আজ আমরা কোর্সটিকায় জুলাই বিপ্লব ২০২৪ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। সংস্কার আন্দোলন বা জুলাই বিপ্লব সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা। তাই এই বিষয়টির ওপর একটি অনুচ্ছেদ তোমাদের জানা থাকা দরকার। কারণ, এটি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। চলো, আমরা অনুচ্ছেদটি দেখে নেই।
জুলাই বিপ্লব ২০২৪ অনুচ্ছেদ রচনা
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যা জুলাই বিপ্লব নামে অভিহিত, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা হাইকোর্টের রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা “বাংলা ব্লকেড” এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে। পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধ’র মৃত্যু আন্দোলনকে আরও উসকে দেয়, যা সারাদেশে ছড়িয়ে পড়ে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন-পীড়ন চালালে গণহত্যার রূপ নেয়, যেখানে অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিহত হন। এই আন্দোলনে জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। ক্রমবর্ধমান চাপ এবং সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করেন ও দেশ ছেড়ে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় ১৬ বছরের স্বৈরশাসন থেকে মুক্তিলাভ করে। এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয়। ২০২৪ সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশার সঞ্চার করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায়।
আরো দেখো: জুলাই বিপ্লব ২০২৪ নিয়ে বক্তব্য বা ভাষণ
শিক্ষার্থীরা, উপরে জুলাই বিপ্লব ২০২৪ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করা হয়েছে। এই রচনাটি তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে। রচনাটির পিডিএফ সংগ্রহের জন্য ‘রচনা PDF’ অপশনে ক্লিক করো।
Discussion about this post