আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ মার্কেটিং ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩২৩০১। বিষয়: বাজারজাতকরণের আইনগত দিক।
মার্কেটিং ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. আইনগত পরিবেশ কি?
উত্তর : আইনগত পরিবেশ হচ্ছে দেশের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রবর্তিত বিভিন্ন ধরনের নিয়মকানুন রীতিনীতির সমষ্টি যা সাধারণভাবে সবাইকে মেনে চলতে হয়।
২. সম্মতি কি?
উত্তর : কোন কিছু করা বা না করার জন্য এক পক্ষের প্রস্তাবে অন্য পক্ষের রাজি থাকাকে সম্মতি বলে।
৩. ক্রেতা সাবধান নীতি কি?
উত্তর : ক্রেতা সাবধান নীতিটির মূল কথা হল কোন পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। দ্রব্যটির গুনাগুন, বৈশিষ্ট্য এবং দোষ ত্রুটি ভালো করে পরীক্ষা করে নিবে।
৪. বিনিময় বিল বলতে কি বুঝ?
উত্তর : বিনিময় বিল হল একপ্রকার আর্থিক হস্তান্তরযোগ্য দলিল যাতে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিমিত্তে শর্তহীন নির্দেশ প্রদান করে।
৫. কিস্তিবন্দি ক্রয় কি?
উত্তর : কিস্তিতে ক্রেতা পণ্যের মূল্য পরিশোধ করবে এবং পণ্যের দখল পেলে সেই সাথে তার মালিকানা স্বত্বলাভ করবে এই মর্মে ক্রয় চুক্তি সম্পাদিত হলে তাকে কিস্তিবন্দিতে ক্রয় বলে।
৬. কৃষি পণ্য কি?
উত্তর : যে সকল পণ্য কৃষিজাত, উদ্যানজাত, ও পশুজাত তাদেরকে আমরা সাধারণত কৃষি পণ্য বলি।
৭. বাজার মাশুল কি?
উত্তর : কৃষিপণ্যের ক্রয়- বিক্রয় এবং মধ্যস্থতার সম্পর্কিত বিষয়ে সেবার বিনিময় আদায়কৃত অর্থকে বাজার মাশুল বলা হয়।
৮. আমার বলতে কি বুঝায়?
উত্তর : যে কোন পণ্য বা পশু সম্পদ উৎপাদন বা লালন- পালন প্রক্রিয়ার অন্তর্গত কোন উঠান, প্রাঙ্গণ ছাওনি বা গৃহ কে খামার বলে।
৯. মৎস্য কি জাতীয় শিল্পের অন্তর্গত?
উত্তর : হ্যাঁ, মৎস্য জাতীয় শিল্পের অন্তর্গত।
১০. প্রতারণামূলক মার্ক কি?
উত্তর : ট্রেডমার্ক আইনের ২ (২০) ধারায় বলা হয়েছে যে, ‘প্রতারণামূলক সাদৃশ্য মার্ক’ অর্থ এমন কোন মার্ক যা দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এবং যা এ আইনের অধীন নিরঞ্জিত অন্য কোন মার্কের সাথে সাদৃশ্যমূলক।
১১. কপিরাইট কি?
উত্তর : কপিরাইট বলতে এক শ্রেণীর পণ্যের জন্য নকশা রেজিস্ট্রেশন করা হয়। যাতে নিবন্ধনকারী নকশাটি ব্যবহারে একচ্ছত্র আধিপত্য থাকবে।
১২. ভোক্তা অধিকার কি?
উত্তর : ভক্তাদের স্বার্থ রক্ষায় নিরাপত্তা, তথ্য পাওয়া, পণ্য বাছাই ,চাহিদা, ক্ষতিপূরণ, স্বাস্থ্যকর পরিবেশ ও ক্রেতার শিক্ষা লাভের অধিকারকে ভোক্তা অধিকার বলে।
১৩. ব্যবসায় আইন কি?
উত্তর : বাণিজ্যক লেনদেনসমূহ সৃষ্টভাবে পরিচালনা করার জন্য যে নিয়ম-নীতি মান্য করতে হয় তাকে ব্যবসায় আইন বলে।
১৪. বাংলাদেশে কত সালের চুক্তি আইন প্রচলিত?
উত্তর : বাংলাদেশের চুক্তি আইন ১৯৭২ সালে প্রণীত হয়।
১৫. প্রস্তাবের সংজ্ঞা দাও।
উত্তর : চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছে প্রকাশকে বুঝায়।
১৬. হস্তান্তর যোগ্য দলিল কাকে বলে?
উত্তর : হস্তান্তরযোগ্য দলিল হচ্ছে একটি লিখিত দলিল যা আইন স্বীকৃত ব্যবসায় রীতি অনুযায়ী বিনিময় হস্তান্তরযোগ্য।
১৭. বাধ্যতামূলক বিক্রয় কি?
উত্তর : সরকার কর্তৃক ক্ষমতা কোন স্থানীয় কর্তৃপক্ষ কোন খাদ্য দ্রব্য প্রস্তুত কোন দ্রব্য বা উপাদান অবশ্যই বিক্রয়ের জন্য উপস্থাপন করা নির্দেশ প্রদানকে বাধ্যতামূলক বিক্রয় বলে।
১৮. বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ের বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করা হয় যায়?
উত্তর : বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যায়।
১৯. প্রাটেন্ট কি?
উত্তর : নতুন কোন বস্তু আবিষ্কার বা পূরণের কোন কিছুর সংস্কারের উপর উক্ত পণ্য বা বস্তুর প্রতি আবিষ্কারকের একচ্ছত্র অধিকারী হল প্রাটেন্ট।
২০. গৌণ শর্ত কি?
উত্তর : যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনু সংগীত যা ভঙ্গ করলেই খেসারত দাবি করার অধিকার জন্মে না তাকে গৌণ শর্ত বলে।
২১. কার্ডের কি?
উত্তর : কার্ডের অর্থ কোন ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোন পণ্য বা সেবার বাজারে ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোন প্রকার সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা।
২২. প্রজ্ঞাপিত বাজার কি?
উত্তর : কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের ৩ (১) ধারা মতে প্রজ্ঞাপিত বাজার হিসেবে ঘোষিত যেকোনো বাজার কে প্রভাবিত বাজার বলে।
২৩. মিথ্যা প্রচারণা কী?
উত্তর : কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বিজ্ঞাপন প্রকাশ করবে না যা কোনো খাদ্যে বস্তুকে মিথ্যাভাবে বর্ণনা করে। আর এটাই মিথ্যা প্রচারণা।
২৪. রেফারেন্স মানে কি?
উত্তর : এটি ওজন বা পরিমাপের একটি মানদন্ড যার মাধ্যমে যেকোনো আনুষাঙ্গিক মান যাচাই করা হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. প্রতারণামূলক কাজের বিপক্ষে আইনগুলো আলোচনা কর।
২. ‘বিনা প্রতিদানে চুক্তি হয় না’- এ নিয়মের ব্যতিক্রম সমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩. অঙ্গীকার ও চেকের মধ্যে পার্থক্য দেখাও।
৪. মূর্খ শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য কি?
৫. হাট বা বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর।
৬. ব্রাটেন্ট প্রদানে বিরোধীতা সংক্রান্ত আইনের বিধান আলোচনা কর।
৭. একজন পরিদর্শকের ওজন ও পরিমাপ পরিদর্শন ও যাচাইয়ের ক্ষমতা আলোচনা কর।
৮. দোকানও প্রতিষ্ঠান আইন অনুযায়ী পায়খানা, প্রস্রাবখানা, প্রক্ষালন ও খাবার পানির ব্যবস্থা এবং খাদ্য গ্রহণ সংক্রান্ত বিধান আলোচনা কর।
৯. চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য কি?
১০. পণ্য বিক্রয় আইন অনুযায়ী পণ্য বিনষ্ট হওয়ার ফলাফল বর্ণনা কর।
১১. সীল বা স্টাম্প জাল করার শাস্তি আলোচনা কর।
১২. তদন্ত সম্পর্কে আইনের বিধানগুলো লেখ।
১৩. আইনগত পরিবেশ সম্পর্কে জানার গুরুত্ব আলোচনা কর।
১৪. কখন মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়।
১৫. প্যাটেন্টের মেয়াদ সংক্রান্ত বিধান উরেুল্লখ কর।
১৬. কমিশন প্রতিষ্ঠায় সংক্রান্ত বিধান আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. বাজারজাতকরণ সিদ্ধান্ত গ্রহণে আইনের প্রভাব আলোচনা কর।
২. “সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়:”- ব্যাখ্যা কর।
৩. একজন মূর্খ ব্যক্তির প্রতি প্রতিনিধির কর্তব্য বর্ণনা কর।
৪. ডাম্পিং কি? সাম্প্রতিক সময় সংগঠিত ডাম্পিংয়ের কয়টি ঘটনা উরেুল্লখ কর।
৫. ‘কোনো পণ্য বিক্রেতা পণ্য তার নিজ অপেক্ষাকৃতাকে কোন উত্তম স্বত্ব দিতে পারে না’ -এই নিয়মের ব্যতিক্রম সমূহ লিখ।
৬. ডেইরি পণ্য বিতরণের পাঁচটি সমস্যা বর্ণনা কর।
৭. ট্রেডমার্ক নিবন্ধন পদ্ধতি আলোচনা কর।
৮. প্রতিযোগিতা বিরোধী চুক্তি সংক্রান্ত আইনের বিধানসমূহ আলোচনা কর।
৯. চুক্তিভঙ্গ বলতে কি বুঝ? চুক্তিভঙ্গের প্রতিকারসমূহ আলোচনা কর।
১০. বিনিময় বিল কি? কী কি উপায়ে বিনিময় বিল উপস্থাপন করা যায়।
১১. অপরিশোধিত বিক্রেতাকে অপরিশোধিত বিক্রেতার অধিকারসমূহ আলোচনা কর।
১২. সরকার কর্তৃক হাট ও বাজার অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণ ক্ষমতা সম্পর্কে আলোচনা কর।
১৩. বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্পর্কিত আইনের বিধানসমূহ আলোচনা কর।
১৪. কোন কোন অবস্থায় অপরিশোধিত বিক্রেতা পূর্ণবিক্রয়ের অধিকার লাভ করে? ব্যাখ্যা কর।
১৫. কৃষি পণ্য নিয়ন্ত্রণ আইনের ধারণা ধারাগুলো লঙ্ঘনের ফলে দন্ডের বিধানগুলো আলোচনা কর।
১৬. জনস্বার্থ বিরোধী চুক্তিসমূহ আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি মার্কেটিং ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post