প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান ২য় পত্র উত্তরসহ সাজেশন
ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান ২য় পত্র উত্তরসহ সাজেশন
বিষয়: মনোবিজ্ঞান ২য় পত্র: পরীক্ষণ মনোবিজ্ঞান
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কে প্রথম মনোবিজ্ঞানের পবেষণাগার প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলহেম উন্ড প্রথম মনোবিজ্ঞানের পবেষণাগার প্রতিষ্ঠা করেন
২. পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল?
উত্তর: পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানির লিপজিক শহরে শুরু হয়েছিল।
৩. পরীক্ষণ মনোবিজ্ঞান কোন পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে?
উত্তর: পরীক্ষণ মনোবিজ্ঞান পরীক্ষণ পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে।
৪. প্রতিক্রিয়া স্থায়িত্বকাল কী?
উত্তর: সাধারণত কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় অতিবাহিত হয় তাকেই প্রতিক্রিয়া স্থায়িত্বকাল বলে।
৫. প্রতিক্রিয়ার সময়কাল কী?
উত্তর: উদ্দীপক উপস্থাপন ও প্রতিক্রিয়া প্রদর্শনের মধ্যবর্তী সময়কে প্রতিক্রিয়ার সময়কাল বলে।
৬. প্রতিক্রিয়া কী?
উত্তর: উদ্দীপকের প্রতি যে প্রাণী যে সাড়া প্রদান বা অনুভূতি প্রকাশ করে তাকেই প্রতিক্রিয়া বলে।
৭. উদ্দীপক কী?
উত্তর: দৈনন্দিন জীবনের পারিপার্শ্বিক যে অবস্থা বা ঘটনা আমাদের মধ্যে অনুভূতি বা উদ্দীপনা সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে।
৮. প্রতিক্রিয়া কোন ধরনের চল?
উত্তর: প্রতিক্রিয়া সাপেক্ষ চল?
৯. চলের প্রকারভেদগুলো উল্লেখ কর।
উত্তর: চলের প্রকারভেদগুলো উল্লেখ করা হলো: ১. নিরপেক্ষ বা স্বধীন চল, ২. সাপেক্ষ বা নির্ভরশীল চল, ৩. মধ্যবর্তী বা জৈবিক চল ও ৪. বাহ্যিক বা পরীক্ষণ বিশ্লিষ্ট চল।
১০. অন্তবর্তী চল কী?
উত্তর: সাধারণত যে চল অনির্ভরশীল ও নির্ভরশীল চলের মধ্যবর্তী অবস্থায় থেকে এ দুটি চলের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাই অন্তবর্তী চল
১১. বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম লেখ।
উত্তর: বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম হলো: ১.অপসারণ ও ২. অবস্থার ধ্রুবকতা বা সমতা।
১২. কোন পদ্ধতির মধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যায়?
উত্তর: পরীক্ষণ পদ্ধতির মধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা যায়।
১৩. সমতা নির্ধারক চল বলতে কী বুঝ?
উত্তর: যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে।
১৪. বয়স কোন ধরনের চল?
উত্তর: বয়স প্রাণিদেহ ধরনের চল।
১৫. বাহ্যিক চল কী?
উত্তর: প্রাণিদেহের বাইরে যেসব উপাদান সাপেক্ষ চলকে প্রভাবিত করে তাদেরকে বাহ্যিক চল বলে।
১৬. চল কী?
উত্তর: যা কিছু পরিবর্তনশীল তাই চল।
১৭. পরীক্ষণ পদ্ধতি কী?
উত্তর: পরীক্ষণ পদ্ধতি বলতে এমন এক পদ্ধতিকে বুঝায় যেখানে বিশেষ উদ্দেশ্য নিয়ে কৃত্রিম পরিবেশ সৃষ্ঠি করে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়াকে পরীক্ষণ পদ্ধতি বলে।
১৮. বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য?
উত্তর: বস্তুনিষ্ঠতা পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য।
১৯. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: বৈজ্ঞানিক পদ্ধতি হলো সেই যৌক্তিক পদ্ধতি যার দ্বরা পবেষক প্রাকৃতিক বা সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্র আবিষ্কার করেন।
২০. পরীক্ষণের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর: পরীক্ষণের প্রকারভেদ উল্লেখ হলো চারটি। যথা: ১. সমর্থনমূলক পরীক্ষণ, ২. অনুসন্ধিৎসামূলক পরীক্ষণ, ৩. সূচনাধর্মী পরীক্ষণ, ৪. সংকটতারণধর্মী পরীক্ষণ।
২১. কোন পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়?
উত্তর: পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়
২২. সমস্যার উৎসগুলো কী?
উত্তর: সমস্যার দুটি উৎসহের নাম লেখ। ১. তথ্যের ব্যাখ্যা, ২. জ্ঞানের অসম্পূর্ণতা ও ৩. পরস্পরবিরোধী ফলাফল।
২৩. সমস্যা কী?
উত্তর: যে প্রশ্নের উত্তর জানা নেই, কিন্তু তার সমাধান দ্রুত প্রয়োজন তাকে সমস্যা বলে।
২৪. সমস্যা সমাধানের জন্য কী প্রয়োজন?
উত্তর: সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রয়োজন।
২৫. প্রকল্পের নির্ণায়কগুলো কী?
উত্তর: প্রকল্পের নির্ণায়কগুলো হলো: ১. উদ্দেশ্যমূলক নির্ণায়ক, ২. বিষয়বস্তু নির্ণায়ক, ৩. নকশাগত নির্ণায়ক।
২৬. প্রকল্প কী?
উত্তর: বৈজ্ঞানিক গবেষণায় সমস্যার একটি আপাত সমাধানযোগ্য ও প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলে।
২৭. দৈবচয়িত দুই/ দ্বিদলীয় নকশার ফলাফল ব্যাখ্যায় কোন পরিসংখ্যানিক অভীক্ষা ব্যবহৃত হয়?
উত্তর: দৈবচয়িত দুই/ দ্বিদলীয় নকশার ফলাফল ব্যাখ্যায় T- পরিসংখ্যানিক অভীক্ষা ব্যবহৃত হয়।
২৮. নকশা কী?
উত্তর: যখন কোনো পরীক্ষণের পরিকল্পনা একটি নির্দিষ্ট ছকাকারে প্রকাশ করা হয় তখন তাকে নকশা বলে।
২৯. স্বাধীন চলকের অপর নাম কী?
উত্তর: স্বাধীন চলকের অপর নাম দ্বিমুখী চলক।
৩০. Sample শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: Sample শব্দের বাংলা প্রতিশব্দ নমুনা।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা কর?
২. পরীক্ষণ মনোবিজ্ঞানের অধীত আচরণের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা কর।
৩. পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
৪. পরীক্ষণমূলক চল নিয়ন্ত্রণমূলক চল ব্যাখ্যা কর।
৫. পরীক্ষণমূলক চল ও নিয়ন্ত্রত চলের মধ্যে পার্থক্য কী?
৬. চলের নিয়ন্ত্রণ বলতে কী বুঝ?
৭. অনির্ভরশীল চল বলতে কী বুঝ?
৮. পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৯. বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য লেখ।
১০. বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা কর?
১১. পরীক্ষণ দল ও নিয়ন্ত্রত দল বলতে কী বুঝায়?
১২. সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো কী?
১৩. প্রকল্পের উৎসসমূহ লেখ।
১৪. প্রকল্পের ধরণ বর্ণনা কর?
১৫. পরীক্ষণমূলক নকশার প্রকারভেদ উল্লেখ কর।
১৬. দৈবচয়িত দুই দলীয় নকশা ও তুল্য দ্বিদলীয় নকশার পার্থক্য কর।
১৭. পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখ।
১৮. উপাদানভিত্তিক নকশার বৈশিষ্ট্য লেখ।
১৯. সরল দৈবচয়িত নকশা ব্যাখ্যা কর।
২০. উপাদানভিত্তিক নকশা বলতে কী বুঝায়?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. উদ্দীপকের প্রকারভেদ আলোচনা কর।
২. বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ।
৩. পরীক্ষণ মনোবিজ্ঞানের পরিধি/পরিসর আলোচনা কর।
৪. চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ বর্ণনা কর।
৫. পরীক্ষণের সংজ্ঞা দাও। পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা কর।
৬. সুবিধা ও অসুবিধা পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর।
৭. পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা কর।
৮. সমস্যার উৎসসমূহ বর্ণনা কর।
৯. সমস্যার সংজ্ঞা দাও। সমস্যা সজ্ঞায়নের কৌশলসমূহ বর্ণনা কর।
১০. প্রকল্প কী? পূর্বানুমানের উৎসগুলো বর্ণনা কর।
১১. একটি উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১২. সুবিধা অসুবিধাগুলো বহুদলীয় নকশা আলোচনা কর।
১৩. উদাহরণসহ উপাদানভিত্তিক আলোচনা কর।
১৪. তুল্য দ্বিদলীয় নকশা আলোচনা কর।
১৫. একটি ভালো পরীক্ষণ নকশার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. পরীক্ষণ নকশা প্রাণয়নে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা কর।
১৭. দৈবচয়িত দ্বিদলীয় উদাহরণসহ আলোচনা কর।
১৮. গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৯. একটি পরীক্ষণ প্রতিবেদনলিখনের ধাপসমূহ বর্ণনা কর।
২০. প্রকল্প বা অনুমানের কার্যাবলি আলোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান ২য় পত্র উত্তরসহ সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post