উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে যারা ডিগ্রিতে পদার্পণ করেছো, কোর্সটিকার পক্ষ থেকে তাদের শুভেচ্ছা। ডিগ্রিতে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমাদের ডিগ্রি ১ম বর্ষের বই pdf সম্পর্কে জেনে নেওয়া উচিত। কেননা ভর্তি হওয়ার পরে হঠাৎ কবে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, তুমি বুঝতে পারবে না যে সময় কীভাবে এত দ্রুত চলে গেল।
অনেকেই মনে করে অনার্সের তুলনায় ডিগ্রিতে পড়াশোনা কম। ধারণাটি সঠিক নয়। অনার্স হোক বা ডিগ্রি, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, কোথাও কম পড়াশোনা করার সুযোগ নেই। সুতরাং প্রথম বর্ষের শুরু থেকেই তোমাকে পড়াশোনার প্রতি আত্মনিয়োগ করতে হবে।
কোর্সটিকার আজকের এই পোস্টে আজ আমরা ডিগ্রি ১ম বর্ষের বই pdf নিয়ে আলোচনা করবো। এ আলোচনায় তোমরা জানতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী প্রথম বর্ষে তোমাদের কোন কোন বই পড়তে হবে। শুধু তাই নয়, এখান থেকে তোমরা এবছরের বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশনও ডাউনলোড করে নিতে পারবে।
ডিগ্রি ১ম বর্ষের বই pdf
আবশ্যিক: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
প্রথম পত্র: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত)
দ্বিতীয় পত্র: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০-১২৫৮ খ্রিস্টাব্দ)
ইসলাম শিক্ষা
প্রথম পত্র: কুরআন শিক্ষা
দ্বিতীয় পত্র: আল-কালাম
ইতিহাস
প্রথম পত্র: বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত)
দ্বিতীয় পত্র: দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৬৫)
দর্শন
প্রথম পত্র: দর্শনের সমস্যা
দ্বিতীয় পত্র: নীতিশাস্ত্র
আরবি
প্রথম পত্র: আরবি গদ্য
দ্বিতীয় পত্র: আরবি সাহিত্যের ইতিহাস- ১ (৫০০-১২৫৮ AD)
ভূগোল ও পরিবেশ
প্রথম পত্র: প্রাকৃতিক পরিবেশ ও ভূগোল
দ্বিতীয় পত্র: অর্থনৈতিক ভূগোল
মনোবিজ্ঞান
প্রথম পত্র: সাধারণ মনোবিজ্ঞান
দ্বিতীয় পত্র: পরীক্ষণ মনোবিজ্ঞান
গার্হস্থ্য অর্থনীতি
প্রথম পত্র: গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন
দ্বিতীয় পত্র: শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক
সংস্কৃত
প্রথম পত্র: সংস্কৃত সাহিত্যের ইতিহাস
দ্বিতীয় পত্র: সংস্কৃত নাটক
রাষ্ট্রবিজ্ঞান
প্রথম পত্র: রাজনৈতিক তত্ত্ব
দ্বিতীয় পত্র: যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যবস্থা
সমাজবিজ্ঞান
প্রথম পত্র: পরিচায়ক সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র: সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান
সমাজকল্যাণ
প্রথম পত্র: সমাজকর্মের ইতিহাস ও দর্শন
দ্বিতীয় পত্র: বাংলাদেশের চাহিদা ও সামাজিক সমস্যা
অর্থনীতি
প্রথম পত্র: ব্যষ্টিক অর্থনীতি
দ্বিতীয় পত্র: বাংলাদেশের অর্থনীতি
ডিগ্রি ১ম বর্ষের বই এর তালিকা (BBS)
হিসাববিজ্ঞান
প্রথম পত্র: Principles of Accounting
দ্বিতীয় পত্র: Auditing
ব্যবস্থাপনা
প্রথম পত্র: Introduction to Business
দ্বিতীয় পত্র: Fundamentals of Management
মার্কেটিং
প্রথম পত্র: Principles of Marketing
দ্বিতীয় পত্র: Export-Import Management
ফিন্যান্স ও ব্যাংকিং
প্রথম পত্র: Principles of Finance
দ্বিতীয় পত্র: Law and Practices of Banking and Insurance
ডিগ্রি ১ম বর্ষের বই এর তালিকা (BSC)
উদ্ভিদ বিজ্ঞান
প্রথম পত্র: Microbiology, Physiology, Mycology
দ্বিতীয় পত্র: Higher Cryptogams, Gymnosperms, Plant Pathology
রসায়ন
প্রথম পত্র: Physical Chemistry
দ্বিতীয় পত্র: Organic Chemistry
পদার্থ বিজ্ঞান
প্রথম পত্র: Mathematical Methods, Waves and Optics
দ্বিতীয় পত্র: Mechanics, Properties of Matter and Relativity
প্রাণি বিজ্ঞান
প্রথম পত্র: Nonchordate
দ্বিতীয় পত্র: Chordata
পরিসংখ্যান
প্রথম পত্র: Descriptive Statistics
দ্বিতীয় পত্র: Probability and Probability Distributions
গণিত
প্রথম পত্র: Fundamentals of Mathematics
দ্বিতীয় পত্র: Coordinate Geometry and Vector Analysis
কম্পিউটার বিজ্ঞান
প্রথম পত্র: Computer Fundamental and Programming Language
দ্বিতীয় পত্র: Data Structure and Algorithms
Geography and Environment
প্রথম পত্র: Physical Geography & Environment
দ্বিতীয় পত্র: Economic Geography
Biochemistry and Molecular Biology
প্রথম পত্র: Physical and Organic Chemistry
দ্বিতীয় পত্র: Biomolecules
Psychology
প্রথম পত্র: General Psychology
দ্বিতীয় পত্র: Experimental Psychology
Soil Science
প্রথম পত্র: Pedology and Soil Physics
দ্বিতীয় পত্র: Soil Microbiology and Plant Biochemistry
ডিগ্রি ১ম বর্ষের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
১. কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়।
২. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশ্রঙ্গের নাম কী?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম ‘তাজিংডং’ (বিজয়)।
৩. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর: বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা।
৪. বঙ্গভঙ্গ কখন হয়?
উত্তর: বঙ্গভঙ্গ ১৯০৫ সালে হয়।
৫. ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের ২৩ মার্চ।
রাজনৈতিক তত্ত্ব
১. Political science begins and ends with the state – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের।
২. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: ১. পর্যবেক্ষণমূলক পদ্ধতি, ২. পরীক্ষণমূলক পদ্ধতি, ৩. দার্শনিক পদ্ধতি।
৩. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
৪. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।
৫. The Social Contract নামক গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশো।
ব্যষ্টিক অর্থনীতি
১. ব্যস্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে পৃথক আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
২. ইসলামি অর্থনীতির ধারণা দাও।
উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসা- বাণিজ্যসহ সকল অর্থনৈতিক কার্যাবলি সুদমুক্ত থেকে মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামি অর্থনীতি বলে।
৩. ধনতান্ত্রিক অর্থনীতি কী?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতীত অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থনীতি বলে।
৪. অর্থনীতির জনক কে? অথবা, অর্তসাস্তের জনক কে?
উত্তর: অর্থনীতিবিদ এডাম স্মিথ।
৫. সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপাদানের ব্যক্তি মালিকানার পরিববর্তে রাষ্টীয় মালিকানা বিদ্যমান থাকে তাই তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলে।
বাংলাদেশের অর্থনীতি
১. মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর: সাধারণত এক বছরে দেশে যে পরিমাণ মোট জাতীয় আয় পাওয়া যায় তাকে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু আয় পাওয়া যায়।
২. উন্নত দেশ কাকে বলে? অথবা, উন্নত দেশ বলতে কী বুঝ?
উত্তর: যে সকল দেশ মোট জাতীয় আয় এবং মাথাপিছু আয় যথেষ্ট বৃদ্ধি করতে সংক্ষম হয়েছে তাদেরকে উন্নত দেশ বলে।
৩. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? অথবা, উন্নয়নশীল দেশ কাকে বলে?
উত্তর: যে সকল দেশ কিছুটা মাথাপিছু আয় করেছে এবং ভবিষ্যতে আরো উন্নতি করার সম্ভাবনা রয়েছে সে সব দেশকে উন্নয়নশীল দেশ বলে।
৪. অর্থনৈতিক স্থবিরতা বলতে কী বুঝ?
উত্তর: অর্থনৈতিক স্থবিরতা বলতে জনগণের প্রকৃত মাথাপিছু আয় ক্রমশ হ্রাস বা প্রবৃদ্ধিহীন অর্থনীতিকে বুঝায়।
৫. শক্তিসম্পদ কী?
উত্তর: যে সম্পদ যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ, পরিবহণসহ সব ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে তাকে শক্তিসম্পদ বলে।
ভূগোল ও পরিবেশ ১ম পত্র
১. পানি চক্র কাকে বলে? অথবা, পানি চক্র কী?
উত্তর: পৃথিবীর বিভিন্ন উৎসস্থল হতে পানি চক্রাকারে বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে স্থানান্তর হয়ে আবার উৎসস্থলে ফিরে আসে তাকে পানি চক্র বলে।
২. ভূ- ত্বক কী?
উত্তর: পৃথিবীর বাইরের পাতলা আবরণই হলো ভূ-ত্বক।
৩. পৃথিবীর আকার কীরূপ?
উত্তর: পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, দু’মেরুর মধ্যে দুরত্ব বা ভূ-গোলকের আক্ষিক ব্যাস তার নিরক্ষীয় ব্যাসের চেয়ে ৪৩ কি.মি কম। এজন্য পৃথিবীর আকৃতিকে বলা হয় অভিগত গোলক।
৪. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?
উত্তর: প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন মিসরীয় গ্রিক পন্ডিত ইরাতোস্থিনিস।
৫. শিলা কী? অথবা, শিলা কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একসাথে মিশে যে পদার্থ গঠিত হয় তাকে শিলা বলে।
সমাজকর্ম ১ম পত্র
১. প্রথমিক দল কী?
উত্তর: প্রাথমিক দল বলতে সেই দলকে বুঝায় যে দলের সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও ঘনিষ্ঠ সম্পর্ক, পারস্পপারিক যোগাযোগ ও পরিচিতি বিদ্যমান থাকে।
২. সমাজের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সমাজের দুটি বৈশিষ্ট্য হলো: ১. সমাজ পরিবর্তনশীল ও ২. সমাজ গতিশীল।
৩. ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর: ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম হলোIntroduction to Social Welfare.
৪. সমাজসেবা কী?
উত্তর: সমাজসেবা বলতে জনসমষ্টিকে প্রদত্য বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও গৃহায়নে সরকার প্রদত্ত সুসংঘঠিত সাহায্য ও পরামর্শ সেবাকে বুঝায়।
৫. Group শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর: Group শব্দাট ফারাসি Groupe শব্দ থেকে নেয়া হয়েছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১. জাজিরাতুল আরব অর্থ কী?
উত্তর: জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ।
২. আরবের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তর: আরবের বৃহত্তম মরুভূমি ‘আদ দাহনা’ বা ‘রাব আল খালি’।
৩. কুরাইশ শব্দের অর্থ কী?
উত্তর: কুরাইশ শব্দের অর্থ সওদাগর বা বণিক।
৪. গোত্রকে আরবিতে কী বলা হয়?
উত্তর: গোত্রকে আরবিতে ‘কাবিলা’ বলা হয়।
৫. ‘দারুন নদওয়া’ কী?
উত্তর: ‘দারুন নদওয়া’ হল ইসলাম পূর্ব যুগে মক্কার ব্যবস্থাপক সভার মন্ত্রণাগৃহ।
মনোবিজ্ঞান-১ম পত্র
১. Psychology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Psychology শব্দটি গ্রিক শব্দ Psyche এবং Logos শব্দদ্বয় থেকে এসেছে।
২. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।
৩. মানসিক প্রক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়া দ্বারা আবেগ, চিন্তন, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ ও বিশ^াস ইত্যাদিকে বুঝায় তাকে মানসিক প্রক্রিয়া বলে।
৪. মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম হলো: ১. শিল্প মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
৫. মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম হলো- ১. শিক্ষা মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
গার্হস্থ্য অর্থনীতি ১ম পত্র
১. একক সিদ্ধান্ত বলতে কী বুঝ?
উত্তর: যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে।
২. গৃহ ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর: পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেয়াকে গৃহ ব্যবস্থাপনা বলে।
৩. গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।
উত্তর: গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ইত্যাদি।
৪. গৃহায়ন বলতে কী বুঝ?
উত্তর: গৃহায়ন বলতে কোনো স্থানকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা বোঝায়, যেখানে মানুষ তার সামাজিক কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদন করতে পারে।
৫. তত্ত্বাবধান কাকে বলে?
উত্তর: তত্ত্বাবধান হলো কোনো কাজ সঠিকভাবে সম্পান্ন করার জন্য তদারকি করা।
সমাজবিজ্ঞান ২য় পত্র
১. সামাজিক ইতিহাস কী?
উত্তর: সামাজিক ইতিহাস বলতে অতীত সমাজস্থ মানুষ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং তাদের কার্যাবলীর বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণকে বোঝায়।
২. ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ – উক্তিটি কার?
উত্তর: ‘সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।’ উক্তিটি জি.এম ট্রিভেলিয়ানের।
৩. ‘The Idea of History’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Idea of History’ গ্রন্থের লেখক আর. জে কলিংউড।
৪. ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Natural History of Religion’ গ্রন্থের লেখক ডেভিড হিউম।
৫. ‘প্রত্নতত্ত্ব’ কী?
উত্তর: খনন কাজ থেকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর, ধনুক, স্থাপত্য, ফসিল, আসবাবপত্র, শিলালিপি, মুদ্রা, তৈজসপত্র প্রভৃতি পরীক্ষা-নিরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানবসমাজ সম্পর্কে গবেষণার বিষয়ই হচ্ছে ‘প্রত্নতত্ত্ব’।
দর্শন-১ম পত্র
১. দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তত্ত্বদর্শন তথা জগজ্জীবনের স্বরূপ উপলব্ধি।
২. “Metaphysics” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Metaphysics” এর বাংলা অর্থ পরাতত্ত্ব বা অধিবিদ্যা।
৩. “Ontology” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Ontology” এর বাংলা অর্থ সত্তাসম্পর্কীয় বিজ্ঞান।
৪. সত্তা সম্পর্কিত মতবাদগুলো কী কী ?
উত্তর: সত্তা সম্পর্কিত মতবাদগুলো হলো- ১. ভাববাদ, ২. বস্তুবাদ, ৩. একত্ববাদ, ৩. দ্বৈতবাদ ও ৫. বহুত্ববাদ।
৫. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা ফরাসি দার্শনিক হেনরি বার্গসোঁ
ইতিহাস ২য় পত্র
১. ‘তুজুক-ই বাবর’ কার লেখা?
উত্তর: ‘তুজুক-ই বাবর’ গ্রন্থটি সম্রাট বাবরের লেখা।
২. ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা কী?
উত্তর: ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
৩. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহীম লোদী।
৪. ইব্রাহীম লোদী কে?
উত্তর: ইব্রাহীম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান।
৫. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।
প্রিয় শিক্ষার্থীরা, ওপরে আমরা ডিগ্রি ১ম বর্ষের বই pdf এর পূর্ণাঙ্গ তালিকা দিয়েছি। পাশাপাশি প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ শীট ও সাজেশনগুলোর লিংক শেয়ার করেছি। তোমরা বিভিন্ন সাবজেক্টের নামের ওপর ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় শীট ও সাজেশন পিডিএফ ফাইলে ডাউলোড করে নিতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। ডিগ্রির সকল বর্ষের ১০০% কমন সাজেশন বিনামূল্যে পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post