প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ: ইতিহাস ২য় পত্র উত্তরসহ
বিষয়: দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ থেকে ১৭৬৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত)
ডিগ্রি ১ম বর্ষ: ইতিহাস ২য় পত্র উত্তরসহ
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘তুজুক-ই বাবর’ কার লেখা?
উত্তর: ‘তুজুক-ই বাবর’ গ্রন্থটি সম্রাট বাবরের লেখা।
২. ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা কী?
উত্তর: ‘হুমায়ননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
৩. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: লোদী বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহীম লোদী।
৪. ইব্রাহীম লোদী কে?
উত্তর: ইব্রাহীম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান।
৫. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ সালে সংঘটিত হয়।
৬. ‘হুমায়ুন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হুমায়ুন’ শব্দের অর্থ ভাগ্যবান।
৭. শের শাহের বাল্য নাম কী ছিল?
উত্তর: শের শাহের বাল্য নাম ছিল ফরিদ।
৮. মাহাম আনাগা কে ছিলেন?
উত্তর: মাহাম আনাগা ছিলেন সম্রাট আকবরের ধাত্রীমাতা।
৯. মানসিংহ কে ছিলেন?
উত্তর: মানসিংহ ছিলেন আকবরের সেনাপতি।
১০. ‘মনসবদার’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘মনসবদার’ কথাটির অর্থ পদমর্যাদা।
১১. নূর জাহানের পূর্ব নাম কী?
উত্তর: নূর জাহানের পূর্ব নাম মেহেরুন্নেসা।
১২. মমতাজমহল কে ছিলেন?
উত্তর: সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম মমতাজমহল।
১৩. তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: তাজমহলের দিল্লীর আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত।
১৪. তাজমহলের প্রধান স্থাপতি কে ছিলেন?
উত্তর: তাজমহলের প্রধান স্থাপতি ছিলেন ওস্তাদ ঈসা খান।
১৫. শিবাজী কে ছিলেন?
উত্তর: শিবাজী ছিলেন মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি।
১৬. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
উত্তর: মুঘল সম্রাটকে অওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়।
১৭. সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
১৮. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তর: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গুনে (রেঙ্গুন) নির্বাসন দেওয়া হয়।
১৯. কোন ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে?
উত্তর: পর্তুগীজ ইউরোপীয় বণিকদল প্রথম ভারতবর্ষে আসে।
২০. কত খ্রিষ্টাব্দে পর্তুগীজরা ভারতবর্ষে আগমন করে?
উত্তর: ১৪৯৮ খ্রিষ্টাব্দে পর্তুগীজরা ভারতবর্ষে আগমন করে।
২১. কে ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিস্কার করেন?
উত্তর: পর্তুগীজ নাবিক ভাস্কোদাগামা ভারতবর্ষে আসার জলপথ প্রথম আবিস্কার করেন।
২২. কত খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
২৩. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা নগরী যব চার্নক প্রতিষ্ঠা করেন।
২৪. ডুপ্লে কে ছিলেন?
উত্তর: ডুপ্লে ছিলেন পণ্ডিচেরীর ফরাসী গভর্নর।
২৫. বাংলার শেষ নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ নবাব ছিলেন সিরাজদ্দৌলা।
২৬. কে ছিলেন ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন?
উত্তর: ইংরেজ কর্মচারী হলওয়েল ‘অন্ধকূপ হত্যা কাহিনী’ রচনা করেন।
২৭. পলাশির যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পলাশির যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয়।
২৮. পলাশি কোথায় অবস্থিত?
উত্তর: পলাশি ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
২৯. মীর কাসিম কে ছিলেন?
উত্তর: মীর কাসিম ছিলেন মীর জাফরের জামাতা।
৩০. দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উত্তর: লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. মুঘল ইতিহাসের উৎস কী কী?
২. ‘তুজুক-ই বাবরী’ সম্পর্কে কী জান?
৩. বাবরের পরিচয় দাও।
৪. বাবরের ভারত আক্রমণের প্রধান কারণগুলো লেখ।
৫. কবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝ?
৬. সম্রাট আকবরের রাজত্ব সংস্কার সম্পর্কে লেখ।
৭. মনসবদারি প্রথা কী? বা মনসবদার প্রথা সম্পর্কে একটি টীকা লেখ।
৮. তাজমহলের ওপর একটি টীকা লেখ।
৯. জাহাঙ্গীরের ওপর নূর জাহানের প্রভাব কী ছিল?
১০. মুঘল যুগের শিক্ষা ও সাহিত্যের বিবরণ দাও।
১১. পর্তুগিজ কারা?
১২. অন্ধকূপ হত্যা বলতে কী বোঝ?
১৩. পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?
গ বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা কর।
২. হুমায়ুন ও শের শাহ এর মধ্যকার বিরোধ আলোচনা কর। এতে হুমায়ুনের ব্যর্থতার কারণ কী?
৩. সম্রাট আকবরের ধর্মনীতি আলোচনা কর।
৪. আকবরের রাজপুত নীতি পর্যালোচনা কর।
৫. শিল্প ও স্থাপত্যর পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. অওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা কর।
৭. অওরঙ্গজেবের চরিত্র ও কৃতিত্ব বিশ্লেষণ কর।
৮. মুঘল আমলের কেন্দ্রীয় শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৯. মুঘল সম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা কর।
১০. দাক্ষিণত্যে ইঙ্গ-ফরাসী দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
১১. বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১২. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি এবং এর গুরুত্ব কী ছিল আলোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ ইতিহাস ২য় পত্র উত্তরসহ সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post