প্রশ্ন ► বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন
৪. বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট একখানা আবেদন পত্র লিখ।
অথবা, তোমাদের বন্যা দুর্গত এলাকার জনগণের জন্য সাহায্য প্রার্থনা করে জেলা প্রশাসকের নিকট একখানা আবেদন পত্র লিখ।
বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন
তারিখ
বরাবর,
জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়া,
বিষয়: বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন
জনাব,
আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ বাঞ্ছারামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের অধিবাসী। এবারের বন্যার করাল গ্রাসে এ ইউনিয়নের যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা বর্ণনা করার মত না। এবারের বন্যা বাঞ্ছারামপুর উপজেলায় শুধু নয়, বাংলাদেশের স্মরণকালেরর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের পানির প্রবাহে গ্রামের কাঁচা ঘরবাড়ি, মাঠ ভরা পাকা ফসল, গবাদি পশু সবকিছু ভেসে গেছে। এর ফলে এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে। বাসস্থানের অভাবে হাজার হাজার লোক খোলা আকাশের নিচে দিন যাপন করছে। বন্যার ফলে নিরাপদ পানীয় জলের দারুণ সংকট দেখা দিয়েছে। মানুষ খাদ্যভাবে অখাদ্য-কুখাদ্য খেয়ে ডায়রিয়া, আমাশয়সহ নানা প্রকার পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে। বানভাসী মানুষের এ দুর্দিনে কোনরূপ ত্রাণ সাহায্য এখনো এলাকায় পৌছেনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল প্রার্থনা, সরেজমিনে তদন্ত করে অত্র অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী সরবারহ ও বিতরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আপনার সুমর্জি হয়।
নিবেদক
শহীদুল ইসলাম
চিনাডুলী ইউনিয়নবাসীর পক্ষ থেকে।
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন পত্র তৈরি করতে পারো।
সকল শ্রেণির বাংলা ২য় পত্রের আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ ইত্যাদি পেতে ভিজিট করো কোর্সটিকার বাংলা রাইটিং সেকশন পেজ। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post