প্রশ্ন: ডিগ্রি ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব সাজেশন
ডিগ্রি ১ম বর্ষ: রাজনৈতিক তত্ত্ব সাজেশন
(ক) বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. Political science begins and ends with the state – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী গার্নারের।
২. রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: ১. পর্যবেক্ষণমূলক পদ্ধতি, ২. পরীক্ষণমূলক পদ্ধতি, ৩. দার্শনিক পদ্ধতি।
৩. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
৪. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।
৫. The Social Contract নামক গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশো।
৬. ‘‘সার্বভৌমত্বের আদেশই আইন।”- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জন অস্টিনের।
৭. সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখ।
উত্তর: সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন অধ্যাপক লাস্কি ও বার্কার।
৮. আইনের শাসন কী?
উত্তর: আইনের ধারায় যা বলা হয়েছে সে অনুসারে রাষ্ট্র পরিচালিত হওয়াকে আইনের শাসন বলে।
৯. স্বাধীনতার তিনটি রক্ষাকবচ উল্লেখ কর।
উত্তর: ১. গণতন্ত্র, ২. আইনের শাসন, ৩. স্বাধীন বিচার বিভাগ।
১০. Communist Manifesto গ্রন্থটি কার লেখা?
উত্তর: গ্রন্থটি কার্ল মার্কসের লেখা।
১১. জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লেখ।
উত্তর: ১. বংশগত ঐক্য, ২. ভৌগোলিক ঐক্য. ৩. ভাষাগত ঐক্য।
১২. জাতীয়তাবাদের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
১৩. Academy কী?
উত্তর: গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো Academy।
১৪. প্লেটো কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: একাডেমি।
১৫. The Law’s গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: গ্রন্থটির রচায়িতা প্লেটো।
১৬. এরিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: ‘The Politics’.
১৭. ‘The Politics’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: এরিস্টটল।
১৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
উত্তর: এরিস্টটলকে।
১৯. এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি?
উত্তর: গণতন্ত্র।
২০. দুই তরবারি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সেন্ট অগাস্টিন।
২১. ‘Summa Thealogica’ গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: সেন্ট টমাস একুইনাস।
২২. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর: সেন্ট টমাস একুইনাসকে।
২৩. ‘রেনেসাঁ’ অর্থ কী?
উত্তর: ‘রেনেসাঁ’ অর্থ পুনর্জন্ম বা নবজাগরণ।
২৪. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
২৫. ‘A Prince should combine the qualities of a fox and a lion’ উক্তিটি কার?
উত্তর: উক্তিটি নিকোলো ম্যাকিয়াভেলির।
২৬. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
২৭. সম্মতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জন লক।
২৮. কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল?
উত্তর: ১৬৮৮ সালে ইংল্যান্ডে ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল।
২৯. রুশোর বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: ‘The Social Contract’.
৩০. ‘Man is born free, but everywhere he is in chain’- উক্তিটি কার?
উত্তর: জ্যাঁ জ্যাঁক রুশোর।
(খ) বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. রাষ্ট্রের সংজ্ঞা দাও।
৩. সার্বভৌমত্ব কী?
৪. সার্বভৌমত্বের বৈশিষ্ট্য বর্ণনা কর।
৫. আইনের প্রধান উৎসসমূহ কী কী?
৬. সাম্য কাকে বলে?
৭. অধিকারের সংজ্ঞা দাও।
৮. জাতীয়তাবাদ কী?
৯. প্লেটোর আদর্শ রাষ্ট্র কী?
১০. প্লেটোর সাম্যবাদ কী?
১১. এরিস্টটলের দাসতত্ত্ব কী?
১২. বিপ্লব প্রতিরোধে এরিস্টটল যেসব পন্থা উল্লেখ করেছেন সংক্ষেপে আলোচনা কর।
১৩. মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লেখ।
১৪. ম্যাকিয়াভেলির ধর্ম ও রাজনীতি সম্পর্কিত মতামত সংক্ষেপে আলোচনা কর।
১৫. টমাস হবসের মানব প্রকৃতি ব্যাখ্য কর।
১৬. টমাস হবস বর্ণিত প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা কর।
১৭. মানব প্রকৃতি সম্পর্কে জন লকের ধারণা কী?
১৮. জন লকের সার্বভৌমত্ব তত্ত্ব আলোচনা কর।
১৯. রুশোকে সর্বাত্বকবাদী গণতন্ত্র বলা হয় কেন? আলোচনা কর।
২০. সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার পার্থক্য লেখ।
(গ) বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. রাষ্ট্রবিজ্ঞান কী? রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. রাষ্ট্র কী? আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য ও বার্যাবলি আলোচনা কর।
৪. রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৫. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনমূলক মতবাদটি আলোচনা কর।
৬. জাতীয়তাবাদ কীভাবে সভ্যতার প্রতি হুমকিস্বরূপ?- আলোচনা কর।
৭. আন্তর্জাতিক আইন কাকে বলে? আন্তর্জাতিক আইনের উৎসসমূহ আলোচনা কর।
৮. জাতি কাকে বলে? জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৯. আইন কী? আইনের উৎসসমূহ আলোচনা কর।
১০. সমালোচনাসমূহ প্লেটোর শিক্ষা পরিকল্পনা তত্ত্বটি আলোচনা কর।
১১. প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে তুলনামূলক আলোচনা কর।
১২. এরিস্টটলের মতে বিপ্লবের কারণ ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর।
১৩. দাসপ্রথা সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা কর। তুমি কি তার ধারণার সাথে এমত? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
১৪. সেন্ট অগাস্টিনের ‘দুই তরবারি তত্ত্ব’ সম্পর্কে আলোচনা কর।
১৫. সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
১৬. সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্বটি বর্ণনা কর।
১৭. ম্যাকিয়াভেলির ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পৃথকীকরণ সম্পর্কে আলোচনা কর।
১৮. জন লখকে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
১৯. রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা কর।
২০. সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্যসমূহ আলোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ রাজনৈতিক তত্ত্ব সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post