এসএসসি ২০২৬ ঝর্ণার গান কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের জন্য ঝর্ণার গান mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৬ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৬ ঝর্ণার গান কবিতার mcq প্রশ্ন উত্তর
১. কোন ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ দত্তের অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর মেলে?
ক. অনুপ্রাস নির্মাণে
খ. ছন্দ নির্মাণে
গ. দৃশ্যকল্প নির্মাণে
ঘ. চরিত্র নির্মাণে
২. সত্যেন্দ্রনাথ দত্ত কী হিসেবে খ্যাত?
ক. ছন্দের রাজকুমার
খ. ছন্দের জাদুকর
গ. ছন্দের রাজা
ঘ. ছন্দের ফেরিওয়ালা
৩. সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুরবণ করেন?
ক. ৩৯
খ. ৪০
গ. ৪১
ঘ. ৩৮
৪. কে ভয় দেখায়?
ক. ঝুম পাহাড়
খ. শিথিল শিলা
গ. রাঙা পরী
ঘ. বনের পাখি
৫. ‘ঝর্ণার গান’ কবিতায় কার ঘুমানোর কথা বলা হয়েছে?
ক. বনের
খ. পরীর
গ. ঝর্ণার
ঘ. পথের
৬. ‘ঝর্ণার গান’ কবিতায় ঝিমায় কে?
ক. বন
খ. পরী গ
. পথ
ঘ. রাত
৭. বিজন দেশে কী নাই?
ক. পুলক
খ. কূজন
গ. শঙ্কা
ঘ. তৃষ্ঞা
৮. ঝর্ণা কী দিয়ে তাল বাজায়?
ক. হাত
খ. পা
গ. কণ্ঠ
ঘ. আঙুল
৯. কে একা একা গান গেয়ে কেবলই ছুটে চলে?
ক. চকোর
খ. পরী
গ. ঝর্ণা
ঘ. পথ
১০. পরীর হার কোথায় টুটল?
ক. ঝুম পাহাড়ে
খ. নাচের উৎসবে
গ. বিজন দেশে
ঘ. শিথিল শিলায়
১১. ঝর্ণা কিসের সংবাদ পায়নি?
ক. বনের ঘুম ভাঙার
খ. পরীর গান গাওয়ার
গ. পাহাড়ের ভয় পাওয়ার
ঘ. পরীর হার টুটার
১২. ঝর্ণার আনন্দানুভূতির প্রকাশ ঘটেছে কোনটির মাধ্যমে?
ক. মিটমিটাই
খ. খিলখিলাই
গ. চোখ পাকাই
ঘ. খেয়াল নাই
১৩. বন ঝাউয়ের ঝোপে কিসের দল চরে?
ক. শালিকের
খ. চকোরের
গ. কালসারের
ঘ. শাখামৃগের
১৪. কালসারের দল কিসের গায় শিং শিলায়?
ক. টিলার গায়
খ. যল ঝাঁঝির গায়
গ. শিলার গায়
ঘ. ডালচিনির গা
১৫. ঝর্ণা কী দুলিয়ে যায়?
ক. ডালচিনির
খ. অচল-ঠাঁট
গ. থল-ঝাঁঝি
ঘ. হিমললাট
১৬. ঝর্ণা টিলার গায় কী বাড়িয়ে যায়?
ক. অচল ঠাঁট
খ. থল ঝাঁঝি
গ. ডালিম ফাট
ঘ. ফটিক জল
১৭. শালিক-শুক কিসে মুখ বুলায়?
ক. থল ঝাঁঝির মখমলে
খ. জরির জালে
গ. গিরির ললাটে
ঘ. বন ঝাউয়ের ঝোপে
১৮. কিসের কারণে ঝর্ণার অঙ্গ ঝলমল করে?
ক. মল ঝাঁঝির মখমল
খ. জরির জাল
গ. ফটিক জল
ঘ. টগর-নূহর
১৯. ঝর্ণা কিসের হাঁক শুনতে পায়?
ক. কালসারের
খ. চকোরের
গ. ফটিক জলের
ঘ. বুলবুলির
২০. সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে মৃত্যুরবণ করেন?
ক. ১৯১১ সালে
খ. ১৯২২ সালে
গ. ১৯৩৩ সালে
ঘ. ১৯৪৪ সালে
২১. চপল পায় কে ধায়?
ক. কপোতাক্ষ নদ
খ. চোখ গেল পাখি
গ. ঝর্ণা
ঘ. কানা কুয়ো
২২. ঝর্ণা কেবল কিসের গান গায়?
ক. নিজের গান
খ. পাখির গান
গ. বসন্তের গান
ঘ. পরীর গান
২৩. ঝর্ণার সারা গায়ে কী?
ক. আলোক
খ. পুলক
গ. লজ্জা
ঘ. জড়তা
২৪. ঝর্ণার সকল প্রাণ কেমন?
ক. বিভোল
খ. বিবর্ণ
গ. বিমুগ্ধ
ঘ. বিষণ্ণ
২৫. ঝর্ণা কিসের ওপর চরণ রাখে?
ক. নিশ্চল শিলার ওপর
খ. কাদামাটির উপর
গ. বরফের ওপর
ঘ. পিশ্চিল পাথরের উপর
২৬. ঝর্ণা তার মনকে কোন বিশেষণের মাধ্যমে তুলে ধরেছে?
ক. বিষণ্ণ
খ. দোদুল
গ. বিস্মিত
ঘ. নিরুদ্বিগ
২৭. দুপুর-ভোরে কিসের ডাক শোনা যায়?
ক. কালসারের
খ. ঝিঁঝিঁর
গ. বুলবুলির
ঘ. চকোরের
২৮. ঝুম পাহাড় কী ঝুঁকিয়ে ভয় দেখায়?
ক. মাথা
খ. ঘাড়
গ. হাত
ঘ. পা
২৯. ঝুম পাহাড় চোখ পাকায় কেন?
ক. বিস্ময় প্রকাশ করতে
খ. ভয় দেখাতে
গ. অস্থিরতা প্রকাশ করতে
ঘ. ঘুম তাড়াতে
৩০. ‘শঙ্কা নাই’- কী হতে?
ক. পরী খ. বিজন দেশে
গ. ঝুম পাহাড়
ঘ. কালসারের দল
৩১. ‘সমান যাই’– বলতে কী বোঝানো হয়েছে?
ক. সমতলে যাই
খ. নিভীকচিত্তে যাই
গ. ধীরে ধীরে যাই
ঘ. দ্রুত যাই
৩২. ‘ঝর্ণার গান’ কবিতায় গিরির পায়ে কিসের নূপুর?
ক. জবা ফুলের
খ. বেলী ফুলের
গ. টগর ফুলের
ঘ. বকুল ফুলের
৩৩. গিরির হিম ললাট ঘেমে কার উদ্ভব হয়েছে?
ক. কপোতাক্ষ নদের
খ. ঝর্ণার
গ. রক্তগঙ্গার
ঘ. বহু প্রতীক্ষিত বৃষ্টির
৩৪. গিরির হিম ললাট ঘামল কেন?
ক. ঝর্ণার উদ্ভবে
খ. ভয় পাওয়ায়
গ. গ্রীষ্মের আগমনে
ঘ. পুলক লেগে
৩৫. ঝর্ণা কাকে পাঁক ছেকে নিতে বলেছে?
ক. যে শিং শিলায়
খ. যে মুগ্ধ চোখে চায়
গ. যার কণ্ঠে তৃষ্ণা
ঘ. যার শঙ্কা নেই
৩৬. ঝর্ণা কার আশে ধায়?
ক. যার কণ্ঠে তৃষ্ণা আছে
খ. যার জল স্যাচার গরজ আছে
গ. যার মনে পুলক আছে
ঘ. যার মনে সৌন্দর্যবোধ আছে
৩৭. কার খোঁজে ঝর্ণার বিরাম নেই?
ক. সুন্দরের জন্য তৃষ্ণার্ত যে
খ. পরীর গান শোনায় যে
গ. মুগ্ধ চোখে চায় যে
ঘ. পাতকুয়ার যায় যে
৩৮. ঝর্ণা কেমন শ্লোক বিলায়?
ক. অচল শ্লোক
খ. তরল শ্লোক
গ. দোদুল শ্লোক
ঘ. শীতল-শ্লোক
৩৯. যার জল স্যাচার গরজ আছে ঝর্ণা তাকে কোথায় যেতে বলেছে?
ক. ঝর্ণার ধারে
খ. নদীর পাড়ে
গ. পাতকুয়ায়
ঘ. পুকুরে
৪০. কে চন্দ্ৰমা চায়?
ক. ঝর্ণা
খ. চকোর
গ. কালসার
ঘ. বুলবুলি
৪১. ‘বিভোল’ শব্দের অর্থ কোনটি?
ক. বিবশ
খ. অবশ
গ. নিভৃত
ঘ. চাঁদের আলো
৪২. ‘বিজন’ শব্দের অর্থ কী?
ক. নিভৃত
খ. অচেতন
গ. বরফ
ঘ. হালকা চালের কবিতা
৪৩. ‘কূজন’ শব্দের অর্থ কী?
ক. খারাপ মানুষ
খ. সৌন্দর্যের তৃষ্ণাহীন
গ. হালকা চালের কবিতা
ঘ. কলরব
৪৪. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম পাহাড়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. রাগী পাহাড়
খ. উঁচু পাহাড়
গ. নীরব পাহাড়
ঘ. ছোট পাহাড়
৪৫. ‘শুক’ বলতে কোন পাখিকে বোঝায়?
ক. টিয়া
খ. বুলবুলি
গ. শালিক
ঘ. কোকিল
৪৬. ‘থল ঝাঁঝির মখমল’ কিসে তৈরি হয়েছে?
ক. বহুদিন ধরে জমা শেওলায়
খ. বরফের আচ্ছাদন জমা হয়ে
গ. লতানো গাছ জন্ম নিয়ে
ঘ. ঘাসের বিস্তারের মাধ্যমে
৪৭. ‘মখমল’ কী?
ক. লম্বা ও ঢিলা পোশাক
খ. কোমল ও মিহি কাপড়
গ. বহুদিন ধরে জমা শেওলা
ঘ. পাখিদের বিচরণক্ষেত্র
৪৮. ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ফটিক জল’ বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে?
ক. চকোর
খ. চাতক
গ. টিয়া
ঘ. বুলবুলি
৪৯. ‘তরল শ্লোক’ বলতে কোনটি বোঝায়?
ক. হালকা চালের কবিতা
খ. পাথরের আঘাত
গ. নীরব পাহাড়
ঘ. পাখির গান
৫০. ‘আংরাখা’ কী?
ক. কোমল ও মিহি কাপড়
খ. লঘু চালের কবিতা
গ. লম্বা ও ঢিলা পোশাক বিশেষ
ঘ. এক প্রকার জলজ গুল্ম
এসএসসি-২০২৬ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৬ ঝর্ণার গান কবিতার mcq নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post