য রাসায়নিক বিক্রিয় ঘটে। এতে জীবদেহের শারীরবৃত্তীয় কাজগুলো সুচারুরূপে সম্পাদিত হয়, জীব বেঁচে থাকে। রাসায়নিক ক্রিয়ার ফলে উৎপন্ন কিছু পদার্থ দেহের জন্য অপরিহার্য আবার কিছু পদার্থ দেহের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়া খুবই জরুরি।
যেমন শ্বসনের সময়ে গ্লুকোজ ভেঙে কার্বন ভাই-অক্সাইড উৎপন্ন হয়, রক্ত এই কার্বন ডাই-অক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় এবং ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত হয়। একইভাবে বৃক্ক বাঁ কিডনি নাইট্রোজেনঘটিত বর্জ্য ও অতিরিক্ত অম্ল শরীর থেকে বের করে দেয়। এ অধ্যায়ে দেহ থেকে বৃক্ক কর্তৃক ঘটিত বিভিন্ন ধরনের বজ্র পদার্থ নিষ্কাশন এবং বৃক্বের নানা রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
নবম শ্রেণির জীববিজ্ঞান ৮ম অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : আবুল্লাহ সাহেব একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করেন। তিনি প্রায়ই দুপুরে আগের দিন রান্না করা মাংশ ও ডিম দিয়ে খান। কিছুদিন পর দেখা গেল তার কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোমরের পিছনে ব্যথা অনুভব করেন। ডাক্তার সাহেবের শরণাপন্ন হলে তিনি তাকে বললেন, আপনার এক বিশেষ অঙ্গে সমস্যা দেখা দিয়েছে, এজন্য তিনি তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও উপদেশ দিলেন।
ক. পেলভিস কী?
খ. দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণে মুত্র তৈরির অঙ্গের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. আবুল্লাহ সাহেবের সমস্যাজনিত অঙ্গের গঠন এঁকে বর্ণনা দাও।
ঘ. ডাক্তার সাহেবের ব্যবস্থাপত্রই কী আবুল্লাহ সাহেবের রোগমুক্তির একমাত্র উপায় মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : মাহিনের শরীর ফুলে যাওয়াতে তার বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর বললেন তার শরীরের নিষ্কাশন প্রক্রিয়াটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে যা বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া
সম্ভব।
ক. শ্রেণিবিন্যাসের লক্ষ্য কী?
খ. প্রোক্যারিওটিক সেল বলতে কী বোঝ? ২
গ. মাহিনের শরীরের নিষ্কাশনকারী অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সমস্যাটি পরিত্রাণ যে ব্যবস্থাটির কথা উল্লেখ কর হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : মি. রফিউল হক কিছুদিন যাবত কোমরে ব্যথা ও কাঁপুনী দিয়ে জ্বর অনুভব করছেন। ইদানিং তার প্রস্রাবের সাথে রক্ত যাওয়ায় তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তাকে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করতে বলেন। পরীক্ষায় দেখা যায়, রক্তে ক্রিয়েটিনিন ও প্রস্রাবে প্রোটিনের পরিমাণ বেশি।
ক. টেনডন কাকে বলে?
খ. হুদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কেন?
গ. মি. রফিউলের আক্রান্ত অঙ্গের কার্যকরী এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ. মি. রফিউল হকের মতো অবস্থা এড়ানোর জন্য করণীয় বিষয়গুলো কী হতে পারে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : মিজান সাহেব একজন ডায়াবেটিস রোগী। একদিন তিনি পেটের নিচের দিকে তীব্র ব্যথা অনুভব করেন। তিনি হাসপাতালে যান। ডাক্তার তার শরীর পরীক্ষার পর রিপোর্ট দেন যে, মিজান সাহেবের দুটি বৃক্কই বিকল। যত তাড়াতাড়ি সম্ভব তার রক্ত পরিশোধিত করতে হবে, তা না হলে তিনি মারা যাবেন।
ক. প্রতিবর্তী ক্রিয়া কী?
খ. খাদ্যজাল বলতে কী বোঝ?
গ. মিজান সাহেবের অঙ্গটি বিকল হওয়ার কারণগুলো কী?
গ. মিজান সাহেবের রক্ত পরিশোধনের সুবিধাজনক পদ্ধতি কোনটি – আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : দীর্ঘদিন ডায়াবেটিস এর কারণে মি. রনির কিডনি অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ রাখতে মেশিনের সাহায্য তার রক্ত পরিশোধন করতে হয়।
ক. এপিগ্লটিস এর সংজ্ঞা দাও।
খ. শ্বসন বলতে কী বোঝ?
গ. মি. রনিকে সুস্থ রাখার গৃহীত পদ্ধতিটি বর্ণনা কর।
ঘ. উক্ত প্রক্রিয়া ব্যাহত হলে সুস্থ জীবনযাপন অসম্ভব- বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : আছিয়া বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এ আক্রান্ত । বর্তমানে তার দুটো কিডনি অকেজো । ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি কিছু দিন পর পর কৃত্রিমভাবে রক্ত পরিশোধন করান।
ক. নিশ্চল অস্থিসন্ধির ১টি উদাহরণ দাও।
খ. গেঁটেবাত এর ৪ টি লক্ষণ লিখ।
গ. উদ্দীপকে যে চিকিৎসা ব্যবস্থাটির কথা বলা হয়েছে, তার কৌশল চিত্রসহ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা ব্যবস্থাটি কিডনির কাজের অনুরূপ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : অগ্নাশয় থেকে নিঃসৃত একটি হরমোনের অভাবে যে সমস্যাটি দেখা দেয় তার প্রভাবে মূত্র তৈরির প্রধান অঙ্গটি বিকল হওয়ায় বিশেষ একটি যন্ত্রের সাহায্যে রক্ত পরিশোধন করাতে হয় মলিনাকে। ডাক্তার বলেছেন অঙ্গটি প্রতিস্থাপন করা গেলে তিনি দীর্ঘদিন সুস্থ থাকবেন।
ক. অগ্ল্যাশয় থেকে নিঃসৃত হরমোনটির নাম কী?
খ. খাদ্য পরিপাকে অগ্নাশয় কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিশেষ যন্ত্রের সাহায্যে গুরুত্বপূর্ণ উপাদানটি পরিশোধনের প্রক্রিয়া আলোচনা কর।
ঘ. ডাক্তরের পরামর্শ বাস্তবায়নে আমাদের করণীয় কী হতে পারে?
সৃজনশীল প্রশ্ন ৮ : পিয়ার দাদু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তাকে প্রতি মাসে দুই থেকে তিনবার হাসপাতালে গিয়ে রক্ত পরিশোধন করে আসতে হয়। পিয়া তার বাবার কাছে জানতে পারে তার দাদুর শরীরের একটি বিশেষ অঙ্গ সচল না থাকার কারণে তার শরীরের দূষিত পদার্থগুলো একটি বিশেষ প্রক্রিয়ায় বের করা হয়।
ক. একজন স্বাভাবিক মানুষের একদিনে কত মিলি লিটার মূত্রত্যাগ করা উচিত?
খ. অসমোরেগুলেশন বলতে কী বোঝায়?
গ. পিয়ার দাদুর যে অঙ্গটির কথা উদ্দীপকে বলা হয়েছে তার লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে যে বিশেষ প্রক্রিয়ার কথা বলা হয়েছে তার মাধ্যমে একজন অসুস্থ ব্যক্তিকে সাময়িক সুস্থ রাখা সম্ভব- উক্তিটির যথার্থতা যাচাই কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : কিডনী আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রত্যেক মানুষের শরীরে দুটি করে কিডনী থাকে। এর আকার খুব বড় না কিন্তু এর কাজ ব্যাপক।
ক. সাইনোভিয়াল অস্থিসন্ধি কি?
খ. লিগামেন্ট ও টেনডন বলতে কি বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর।
ঘ. উদ্দীপকের উল্লেখিত অঙ্গের কার্যাবলী সম্পাদনে নেফ্রনের ভূমিকা বর্ণনা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : টিনার দাদী দীর্ঘদিন ডায়াবেটিসের কারণে তার বৃক্ক সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তাকে সুস্থ রাখতে মেশিনের সাহায্যে তার রক্ত পরিশোধন করতে হয়।
ক. হরমোন কি?
খ. হেনলির লুপ বলতে কি বুঝায়?
গ. টিনার দাদীকে সুস্থ রাখার গৃহিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত প্রক্রিয়া ব্যহত হলে সুস্থ্য জীবন-যাপন অসম্ভব – বিশ্লেষণ কর।
►► অধ্যায় ১ : জীবন পাঠ
►► অধ্যায় ২ : জীবকোষ ও টিস্যু
►► অধ্যায় ৩ : কোষ বিভাজন
►► অধ্যায় ৪ : জীবনীশক্তি
►► অধ্যায় ৫ : খাদ্য, পুষ্টি ও পরিপাক
►► অধ্যায় ৬ : জীবে পরিবহন
►► অধ্যায় ৭ : গ্যাসীয় বিনিময়
►► অধ্যায় ৮ : রেচন প্রক্রিয়া
►► অধ্যায় ৯ : দৃঢ়তা প্রদান ও চলন
►► অধ্যায় ১০ : সমন্বয়
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তরসহ সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে নাও। এসএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post