ঝিঙে ফুল কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর। ‘ঝিঙে ফুল’ কবিতায় কবির এই প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লিখেছেন। পৌষের বেলাশেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে।
তাকে বোঁটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে। আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবেসে মাটি-মায়ের কাছেই থাকবে। এ কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা একটি ঝিঙে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে।
ঝিঙে ফুল কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. পাতার দেশের পাখির গান কখন শোনা যায়?
ক. সকালে
খ. বিকালে
গ. সাঁঝে
ঘ. রাত্রে
২. ঝিঙে ফুল জাফরানি বেশ পরেছে কখন?
ক. পউষের সকালে
খ. পউষের বেলা শেষে
গ. মাঘের সকালে
ঘ. মাঘের বেলা শেষে
৩. ‘পরি জাফরানি বেশ।’-এখানে ‘পরি’ শব্দটি ব্যবহৃত হয়েছে-
ক. পরিধান করে অর্থে
খ. পড়াশোনা করে অর্থে
গ. গল্পের পরি অর্থে
ঘ. একটি নাম হিসেবে
৪. জাফরানি বেশ পরেছে কে?
ক. সর্ষেফুল
খ. প্রজাপতি
গ. আসমান
ঘ. ঝিঙে ফুল
৫. মরা মাচানের দেশ মশগুল করে তুলেছে কে?
ক. লাউ গাছ
খ. প্রজাপতি
গ. ঝিঙে ফুল
ঘ. কুমড়ো ফুল
৬. ঝিঙে ফুল কোন দেশকে মশ্গুল করে তোলে?
ক. অলকার দেশ
খ. সবুজ পাতার দেশ
গ. মরা মাচানের দেশ
ঘ. দূরের দেশ
৭. কোন মায়ের কোলে সোনামুখ খুকু ঘুমায়?
ক. বাঙলা
খ. শ্যামলী
গ. সোনালী
ঘ. বর্ণালী
৮. কাকে ‘সোনামুখ খুকু’ বলা হয়েছে?
ক. লতিকাকে
খ. প্রজাপতিকে
গ. ফিঙে পাখিকে
ঘ. ঝিঙে ফুলকে
৯. ‘শ্যামলী মায়ের কোল’ বলতে বোঝানো হয়েছে-
ক. সবুজ ঝিঙে গাছকে
খ. কাঠের মাচানকে
গ. ঝিঙের ফুলকে
ঘ. শ্যামল মাঠকে
১০. ঝিঙে ফুল কখন ঘুমিয়ে যায়?
ক. রোদহীন সকালে
খ. রোদপূর্ণ দুপুরে
গ. আরামদায়ক বিকালে
ঘ. সন্ধ্যার আঁধারে
১১. ঝিঙে ফুলকে বোঁটা ছিঁড়ে যেতে বলে কে?
ক. আকাশ
খ. মাচান
গ. তারা
ঘ. প্রজাপতি
১২. আসমানের তারা ঝিঙে ফুলকে কোথায় যেতে বলে?
ক. সাগরে
খ. পাহাড়ে
গ. আকাশে
ঘ. পৃথিবী ছেড়ে
১৩. ‘চলে আয় এ অকূল।’ এখানে ‘এ অকূল’ বলতে বোঝানো হয়েছে-
ক. অতল সমুদ্রকে
খ. উঁচু পাহাড়কে
গ. বিশাল আকাশে
ঘ. পৃথিবীর ঊর্ধ্বে
১৪. ঝিঙে ফুলের কাছে মাটি হলো-
ক. মা
খ. বন্ধন
গ. শত্রু
ঘ. বন্ধু
১৫. ঝিঙে ফুল অলকায় যেতে রাজি নয় কেন?
ক. মৃত্যুর আশঙ্কায়
খ. মাটি মাকে ভালোবেসে
গ. প্রজাপতির সাথে রাগ করে
ঘ. তারার সাথে রাগ করে
ঝিঙে ফুল কবিতার mcq প্রশ্ন ও উত্তর
১৬. ‘ঝিঙে ফুল’ কবিতাটি পাঠ্যভুক্তির উদ্দেশ্য হলো-
ক. ঝিঙের গুণগান করা
খ. সৌন্দর্যবোধ সৃষ্টি করা
গ. প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি
ঘ. সবজির প্রতি উৎসাহী করা
১৭. ‘ঝিঙে ফুল’ কবিতায়-
ক. কবির প্রকৃতিপ্রেম ফুটে ওঠে
খ. কবির বিদ্রোহ ফুটে ওঠে
গ. কবি মাটির প্রতি মমতা ফুটে ওঠে
ঘ. কবি গাছপালার অবদান তুলে ধরেছেন
১৮. ঝিঙে হলো-
ক. একটি ফল
খ. একটি ফুল
গ. একটি সবজি
ঘ. একটি গাছ
১৯. ‘অলকা’ কী?
ক. স্বর্গ
খ. আকাশ
গ. আলো
ঘ. পাহাড়
২০. গুল্মে পর্ণে শব্দের অর্থ কী?
ক. ঝোপঝাড় ও পত্রপল্লব
খ. ফিরোজা রঙের
গ. লতার কানে
ঘ. পৌষ মাসের
২১. ‘মাচান’ শব্দের অর্থ কী?
ক. ফুল
খ. মাচা
গ. হৃদয়
ঘ. লতার কানে
২২. ‘হিয়া’ শব্দের অর্থ কী?
ক. শরীর
খ. হৃদয়
গ. দেহ
ঘ. কান
২৩. ঝিঙে ফুল স্বর্গেও যেতে চায় না কোন কারণে?
ক. মাটির প্রতি টান
খ. মাটির প্রতি তার বিরক্তি
গ. আকাশের প্রতি তার তুচ্ছ জ্ঞান
ঘ. স্বর্গের প্রতি তার অবজ্ঞা
২৪. পৌষের বেলা শেষে বলতে কবি কোন সময়কে বুঝিয়েছেন?
ক. ঝিঙে ফুল ফোটার সময়কে
খ. পৌষ মাসের ব্যপ্তিকে
গ. বিকেল বেলার রোদকে
ঘ. বেলা শেষের সৌন্দর্যকে
২৫. সবুজ পাতার দেশ বলতে কী বুঝানো হয়েছে?
ক. শহরকে
খ. গ্রামকে
গ. পলিস্নকে
ঘ. বাংলাদেশকে
২৬. ঝিঙে ফুল কীসের প্রতীক?
ক. গ্রামবাংলার সৌন্দর্যের
খ. শহরের সৌন্দর্যের
গ. নিসর্গের সৌন্দর্যের
ঘ. শীতকালের সৌন্দর্যের
২৭. কাজী নজরুল ইসলাম হলেন-
i. বিদ্রোহী কবি
ii. প্রেমের কবি
iii. মানবতার কবি
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i I ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. নজরুল কবিতা লিখেছেন-
i. অন্যায়ের বিরুদ্ধে
ii. শোষণের বিরুদ্ধে
iii. নির্যাতনের বিরুদ্ধে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i, ii ও iii
গ. i ও iii
ঘ. ii ও iii
২৯. নজরুল সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়-
i. ব্রিটিশদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন
ii. ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছেন
iii. সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
৩০. কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য রচনা করেছেন-
i. ঘুমজাগানো পাখি
ii. ঘুমপাড়ানী মাসিপিসি
iii. পুতুলের বিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ ii
গ. iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে ঝিঙে ফুল কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post