সমাজবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের জেন্ডার সমাজ ও উন্নয়ন বই pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: জেন্ডার সমাজ ও উন্নয়ন, বিষয় কোড: ২৪২০০১।
জেন্ডার সমাজ ও উন্নয়ন সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. নারীবাদের প্রবক্তা কে?
উত্তর : নারীবাদের প্রবক্তা হলেন বিশিষ্ট ব্রিটিশ নারীবাদী মেরি ওলস্টোনক্রাফট।
২. ‘A Vindication of the Rights of Woman’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘A Vindication of the Rights of Woman’ গ্রন্থের লেখক হলেন মেরি ওলস্টোনক্রাফট।
৩. ‘The Dialectic of Sex : The Case for Feminist Revolution’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : The Dialectic of Sex : The Case for Feminist Revolution’ গ্রন্থটির রচয়িতা শুলামিথ ফায়ারস্টোন।
৪. ‘The Second Sex’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Second Sex’ গ্রন্থটির রচয়িতা বিশিষ্ট নারীবাদী তাত্ত্বিক সিমন দ্য বোভোয়ার।
৫. ‘কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী করে তোলা হয়।’ উক্তিটি কার?
উত্তর : ‘কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী করে তোলা হয়।’ —উক্তিটি সিমন দ্য বেভোয়ারের।
৬. নারীর দ্বৈত ভূমিকা কী?
উত্তর : নারীর দ্বৈত ভূমিকা হলো নারী গৃহে ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে।
৭. ট্যাবু কী?
উত্তর : সামাজিকভাবে নিষিদ্ধ প্রথা বা আচারই হলো ট্যাবু।
৮. পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশে নারীর ভোটাধিকার প্রদান করা হয়?
উত্তর : পৃথিবীতে সর্বপ্রথম নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার প্রদান করা হয়।
৯. দুজন পরিবেশ নারীবাদীর নাম লেখ।
উত্তর : দুজন পরিবেশ নারীবাদী হলেন বন্দনা শিবা ও মারিয়া মিজ।
১০. ‘The Book of the City of Ladies’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Book of the City of Ladies’ গ্রন্থের লেখক হলেন ক্রিস্টিন ডি. পিজান।
১১. WLM এর পূর্ণরূপ লেখ।
উত্তর : WLM এর পূর্ণরূপ Women Liberation Movement.
১২. বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম লেখ।
উত্তর : বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম হলো- ১. বাংলাদেশ মহিলা পরিষদ ও ২. আইন ও সালিশ কেন্দ্র।
১৩. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম লেখ।
উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম ড. শিরীন শারমিন চৌধুরী।
১৪. ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম কী ছিল?
উত্তর : ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম All India Women’s Conference.
১৫. তেভাগা আন্দোলনে কোন নারী নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর : তেভাগা আন্দোলনে ইলা মিত্র নেতৃত্ব দিয়েছিলেন।
১৬. স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়?
অথবা, স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবিকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়।
১৭. সহিংসতা কী?
উত্তর : সহিংসতা বলতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি বা বলপ্রয়োগের মাধ্যমে ইচ্ছানুসারে কাজ করানোকে বুঝায়।
১৮. কত সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাশ হয়?
উত্তর : ১৯৭৪ সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাশ হয়।
১৯. বাংলাদেশে নারীনির্যাতনের প্রধান দুটি কারণ লেখ।
উত্তর : বাংলাদেশে নারীনির্যাতনের প্রধান দুটি কারণ হলো- ১. পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও ২. যৌতুক।
২০. যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয়?
অথবা, যৌতুক নিরোধ আইন কবে পাশ হয়?
উত্তর : যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে পাশ হয়।
২১. GAD এর পূর্ণরূপ কী?
উত্তর : GAD এর পূর্ণরূপ হলো Gender And Development.
২২. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালিত হয়।
২৩. WED এর পূর্ণরূপ কী?
উত্তর : WED এর পূর্ণরূপ হলো Women, Environment and Development.
২৪. মূলধারার জেন্ডার কী?
উত্তর : মূলধারার জেন্ডার বলতে বুঝায় নীতি, পরিকল্পনা, কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নসহ উন্নয়নের সবক্ষেত্রে জেন্ডার প্রেক্ষিতের সম্পৃক্ততা বা ব্যবহার।
২৫. CEDAW সমঝোতা কখন পাশ হয়?
উত্তর : CEDAW সমঝোতা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর পাশ হয়।
২৬. সর্বশেষ নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কত সালে?
উত্তর : সর্বশেষ নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় ২০১১ সালে।
২৭. কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : মেক্সিকোতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৮. WID এর দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : WID এর দুটি বৈশিষ্ট্য হলো— ১. নারীকে উপার্জনে সম্পৃক্ত করা ও ২. সবক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা।
২৯. ইভটিজিং কী?
উত্তর : ইভটিজিং হলো নারীদের প্রতি ব্যক্তির এমন সব অনভিপ্রেত অশ্লীল মন্তব্য বা অঙ্গভঙ্গি, যা একজন নারীর মানসিকতা ও ব্যক্তিস্বাধীনতার ওপর চরম আঘাত হানে।
৩০. যৌন হয়রানি কী?
উত্তর : যৌন হয়রানি হলো এক ধরনের যৌন আচরণ, যা একতরফা, অনভিপ্রেত কিংবা শর্তযুক্ত।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. পিতৃতন্ত্র কী?
২. সামাজিকীকরণের প্রধান মাধ্যমসমূহ সংক্ষেপে উল্লেখ কর।
৩. সামাজিকীকরণে পরিবারের ভূমিকা লেখ।
৪. জেন্ডার সামাজিকীকরণ কী?
৫. নারীবাদের সংজ্ঞা দাও।
৬. উদার নারীবাদ কাকে বলে?
৭. কৃষ্ণাঙ্গ নারীবাদের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
৮. পরিবেশ নারীবাদ কী?
অথবা, পরিবেশ নারীবাদ বলতে কী বুঝায়?
৯. রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ সংক্ষেপে লেখ।
অথবা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ সংক্ষেপে লেখ।
১০. তেভাগা আন্দোলনে নারীর ভূমিকা কী ছিল?
১১. নারী নির্যাতন বলতে কী বুঝ?
১২. পারিবারিক সহিংসতা বলতে কী বুঝ?
১৩. ইভটিজিং ব্যাখ্যা কর।
১৪. ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার কী?
১৫. WID নীতিমালার সীমাবদ্ধতা উল্লেখ কর।
১৬. WED এর বৈশিষ্ট্য কী?
অথবা, WED এর বৈশিষ্ট্যসমূহ কী?
১৭. কল্যাণমূলক দৃষ্টভঙ্গি কী?
অথবা, কল্যাণমুখী অ্যাপ্রোচ কী?
১৮. জাতীয় নারী উন্নয়ন নীতিমালা কী?
১৯. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কী?
২০. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. জেন্ডার কী? জেন্ডারের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর
২. শৈশব অভিজ্ঞতা ও বয়স্ক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা কর।
৩. নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
৪. নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ট্যাবু ও সামাজিক মূল্যবোধের ধারণা বিশ্লেষণ কর।
৫. নারীবাদ কী? মার্কসীয় নারীবাদ সম্পর্কে আলোচনা কর।
৬. র্যাডিক্যাল নারীবাদী তত্ত্ব পর্যালোচনা কর।
৭. উন্নয়নশীল সমাজে জেন্ডার রাজনীতি সম্পর্কে আলোচনা কর।
৮. রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূরকরার উপায়সমূহ আলোচনা কর।
৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা কর।
অথবা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে বর্ণনা কর।
১০. বাংলাদেশে নারীনির্যাতন প্রতিরোধে করণীয় আলোচনা কর।
১১. নারীর প্রজনন অধিকারের ওপর সহিংসতার ফলাফল পর্যালোচনা কর।
১২. GAD কী? GAD এর মূলকথা, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১৩. উন্নয়নে নারীর সংযুক্তি আলোচনা কর।
১৪. বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের সমাজে নারীর আর্থসামাজিক অবস্থা বর্ণনা কর।
১৬. ২০১১ সালের জাতীয় নারী উন্নয়নের নীতিমালা আলোচনা কর।
অথবা, ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
১৭. ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ ব্যাখ্যা কর।
১৮. সিডও সনদে বর্ণিত বিভিন্ন বিষয়ের আলোকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা কর।
১৯. নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপসাধন বিষয়টি ব্যাখ্যা কর।
২০. ১৯৯৫ সালের বেইজিং এর চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আলোচনা কর।
আরো দেখো : সমাজবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের জেন্ডার সমাজ ও উন্নয়ন সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post