প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র দর্শনের সমস্যাবলি
ডিগ্রি ১ম বর্ষ: দর্শন ১ম পত্র – দর্শনের সমস্যাবলি (উত্তরসহ)
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তত্ত্বদর্শন তথা জগজ্জীবনের স্বরূপ উপলব্ধি।
২. “Metaphysics” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Metaphysics” এর বাংলা অর্থ পরাতত্ত্ব বা অধিবিদ্যা।
৩. “Ontology” এর বাংলা অর্থ কী?
উত্তর: “Ontology” এর বাংলা অর্থ সত্তাসম্পর্কীয় বিজ্ঞান।
৪. সত্তা সম্পর্কিত মতবাদগুলো কী কী ?
উত্তর: সত্তা সম্পর্কিত মতবাদগুলো হলো- ১. ভাববাদ, ২. বস্তুবাদ, ৩. একত্ববাদ, ৩. দ্বৈতবাদ ও ৫. বহুত্ববাদ।
৫. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা ফরাসি দার্শনিক হেনরি বার্গসোঁ
৬ জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লেখ।
উত্তর: জ্ঞেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম- ১. ভাববাদ, ২. বাস্তববাদ।
৭. “ধর্ম হলো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস।” উক্তিটি কার?
উত্তর: “ধর্ম হলো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস।” উক্তিটি ই. বি. টেইলারের।
৮. ডেকার্ট কোন ধরনের দার্শনিক?
উত্তর: ডেকার্ট বুদ্ধিবাদী দার্শনিক।
৯. দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হলো ডেকার্ট ও স্পিনোজা।
১০. “সব কিছুই ঈশ্বর; ঈশ্বরই সবকিছু”- উক্তিটি কার?
উত্তর: “সব কিছুই ঈশ্বর; ঈশ্বরই সবকিছু”- উক্তিটি স্পিনোজার।
১১. ডেকার্টকে কি সংশয়বাদী দার্শনিক বলা যায়?
উত্তর: হ্যাঁ, ডেকার্ট পদ্ধতিগত সংশয়বাদী দার্শনিক।
১২. ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক কে?
উত্তর: ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক রেনে ডেকার্ট।
১৩. ডেকার্টের মতে ধারণা কত প্রকার ও কী কী?
উত্তর: ডেকার্টের মতে ধারণা তিন প্রকার।
১৪. সহজাত ধারণা কী?
উত্তর: জন্মের সময় যেসব ধারনা ঈশ্বর আমাদের মনের মধ্যে গেঁথে দেন সেসব ধারণাকে সহজাত ধারণা বলে।
১৫. চিৎপরমাণুবাধের প্রবক্তা কে?
উত্তর: চিৎপরমাণুবাধের প্রবক্তা লাইবনিজ।
১৬. লক কোন ধরনের দার্শনিক?
উত্তর: লক অবিজ্ঞবাদী দার্শনিক।
১৭. লকের মতে জন্মের আমাদের মন কীসের মতো থাকে?
উত্তর: লকের মতে জন্মের আমাদের মন সাদা কাগজের মতো থাকে।
১৮. দুজন অবিজ্ঞবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন অবিজ্ঞবাদী দার্শনিকের নাম হল- জন লক ও ডেভিড হিউম।
১৯. বার্কলে কোন ধরনের দার্শনিক?
উত্তর: বর্কালে অবিজ্ঞতাবাদী ও আত্মগত ও ভাববাদী দার্শনিক।
২০. “A Treatise of Human Nature” গ্রন্থটির লেখক কে?
উত্তর: “A Treatise of Human Nature” গ্রন্থটির লেখক ডেভিড হিউম।
২১. “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর।” এটি কার উক্তিটি?
উত্তর: “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর।” উক্তিটি জর্জ বিশপ বার্কলির।
২২. কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
উত্তর: কান্ট জার্মান দেশের দার্শনিক ছিলেন?
২৩. দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: দুজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলেন উইলিয়াম জেমস ও জন ডিউঈ।
২৪. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরি বার্গসোঁ।
২৫. সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উত্তর: সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হলেন দার্শনিক হেনরি বার্গসোঁ।
২৬. একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম হল রেনে ডেকার্ট।
২৭. নির্বিচারবাদ কী?
উত্তর: যে মতবাদ জ্ঞানের সীমা, উৎপত্তি, বৈধতা, শর্ত প্রভৃতিসম্পর্কে কোনো প্রশ্ন না করে বিচারবিযুক্তভাবে তা গ্রহণ করে তাই নির্বিচারবাদ।
২৮. ‘পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ’ মতবাদটির প্রবক্তা কে?
উত্তর: পূর্বপ্রতিষ্ঠিত বা পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদের প্রবর্তকদার্শনিক লাইবনিজ।
৩০. একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লেখ?
উত্তর: সত্যতা সম্পর্কিত মতবাদগুলো হল- ১. অনুরূপতাবাদ, ২. সংগতিবাদ, ৩. স্বতঃপ্রতীতিবাদ ও ৪. প্রয়োগবাদ।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. দর্শন পাঠের গুরুত্ব ব্যাখ্যা কর।
২. দর্শন কীভাবে জীবনের সাথে সম্পর্কিত?
৩. জন লোক কীভাবে ডেকার্টের সহজাত ধারনা খন্ডন করেন?
৪. দর্শন কীভাবে ধর্মের সাথে সম্পর্কিত?
৫. লক কীভাবে মুখ্য ও গৌন গুণের পার্থক্য করেন?
৬. কান্টের জ্ঞানবিষয়ক মতামত ব্যাখ্যা কর।
৭. সংশয়বাদ কী?
৮. কান্ট কীভাবে অবিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয়সাধন করেন?
৯. প্রয়োগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১০. সৃষ্টিবাদ ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কর।
১১. যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১২. সংক্ষেপে একত্ববাদ ব্যাখ্যা কর।
১৩. জড়বাদ কী?
১৪. ভাববাদ কী?
১৫. দেহ- মন সম্পর্কিত হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা কর।
১৬. স্বতঃমূল্য ও পরতঃমূল্য কী?
১৭. স্বতঃমূল্য ও পরতঃমূল্য মধ্যে পার্থক্য কী?
১৮. মূল্য আত্মগত না বস্তুগত? ব্যাখ্যা কর।
১৯. ইচ্ছার স্বাধীনতা বলতে কী বুঝায়?
২০. ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতামত হিসেবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি ও উত্তর সংকেত
১. দর্শন কী? দর্শনের পরিধি আলোচনা কর।
২. দর্শনের পদ্ধতি হিসেবে সংশায়বাদ ব্যাখ্যা কর।
৩. দর্শনের বিরুদ্ধে আনীত আপত্তিগুলো দার্শনিকগণ কীভাবে খণ্ডন করেন?
৪. দর্শন কীভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত ব্যাখ্যা কর।
৫. দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের সাথে ধর্ম কীভাবে সম্পর্কিত?
৬. ভাববাদ কী? বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর।
৭. জ্ঞানের উৎপত্তিবিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ আলোচনা কর।
৮. জ্ঞানের উৎপত্তিবিষয়ক মতবাদ হিসেবে অবিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
৯. বার্গসোঁর স্বজ্ঞাবাদ আলোচনা কর।
১০. দেশ ও কাল বলতে কী বুঝায়? দেশ ও কাল বিষয়ীগত না বিষয়গত? আলোচনা কর।
১১. দেশ ও কালের স্বরূপ ব্যাখ্যা কর।
১২. প্রাণের স্বরূপ সম্পর্কীয় মতবাদ হিসেবেপ্রাণবাদ ব্যাখ্যা কর।
১৩. ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যেকোনো দুটি যুক্তি ব্যাখ্যা কর।
১৪. বিবর্তন কী? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর।
১৫. সমালোচনামূলক উন্মেষমূলক বিবর্তনবাদের আলোচনা কর।
১৬. সত্যতাসম্পর্কীয় অনুরূপতাবাদ ব্যাখ্যা কর।
১৭. অমঙ্গলসম্পর্কীয় মতবাদসমূহ ব্যাখ্যা কর।
১৮. মূল্য কাকে বলে? স্বতঃমূল্য ও পরতঃমূল্য ব্যাখ্যা ও পরক্ষিা কর।
১৯. সত্তাবিষয়ক মতবাদ হিসেবে একত্ববাদ ও দ্বৈতবাদ ব্যাখ্যা কর।
২০. ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে অনিয়ন্ত্রণবাদ ও স্বনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ দর্শন ১ম পত্র দর্শনের সমস্যাবলি ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post