প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ ইতিহাস ১ম পত্র উত্তরসহ সাজেশন
ডিগ্রি ১ম বর্ষ ইতিহাস ১ম পত্র উত্তরসহ সাজেশন
বিষয়: বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো বাংলাদেশ।
২. কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী?
উত্তর: কীর্তিনাশা নামে পরিচিত পদ্মা নদী।
৩. প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উত্তর: প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্রলিপ্ত।
৪. গৌড়ের রাজধানী কোথায়?
উত্তর: গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ।
৫. প্রাচীন পুন্ডনগরের বর্তমান অবস্থান কোথায়?
উত্তর: প্রাচীন পুণ্ডনগরের বর্তমান অবস্থান বগুড়া শহরের উপকন্ঠে মহাস্থানগড় এলাকায়।
৬. ‘হর্ষচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘হর্ষচরিত’ গ্রন্থের রচয়িতা বাণবট্ট।
৭. হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর: হিউয়েন সাং একজন বিখ্যাত চৈনিক পরিব্রাজক ছিলেন।
৮. ফা হিয়েন কে ছিলেন?
উত্তর: ফা হিয়েন একজন বিখ্যাত চৈনিক পরিব্রাজক ছিলেন
৯. ‘পাণ্ডুরাজার ঢিবি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: ‘পাণ্ডরাজার ঢিবি’ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত
১০. পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?
উত্তর: পাহাড়পুর বর্তমান নওগাঁ জেলায় অবস্থিত।
১১. ‘উয়ারি-বটেশ্বর’ কোন জেলায় অবস্থিত?
উত্তর: ‘উয়ারি-বটেশ্বর’ নরসিংদী জেলায় অবস্থিত।
১২. ‘শ্রীমহাসামন্ত শশাঙ্ক’ নামটি কোথায় খোদিত আছে?
উত্তর: ‘শ্রীমহাসামন্ত শশাঙ্ক’ নামটি রোহিতাশ।বরের গিরিগাত্রে খোদিত আছে?
১৩. মাৎস্যন্যায় শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: মাৎস্যন্যায় শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।
১৪. প্রাচীন বাংলার প্রথম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রাচীন বাংলার প্রথম রাজবংশ গোপাল প্রতিষ্ঠা করেন।
১৫. উত্তরাপথস্বামী কাকে বলা হয়?
উত্তর: উত্তরাপথস্বামী ধর্মপালকে বলা হয়
১৬. বিক্রমশীল বিহার কার নামানুসারে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বিক্রমশীল বিহার ধর্মপালের নামানুসারে প্রতিষ্ঠিত হয়
১৭. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত।
১৮. পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহীপালকে।
১৯. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সোমপুর বিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেন
২০. সেনদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: সেনদের আদি বাসস্থান দাক্ষিণাত্যের অন্তর্গত কর্ণাটে ছিল।
২১. ‘বল্লালচরিত’ কে প্রথম রচনা করেন?
উত্তর: ‘বল্লালচরিত’ আনন্দ ভট্ট প্রথম রচনা করেন।
২২. লক্ষ্মণ সেনের সভাকবি কে ছিলেন?
উত্তর: লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, শরণ ও উমাপতিধর।
২৩. লক্ষ্মণ সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?
উত্তর: লক্ষ্মণ সেনের দ্বিতীয় রাজধানী নদীয়ায় ছিল।
২৪. বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমন করেন?
উত্তর: বখতিয়ার খলজি ঝাড়খণ্ডের অরণ্য পথে বাংলা আক্রমন করেন।
২৫. দেব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: দেব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শান্তিদেব।
২৬. দেবপর্বত কোথায়?
উত্তর: দেবপর্বত কুমিল্লা জেলার লালমালাই পাহাড়ে।
২৭. চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর: চন্দ্র বংশের শ্রেষ্ঠ শাসক রাজা শ্রীচন্দ্র ছিলেন
২৮. প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য কী ছিল?
উত্তর: প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য মাছ ও ভাত।
২৯. পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিল?
উত্তর: পাল রাজারা বৌদ্ধধর্মের অনুসারী ছিল।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. প্রাচীন বাংলার ভৌগলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ।
২. সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদগুলো বর্ণনা দাও।
৩. বঙ্গ জনপদ সম্পর্কে আলোচনা কর।
৪. প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে লিপির গুরুত্ব লিখ।
৫. প্রাচীন বাংলার গৌড় জনপদ সম্পর্কে আলোচনা কর।
৬. পাণ্ডুরাজার ঢিবির বর্ণনা দাও।
৭. শশাঙ্কের পরিচয় দাও।
৮. শশাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দাও।
৯. মাৎস্যন্যায় কী? ব্যাখ্যা কর।
১০. শাশক হিসেবে দেবপালেরর অবদান মূল্যায়ন কর।
১১. প্রথম মহীপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
১২. দ্বিতীয় মহীপালের পরিচয় দাও।
১৩. কৈবর্ত বিদ্রোহের ওপর টীকা লেখ।
১৪. রামপালের পরিচয় দাও।
১৫. পাল বংশের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখ।
১৬. বিজয় সেন সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
১৭. লক্ষ্মণ সেন সম্পর্কে কী জান?
১৮. চন্দ্রবংশ সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৯. চন্দ্রবংশ কীভাবে ক্ষমতায় এসেছিল?
২০. প্রাচীন বাংলার সামাজিক অবস্থার বিবরণ দাও।
গ বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. প্রাচীন বাংলার আর্থ-সামাজিক জীবনে ভৌগলিক প্রভাব আলোচনা কর।
২. সংক্ষেপে প্রাচীন বাংলার জনপদগুলোর বর্ণনা দাও।
৩. প্রাচীন বাংলার ইতিহাসে উৎসসমূহ বর্ণনা কর।
৪. শশাঙ্কের কৃতিত্ব আলোচনা কর।
৫. পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. ত্রি-পক্ষীয় সংঘর্ষের বিশেষ উল্লেখপূর্বক ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
৭. বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা কর।
৮. রামপালের পাল বংশের ‘শেষ মুকুটমণি’ বলা হয় কেন?
৯. পালযুগের সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও।
১০. সেন বংশের উৎপত্তি কীভাবে হয়েছিল? বিজয় সেনের কৃতিত্ব আলোচনা কর।
১১. বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব আলোচনা কর।
১২. সেন আমলের সাহিত্য উন্নতির বিবরণ দাও।
১৩. দক্ষিণ পূর্ব বাংলায় দেব বংশের ইতিহাস পর্যালোচনা কর।
১৪. শাসক হিসেবে শ্রী চন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৫. প্রাচীন বাংলার আর্থ-সামাজিক অবস্থার বিবরণ দাও।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ ইতিহাস ১ম পত্র উত্তরসহ সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post