ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনি
১০৯৪. কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮০
খ. ১৮৮১
ড়. ১৮৮২
ঘ. ১৮৮৩
১০৯৫. অক্ষয়কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. সংবাদ প্রভাকর
খ. সংবাদ কৌমুদী
গ. কল্লোল
ড়. তত্ত্ববোধিনী
১০৯৬. অক্ষয়কুমার দত্ত কোন শতকের প্রাবন্ধিক ছিলেন?
ক. আঠারো শতকের
ড়. উনিশ শতকের
গ. বিশ শতকের
ঘ. সতেরো শতকের
১০৯৭. সত্যেন্দ্রনাথ দত্ত অনূদিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. সবিতা
খ. সন্ধিক্ষণ
ড়. তীর্থরেণু
ঘ. হোমশিখা
১০৯৮. সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ হলো-
ক. বেলা-অবেলা
ড়. বিদায় আরতী
গ. সিন্ধু হিন্দোল
ঘ. ধূসর পৃথিবী
১০৯৯. লেখকের দিক থেকে ‘সবিতা’ গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ গ্রন্থ কোনটি?
ড়. অভ্র আবীর
খ. ভাঙার গান
গ. দোলনচাঁপা
ঘ. পত্রপুট
১১০০. কে চপল পায়ে ধায়?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত
খ. পাহাড়
ড়. ঝরনা
ঘ. পরি
১১০১. ঝরনার প্রাণ কেমন?
ড়. বিভোল
খ. নিস্তেজ
গ. অস্থির
ঘ. চঞ্চল
১১০২. ‘শিথিল’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ড়. অবসন্নতা
খ. বিষন্নতা
গ. শীতলতা
ঘ. চঞ্চলতা
১১০৩. ঝরনা শিলার উপর কী রাখে?
ক. জামা
খ. কবিতার বই
ড়. পা
ঘ. চোখ
১১০৪. দুপুর-ভোরে পথের অবস্থা কেমন?
ড়. ঝিমানো
খ. চঞ্চল
গ. কখনো নীরব কখনো সরব
ঘ. সরব
১১০৫. দুপুর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায়? [অনু.-১]
ড়. ঝিঁঝিঁর
খ. পরীর
গ. বুলবুলির
ঘ. শালিকের
১১০৬. বিজন দেশে কী নেই?
ক. গাছপালা
খ. পশু-পাখি
গ. মানুষ
ড়. কূজন
১১০৭. ঝরনা কিসে তাল বাজায়?
ক. পাতায়
খ. পাহাড়ে
গ. ঝরনায়
ড়. পায়ে
১১০৮. ঝরনা কীভাবে গায়?
ক. সাতজন মিলে
খ. পাঁচজন মিলে
গ. তিনজন মিলে
ড়. একলা
১১০৯. ‘একলা গাই একলা ধাই দিবস রাত, সাঁঝ সকাল।’ এ-বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে? [অনু. ২]
ক. ছন্দময়
খ. মনোহর
ড়. ছুটে চলা
ঘ. শঙ্কাহীন
১১১০. ঝুম-পাহাড় কেমন করে আছে?
ড়. ঘাড় ঝুঁকিয়ে
খ. ঘাড় উঁচিয়ে
গ. রাগ করে
ঘ. হাসিমুখ হয়ে
১১১১. ঝুম পাহাড়ের চোখ পাকানো দেখে ঝরনা কী করে?
ক. পালিয়ে যায়
খ. ভয় পায়
ড়. সামনে এগিয়ে চলে
ঘ. স্থির থাকে
১১১২. কার পায়ে নূপুর?
ক. পরীর
খ. ঝুম-পাহাড়ের
ড়. টগর ফুলের
ঘ. বুলবুলির
১১১৩. ‘ঝর্ণার গান’ কবিতায় কার হার টুটল?
ক. ঝরনার
খ. কবির
ড়. পরির
ঘ. টগরের
১১১৪. ঝরনা কীভাবে পথ চলে?
ক. চুপচাপ
খ. ভয়ে ভয়ে
গ. মন খারাপ করে
ড়. খিলখিলিয়ে
১১১৫. কালসারের দল কিসের রং ধরে?
ক. ডালের
খ. চিনির
গ. মধুর
ড়. ডালচিনির
১১১৬. নাড়িয়ে যায় বাড়িয়ে যায় কে?
ড়. ঝরনা
খ. পরি
গ. কালসার
ঘ. বুলবুলি
১১১৭. ঝরনার শরীর ঝলমল করছে কেন?
ড়. জরির লম্বা ও ঢিলা পোশাকে
খ. গায়ে রং মেখেছে বলে
গ. গায়ে সূর্যের আলো পড়েছে বলে
ঘ. জলের ফেনার কারণে
১১১৮. ‘পাতকুয়া’ হলো-
ক. বড় কুয়া
ড়. ছোট কুয়া
গ. মাঝারি কুয়া
ঘ. গভীর কুয়া
১১১৯. ঝরনা দুল দোলায়ে ভোলায়-
ক. তৃষ্ণা
খ. চোখ
ড়. মন
ঘ. প্রেম
১১২০. ঝরনা কখন ঝিঁঝিঁর ডাক শোনে?
ক. দুপুর-ভোরে
ড়. সাঁঝ-সকালে
গ. দিবস-রাতে
ঘ. রাত-দুপুরে
১১২১. ‘ঝর্ণার গান’ কবিতায় পাতকুয়ায় যেতে বলা হয়েছে কাকে?
ক. যার সুন্দরের তৃষ্ণা আছে
খ. যার কণ্ঠতে তৃষ্ণা আছে
ড়. যার জল সেঁচার গরজ আছে
ঘ. যার অঙ্গে ঘাম আছে
১১২২. হাঁকছে কে, এখানে ঝরনা কাকে প্রশ্ন করেছে?
ড়. ফটিকজলকে
খ. পরিকে
গ. শালিককে
ঘ. শুককে
১১২৩. ফটিকজলের কী হয়েছে?
ক. পা ভেঙেছে
খ. মন খারাপ
গ. ক্ষুধা পেয়েছে
ড়. তৃষ্ণা পেয়েছে
১১২৪. কিসের পানে ঝরনা ধায়?
ক. পাহাড়ের
খ. নদীর
ড়. সুন্দরের
ঘ. বনের
১১২৫. ‘ঝর্ণার গান’ কবিতায় কোন উৎসবের কথা উল্লেখ আছে?
ড়. নাচের উৎসব
খ. গানের উৎসব
গ. প্রাণের উৎসব
ঘ. নবান্নের উৎসব
১১২৬. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘বিজন দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. থমথমে দেশ
ড়. জনশূন্য দেশ
গ. লোকালয়পূর্ণ দেশ
ঘ. শঙ্কিত দেশ
১১২৭. ‘বিভোল’ শব্দের অর্থ কোনটি?
ড়. অচেতন
খ. ভয়
গ. উন্মদনা
ঘ. প্রাণহীন
১১২৮. ‘শুক’ অর্থ কী?
ড়. টিয়ে পাখি
খ. চাতক পাখি
গ. চকোর
ঘ. শালিক
১১২৯. ‘মখমল’ শব্দের সঠিক অর্থ কোনটি?
ড়. কোমল ও মিহি কাপড়
খ. মোটা কাপড়
গ. লম্বা ও ঢিলেঢালা পোশাক
ঘ. ময়লা কাপড়
১১৩০. ‘আংরাখা’ শব্দের অর্থ কী?
ড়. লম্বা ও ঢিলেঢালা পোশাক
খ. চাতক পাখি
গ. পাহাড়ের নাম
ঘ. ঝরনার নাম
১১৩১. ‘চকোর’ শব্দের অর্থ কী?
ড়. পাখিবিশেষ
খ. ফুলবিশেষ
গ. ঝরনার নাম
ঘ. গাছের নাম
১১৩২. চঞ্চল পা পুলকিত গতি কার?
ড়. ঝরনার
খ. কবির
গ. শালিকের
ঘ. ফটিকজলের
১১৩৩. আনন্দের পদচিহ্ন কিসে?
ড়. পাথরের বুকে
খ. পাহাড়ের বুকে
গ. বনের মধ্যে
ঘ. বৃক্ষশাখে
১১৩৪. কখন পাখির ডাক শোনা যায় না?
ক. ভোরে
খ. সকালে
ড়. দুপুরে
ঘ. বিকালে
১১৩৫. পাহাড় কীভাবে ভয় দেখায়?
ড়. ঘাড় ঘুরিয়ে
খ. মুখোশ পরে
গ. রাতের অন্ধকারে
ঘ. আঁধার ঠেলে
১১৩৬. পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায় এই বাক্যে কোন অলংকার ব্যবহৃত হয়েছে?
ড়. উপমা
খ. উৎপ্রেক্ষা
গ. যমক
ঘ. শ্লেষ
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে ঝর্ণার গান কবিতার বহুনির্বাচনি ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post