শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত জীববিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
জীববিজ্ঞান ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. অস্টিওপোরেসিস কী?
উত্তর: অস্টিওপোরেসিস হলো বয়স্ক পুরুষ ও মহিলাদের ক্যালসিয়ামের অভাবজনিত একটি রোগ।
২. মানবদেহের কাঠামো কী?
উত্তর: মানবদেহের কাঠামো কঙ্কাল।
৩. পেশি কঙ্কালতন্ত্র প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তর: পেশি কঙ্কালতন্ত্র প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত।
৪. কঙ্কাল কোন ধরনের কলা?
উত্তর: কঙ্কাল যোজক কলা।
৫. লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়?
উত্তর: লোহিত রক্ত কণিকা অস্থি মজ্জায় উৎপন্ন হয়।
৬. অস্থি কী?
উত্তর: অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ।
৭. তরুণাস্থি কী?
উত্তর: তরুণাস্থি হলো অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক রূপান্তরিত যোজক কলা।
৮. অন্তঃকঙ্কাল কাকে বলে?
উত্তর: কঙ্কালের যে অংশগুলো দেহের ভেতরে অবস্থিত তাকে অন্তঃকঙ্কাল বলে।
৯. অস্টিওব্লাস্ট কী?
উত্তর: অস্থিকোষকে অস্টিওব্লাস্ট বলে।
১০. সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে?
উত্তর: একটি অস্থিসন্ধিতে দুটি মাত্র অস্থির বহির্ভাগ এসে মিলিত হলে তাকে সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে।
১১. জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে?
উত্তর: একটি অস্থিসন্ধিতে দুইয়ের অধিক অস্থির বহির্ভাগ এসে মিলিত হলে তাকে জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলে।
১২. নিশ্চল অস্থিসন্ধি কী?
উত্তর: যে অস্থিসন্ধি অনড় অর্থাৎ নাড়ানো যায় না তাকে নিশ্চল অস্থিসন্ধি বলে।
১৩. কবজি অস্থিসন্ধি কী?
উত্তর: কবজা যেমন দরজার পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে, সেরূপ কবজার মতো অস্থিসন্ধিকে কবজি অস্থি সন্ধি বলে।
১৪. বহিঃকঙ্কাল কাকে বলে?
উত্তর: কঙ্কালের যে অংশগুলো বাইরে অবস্থিত তাকে বহিঃকঙ্কাল বলে।
শিক্ষার্থীরা, ওপরে জীববিজ্ঞান ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post