ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান ১ম পত্র উত্তরসহ
বিষয়: সাধারণ মনোবিজ্ঞান
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. Psychology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Psychology শব্দটি গ্রিক শব্দ Psyche এবং Logos শব্দদ্বয় থেকে এসেছে।
২. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড।
৩. মানসিক প্রক্রিয়া কী?
উত্তর: যে প্রক্রিয়া দ্বারা আবেগ, চিন্তন, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ ও বিশ^াস ইত্যাদিকে বুঝায় তাকে মানসিক প্রক্রিয়া বলে।
৪. মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি ফলিত শাখার নাম হলো: ১. শিল্প মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
৫. মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানের যেকোনো দুটি মৌলিক শাখার নাম হলো- ১. শিক্ষা মনোবিজ্ঞান, ২. পরীক্ষামূলক মনোবিজ্ঞান।
৬. মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম হলো- ১. গবেষণা পদ্ধতি, ২. জড়িপ পদ্ধতি, ৩. পর্যবেক্ষণ পদ্ধতি।
৭. Introduction to Psychology গ্রন্থটি রচয়িতা কে?
উত্তর: Introduction to Psychology গ্রন্থটি রচয়িতা হলেন- C. T. Morgan এবং R. A. King.
৮. মনোবিজ্ঞানকে প্রথম কে এবং কখন আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন?
উত্তর: মনোবিজ্ঞানী জে. বি. ওয়াটসন ১৯১৩ সালে প্রথম মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন
৯. মনোবিজ্ঞানের প্রথম গবেষণার কখন এবং কোথায় স্থাপিত হয়?
উত্তর: মনোবিজ্ঞানের প্রথম গবেষণার জার্মানির ‘লিপজিগ বিশ্ববিদ্যালয়ে’ ১৮৭৯ সালে স্থাপিত হয়।
১০. প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কী?
উত্তর: প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো হলো উদ্দীপক উপাদান, জৈবিক উপাদান, কেন্দ্রীয় উপাদান প্রভৃতি।
১১. প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে কী বলে?
উত্তর: প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে গভীরতা বা ত্রিমাত্রিক প্রত্যক্ষণ বলে।
১২. অলীক বীক্ষণ কী?
উত্তর: কোনো বস্তুর উদ্দীপক ছাড়াই নিজের কল্পনা, প্রেষণা, আবেগ ও স্মৃতির প্রভাবে কোনোকিছুর প্রত্যক্ষণ করার নামই অলীক বীক্ষণ।
১৩. ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার কোন ধরণের অভীক্ষা?
উত্তর: ব্যক্তিত্ব পরিমাপে সাক্ষাৎকার হলো অপ্রক্ষেপণমূলক অভীক্ষা।
১৪. চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা কে?
উত্তর: চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা হলেন রাশিয়ান বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ।
১৫. প্যাভলভের পরীক্ষণে সাপেক্ষ উদ্দীপক কোনটি?
উত্তর: প্যাভলভের পরীক্ষণে সাপেক্ষ উদ্দীপক হলো ঘন্টাধ্বনী।
১৬. সহায়ক শিক্ষণে বলবর্ধক কখন আসে?
উত্তর: সহায়ক শিক্ষণে প্রাণী যখন তার স্বাভাবিক প্রতিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে তখন বলবর্ধক আসে।
১৭. আবেগের সময় কোন গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে?
উত্তর: আবেগের সময় এড্রিনাল গ্রন্থি প্রধান ভূমিকা পালন করে?
১৮. দুটি জৈবিক প্রেষণার উদাহরণ লেখ।
উত্তর: দুটি জৈবিক প্রেষণার উদাহরণ হলো ক্ষুধা ও তৃষ্ণা।
১৯. প্রাণীদের দলবদ্ধ হযে থাকার ইচ্ছাকে কী বলে?
উত্তর: প্রাণীদের দলবদ্ধ হযে থাকার ইচ্ছাকে জৈবিক প্রেষণা বলে।
২০. স্বল্পমেয়াদি স্মৃতি কতক্ষণ স্থায়ী হয়?
উত্তর: স্বল্পমেয়াদি স্মৃতি বিশ সেকেন্ড স্থায়ী হয়।
২১. প্রেষণাচক্রের সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর: প্রেষণাচক্রের সর্বশেষ ধাপ হলো কাম্যবস্তু লাভ করা।
২২. সামাজিক প্রেষণা দুটি উদাহরণ দাও?
উত্তর: সামাজিক প্রেষণা দুটি উদাহরণ হলো- ১. কৃতি প্রেষণা ও ২. সঙ্গপ্রিয়তা।
২৩. কোন ধরণের প্রেষণা শিক্ষক ছাড়া উৎপন্ন হয়?
উত্তর: জৈবিক প্রেষণা শিক্ষক ছাড়া উৎপন্ন হয়।
২৪. থর্নডাইক এর প্রশিক্ষণ প্রক্রিয়ার নাম কী?
উত্তর: থর্নডাইক এর প্রশিক্ষণ প্রক্রিয়ার নাম হলো উদ্দীপক।
২৫. Persona শব্দের অর্থ কী?
উত্তর: Persona শব্দের অর্থ মুখোশ।
২৬. MMPI এর পূর্ণরূপ কী?
উত্তর: MMPI এর পূর্ণরূপ হলো Minnesota Multiphasic Personality Inventory.
২৭. মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা হলেন মনোবিজ্ঞানী ফ্রয়েড।
২৮. Super Ego কী?
উত্তর: ব্যক্তিত্বের তৃতীয় সত্তা যাকে নৈতিকতার বাহক বলা হয় তাই হলো Super Ego।
২৯. IQ এর পূর্ণরূপ কী?
উত্তর: IQ এর পূর্ণরূপ হলো Intelligence Quotient.
৩০. ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা কয়টি।
উত্তর: ওয়েসলারের বুদ্ধি অভীক্ষার উপ-অভীক্ষা ১১ টি।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।
২. মনোবিজ্ঞানের দুটি শঅখা বর্ণনা কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাও অসুবিধা বর্ণনা কর।
৪. পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখ?
৫. পরীক্ষণ পদ্ধতির অসুবিধাসমূহ লেখ?
৬. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের পার্থক্য লেখ।
৭. প্রত্যক্ষণে প্রতীক-পটভূমি ব্যাখ্যা কর।
৮. প্রত্যক্ষণের ধ্রুবকতা বলতে কী বুঝায়?
৯. অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কী?
১০. স্মৃতি পরিমাপের যেকোনো একটি পদ্ধতি বর্ণনা কর।
১১. গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর?
১২. অবলুপ্তি কী? ব্যাখ্যা কর।
১৩. প্রেষণা চক্র ব্যাখ্যা কর।
১৫. প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও।
১৭. ব্যক্তিত্বের নির্ধারকগুলো কী কী?
১৮. শিক্ষণের শর্তসমূহ কী?
১৯. বুদ্ধ্যঙ্ক ব্যাখ্যা কর।
২০. স্মৃতির প্রকারভেদ বর্ণনা কর।
গ. বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. মনোবিজ্ঞান কী? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. পরীক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও। পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতি কী? পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৪. বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর।
৫. প্রত্যক্ষণ বলতে কী বুঝ? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যকার পার্থক্য আলোচনা কর।
৬. মনোযোগ কী? মনোযোগের শর্তসমূহ বর্ণনা কর।
৭. প্রত্যক্ষণে প্রতীক-পটভূমি আলোচনা কর।
৮. প্রত্যক্ষণ সংগঠনের জৈবিক উপাদানসমূহ উদাহরণসহ আলোচনা কর।
৯. চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষা কী? চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষণের মধ্যে পার্থক্য লেখ।
১০. চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা কর।
১১. শিক্ষণে বলবৃদ্ধির অনুসূচিসমূহ আলোচনা কর।
১২. স্মৃতি পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা কর।
১৩. প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর। জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধার শারীরবৃত্তীয় কারণ ব্যাখ্যা কর।
১৪. প্রেষণা চক্র বর্ণনা কর এবং প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৫. আবেগ কী? আবেগকালীন শারীরিক পরিবর্তনগুলো আলোচনা কর।
১৬. জৈবিক ও সামাজিক প্রেষণা বলতে কী বুঝ? জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধা ও তৃষ্ণার বিবরণ দাও।
১৭. অন্তর্মুখি ও বহুর্মুখি ব্যক্তিত্বের পার্থক্য লেখ।
১৮. ব্যক্তিত্বের নির্ধারকগুলো কী কী?
১৯. ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্য বর্ণনা কর।
২০. ওয়েসলারের বয়ষ্ক বুদ্ধি অভীক্ষা বর্ণনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ মনোবিজ্ঞান ১ম পত্র উত্তরসহ সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post