প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ দর্শন ২য় পত্র নীতিবিদ্যা
ডিগ্রি ১ম বর্ষ দর্শন ২য় পত্র নীতিবিদ্যা
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. পরানীতিবিদ্যা কী?
উত্তর: যে নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ নীতিবিদ্যায় ব্যবহৃত পদ, শব্দ, প্রত্যক্ষ এবং নৈতিক অবধারণসমূহের ধারণাগত ও যৌক্তিক বিশ্লেষণ করে তাকে পরানীতিবিদ্যা বলে।
২. পরিবেশ পরানীতিবিদ্যা কী?
উত্তর: পরিবেশ পরানীতিবিদ্যা হলো পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা এবং স্ববিচার বিশ্লেষণ তাকে পরিবেশ পরানীতিবিদ্যা বলে।
৩. ব্যবহারিক নীতিবিদ্যা কী?
উত্তর: সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিগত, পরিবেশগত, সামাজিক, সাংস্কৃতিক অর্থাৎ জীবনপ্রণালি সম্পর্কিত সমস্যা এবং এসব সমস্যা সমাধানকল্পে নৈতিক নিয়মাবলি প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক নীতিবিদ্যা বলে।
৪. “ভালো একটি সরল, অপ্রাকৃতিক ও সংজ্ঞায়নাতীত গুণ।” উক্তিটি কার?
উত্তর: “ভালো একটি সরল, অপ্রাকৃতিক ও সংজ্ঞায়নাতীত গুণ।” উক্তিটি জি. ই. ম্যূরের।
৫. নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলির সংজ্ঞা দাও।
উত্তর: উইলিয়াম লিলির মতে, “নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণসম্পর্কীয় এমন আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা এ আচরণকে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের পন্থায় বিচার করে।”
৬. নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?
উত্তর: নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো মানুষের আচরণ।
৭. নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ ও ব্যবহারিক বিজ্ঞান
৮. শাস্তি কত প্রকার?
উত্তর: শাস্তি তিন প্রকার।
৯. অনৈচ্ছিক ক্রিয়া কী?
উত্তর: যেসব ক্রিয়া মানুষের নিয়ন্ত্রণ অর্থাৎ মানুষের ইচ্ছা ও বিচারবিবেচনাছাড়াই সংঘটিত হয় সেগুলোকে অনৈচ্ছিক ক্রিয়া বলে।
১০. ইচ্ছানিরপেক্ষ ক্রিয়া কাকে বলে?
উত্তর: যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচারবিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে ইচ্ছানিরপেক্ষ ক্রিয়া বলে।
১১. উদ্দেশ্য কী?
উত্তর: উদ্দেশ্য হল চালিকাশক্তি যা মানুষকে কর্মে প্রবৃত্ত করে। অর্থাৎ উদ্দেশ্য হলো সেই অনূভূতি যা ব্যক্তির মধ্যে কর্ম করার সংকল্প সৃষ্টি করে।
১২. কামনা কাকে বলে?
উত্তর: সাধারণত কোনো অভাববোধ দূর করার জন্য কোনো লক্ষ বা কাম্যবস্তুকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা বা বাসনার মানসিক স্তরকে কামনা বলে।
১৩. নৈতিক অবধারণ কী?
উত্তর: নৈতিক অবধারণ নীতিবিদ্যার এমন একটি আলোচ্য বিষয় যা কল্যাণ বা শুভের ধারণা সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করে।
১৪. সুখবাদ কত প্রকার ও কী কী?
উত্তর: সুখবাদ দুই প্রকার। যথা- ১. মনস্তাত্ত্বিক সুখবাদ ও ২. নৈতিক মুখবাদ।
১৫. নৈতিক সুখবাদ কী?
উত্তর: যে সুখবাদ অনুসারেসুখই মানুষের কাম্যবস্তু হওয়া উচিৎ তা নৈতিক সুখবাদ।
১৬. সুখবাতের হেঁয়ালি কাকে বলা যায়?
উত্তর: “আমরা যত সুখ কামনা করব, তত কম সুখ লাভ করব। সুখলাভের সর্বাপেক্ষা ভালো উপায় হলো সাময়িকভাবে সুখকে ভুলে থাকা।” এ মতবাদকেই বলা হয় সুখবাতের হেঁয়ালি।
১৭. দুইজন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম হল- ১. বাটলার ও ২. প্রিচার্ড।
১৮. সূক্ষ্ম সুখ বলতে কী বুঝ?
উত্তর: সূক্ষ্ম সুখ বলতে মানসিক সুখকে বুঝায়।
১৯. উপযোগবাদের প্রবর্তক কে?
উত্তর: উপযোগবাদের প্রবর্তক বেন্থাম।
২০. দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম হল- ১. জেরেমি বেন্থাম, ২. জন স্টুয়ার্ট মিল।
২১. নৈতিক বিচারের কর্তা কে?
উত্তর: নৈতিক বিচারের কত হলো বিবেক।
২২. নৈতিক বিচারের মাপকাঠি কী?
উত্তর: নৈতিক বিচারের মাপকাঠি হলো মানুষের বিবেক।
২৩. দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম হলো- ১. প্লেটো ও ২. এরিস্টটল।
২৪. নিয়ন্ত্রণবাদ কী?
উত্তর: যে মতবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই এবং মানুষের ইচ্ছা বাইরের বিষয় বা ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে নিয়ন্ত্রণবাদ বলে।
২৫. নৈতিক প্রগতি কী?
উত্তর: ব্যক্তির নিজের ও অপরের নৈতিক আদর্শের সার্থক রূপায়ণের মাধ্যমে দীরে ধীরে অগ্রসর হওয়ার যে প্রচেষ্টা তাই নৈতিক প্রগতি।
২৬. কর্তব্যের তিনটি স্বরূপ কী?
উত্তর: কর্তব্যের তিনটি স্বরূপ হলো- কর্তব্যবোধ নৈতিকতার সাথে সম্পর্কিত, ২. কর্তব্যের সদগুণের প্রকাষ দ্বারা ও ৩. কর্তব্য হলো বাধ্যতামূলক।
২৭. “কর্তব্যের জন্য কর্তব্য কর।”- উক্তিটি কার?
উত্তর: “কর্তব্যের জন্য কর্তব্য কর।”- উক্তিটি ইমানুয়েল কান্টের।
২৮. An Introduction to Ethice গ্রন্থটির লেখক কে?
উত্তর: An Introduction to Ethice গ্রন্থটির লেখক উইলিয়াম লিলি।
২৯. Principia Ethica গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Principia Ethica গ্রন্থটির রচয়িতা জি. ই. ম্যূর।
৩০. Die to Live এটা কার উক্তি?
উত্তর: Die to Live উক্তিটি হেগেলের।
খ. বিভাগ:সংক্ষিপ্ত প্রশ্নাবলি ও উত্তর সংকেত
১. নীতিবিদ্যার স্বরূপ আলোচনা কর।
২. নীতিবিদ্যার বিষয়বস্তু কী?
৩. নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক আলোচনা কর।
৪. আদর্শনিষ্ঠ বিজ্ঞান কী?
৫. পরানীতিবিদ্যা বলতে কী বুঝ?
৬. উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
৭. কামনার উপাদানগুলো কী কী?
৮. কামনার দ্বন্ধ ব্যাখ্যা কর?
৯. নৈতিক অবধারণের স্বরূপ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা কর।
১০. নৈতিক অবধারণ কাকে বলে?
১১. সুখবাদ বলতে কী বোঝ?
১২. সুখবাদের বিভিন্ন রূপ লেখ।
১৩. মনস্তাত্ত্বি সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কী?
১৪. সুখবাদের কূটাভাস বলতে কী বোঝ?
১৫. উপযোগ কাকে বলে?
১৬. বেন্থাম ও মিলের উপযোগবাদের মধ্যে পার্থক্য কী?
১৭. “মানুষ হও।” “মরে বাঁচ।” উক্তি দুটি বিশ্লেষণ কর।
১৮. শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও।
১৯. মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কি না? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২০. অধিকার কীভাবে কর্তব্যের সাথে সম্পর্কিত?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি ও উত্তর সংকেত
১. নীতিবিদ্যার সংজ্ঞা দাও। নীতিবিদ্যা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. নীতিবিদ্যা কী? নীতিবিদ্যা কীভাবে মনোবিজ্ঞানের সাতে সম্পর্কিত?
৩. নীতিবিদ্যার সংজ্ঞা দাও। নীতিবিদ্যা ও ধর্মের পার্থক্য আলোচনা কর।
৪. নৈতিকতার স্বীকার্য সত্য হিসেবে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদগুলো আলোচনা কর।
৫. ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বুঝ? ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলো ব্যাখ্যা কর।
৬. ঐচ্ছিক ক্রিয়া কী? উদ্দেশ্য, অভিপ্রায় ও কামনার দ্বন্ধ ব্যাখ্যা কর।
৭. কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা কর।
৮. সুখবাদ কী? মনস্তাত্ত্বি সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৯. “একটি সুখি শূকর হওয়ার চেয়ে একজন অসুখি মানুষ হওয়া অধিক ভালো, একজন সুখি মূর্খ হওয়ার চেয়ে একজন অসুখি সক্রেটিস হওয়া ভালো।” উক্তিটি ব্যাখ্যা কর।
১০. নৈতিক মানদ- হিসেবে পূর্ণতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
১১. মিলের উপযোগবাদের প্রধঅন বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১২. “কর্তব্যের জন্য কর্তব্য।” কান্টের এ ধারণার একটি বিচারমূলক ব্যাখ্যা দাও।
১৩. পূর্ণতাবাদের বৈশিষ্ট্য কী কী? এটি কী নৈতিক মানদ-সম্পর্কীয় একটি সন্তোষজনক মতবাদ? ব্যাখ্যা কর।
১৪. সুখবাদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১৫. শাস্তিসম্পর্কীয় বিভিন্ন মতবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। এগুলোর মধ্যে কোনটি তোমার কাছে গ্রহণযোগ্য?
১৬. শাস্তির নৈতিক ভিত্তি কী? তুমি কি প্রাণদ- সমর্থন কর?
১৭. ইচ্ছার স্বাধীনতাবিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর?
১৮. নৈতিক প্রগতি বলতে কী বোঝ? নৈতিক প্রগতির শর্তাবলি আলোচনা কর।
১৯. অধিকার ও কর্তব্য বলতে কী বোঝ? অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
২০. অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা কর। মানুষের বিভিন্ন অধিকার আলোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ দর্শন ২য় পত্র নীতিবিদ্যা ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post