সমাজবিজ্ঞান ১ম পত্র প্রারম্ভিক সমাজবিজ্ঞান
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম কত সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৯ সালে ‘Sociology’ শব্দটি ব্যবহার করেন।
২. ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Positive Philosophy’ গ্রন্থের রচয়িতা সমাজবিজ্ঞানী।
৩. ‘সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’ – উক্তিটি কার?
উত্তর: ‘সমাজবিজ্ঞান” একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।’ উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ- এর।
৪. ‘যান্ত্রিক ও সংহতি’ ও জৈবিক সংহতি’ প্রত্যয় দুটি কে প্রদান করেন?
উত্তর: ‘যান্ত্রিক ও সংহতি’ ও জৈবিক সংহতি’ প্রত্যয় দুটি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম প্রদান করেন।
৫. ‘Das Kapital’ বইটি কার লেখা?
উত্তর: ‘Das Kapital’ বইটি কার্ল মার্কসের লেখা।
৬. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: বিজ্ঞানীরা যে পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে।
৭. পদ্ধতি কী?
উত্তর: বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা পরিচালনার নিয়মতান্ত্রিক ও সুষ্ঠ অনুশীলনকে পদ্ধতি বলে।
৮. ‘Culture’ শব্দটি সর্বপ্রথম কে, কখন ব্যবহার করেন?
উত্তর: ‘Culture’ শব্দটি সর্বপ্রথম ইংরেজ মনীষি ফ্রান্সিস বেকন ষোল শতকের শেষার্ধে ব্যবহার করেন।
৯. সংস্কৃতির ধরনগুলো কী?
উত্তর: সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ১. বস্তুগত সংস্কৃতি ও ২. অবস্তুগত সংস্কৃতি।
১০. অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও?
উত্তর: অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হলো আইন।
১১. সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
উত্তর: সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন পরিবার।
১২. ‘Social status’ প্রত্যয়টি সামাজিক শ্রেণির বিপরীতে কে ব্যবহার করেন?
উত্তর: বিশিষ্ট জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার সামাজিক শ্রেণি (Social Class) Ñ এর বিপরীতে ‘Social status’ প্রত্যয়টি ব্যবহার করেন।
১৩. মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও?
উত্তর: মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ হলো পরিবার।
১৪. সামাজিক প্রতিষ্ঠান কী?
উত্তর: সামাজিক প্রতিষ্ঠান হলো মানবজীবনের আচরণের সংঘবদ্ধ রূপ, যা সমাজের মানুষের মৌল সামাজিক প্রয়োজনগুলো পূরণ করে।
১৫. আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন?
উত্তর: আমলাতন্ত্র প্রত্যয়টি কে ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার।
১৬. সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?
উত্তর: সামাজিক স্তরবিন্যাস পাঁচ প্রকার।
১৭. দাসপ্রথার প্রধান দুইটি শ্রেণির নাম কী?
উত্তর: দাসপ্রথার প্রধান সামাজিক স্তর দুটি। যথা: ১. দাস ও ২. দাস মালিক।
১৮. কে দাসদেরকে ‘জীবন্ত হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদেরক ‘জীবন্ত হাতিয়ার’ বলে উল্লেখ করেছেন।
১৯. অনুভূমিক গতিশীলতা কী?
উত্তর: একই সামাজিক স্তরের মধ্যে সমমর্যাদাসম্পন্ন একটি পদ পরিবর্তন করে অন্য পদে যাওয়াকে অনুভূতিক গতিশীলতা বলে।
২০. ‘বিভিন্নমুখী মেলামেশা’ তত্ত্বটি কে দিয়িছেন?
উত্তর: বিচ্যুত আচরণ সম্পর্কিত বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড প্রদান করেছেন।
২১. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি কার?
উত্তর: ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ডের।
২২. গুরুদণ্ড কী?
উত্তর: সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে সর্বোচ্চ পর্যায়ের শাস্তিমূলক ব্যবস্থাকে গুরুদণ্ড বলা হয়।
২৩. STD এর পূর্ণরূপ কী?
উত্তর: STD এর পূর্ণরূপ হলো Sexually Transmitted Dissases.
২৪. HIV এর পূর্ণরূপ কী?
উত্তর: HIV এর পূর্ণরূপ হলো Human Immunodeficiency Virus. এটি একটি Retro Virus যা মরণঘাতী এইডস রোগের জন্য দায়ী।
২৫. বিশ্ব এইডস দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়?
উত্তর: বিশ্ব এইডস দিবস প্রতি বছর ডিসেম্বরের তারিখে পালন করা হয়।
২৬. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যথা: ১. দুর্যোগপূর্ব, ২. দুর্যোগকালীন, ৩. দুর্যোগপরবর্তী পর্যায়।
২৭. কার্ল মার্কসের মতে সমাজ বিবর্তনের সর্বশেষ নাম কী?
উত্তর: কার্ল মার্কসের মতে মানবসমাজের শেষ স্তর হলো সমাজতান্ত্রিক সমাজ।
২৮. পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি কী কী?
উত্তর: পুঁজিবাদী সমাজে মুখ্য শ্রেণি হলো- ১. পুঁজিপতি শ্রেণি, ২. শ্রমিক শ্রেণি।
২৯. সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পুর্নগঠন, রূপান্তর বা পরিবর্তনকে বুঝায়।
৩০. একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম লিখ?
উত্তর: একজন ‘আধুনিকায়ন’ তাত্ত্বিকের নাম হলো- ডব্লিউ. ডব্লিউ. রস্টো।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. সংক্ষেপে সমাজবিজ্ঞানের প্রকৃতি বর্ণনা কর।
২. দৃষ্টবাদ কী?
৩. পদ্ধতি ও কৌশলের মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
৪. ঐতিহাসিক পদ্ধতি বলতে কী বুঝ?
৫. সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৬. সাংস্কৃতিক ব্যবধান কী?
৭. সমাজ কাঠামোর উপাদানগুলো কী কী?
৮. সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা কর।
৯. মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে?
১০. আমলাতন্ত্র কী?
১১. সম্পত্তির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১২. সামাজিক গতিশীলতা বলতে কী বুঝ?
১৩. উল্লম্বী গতিশীলতা কাকে বলে?
১৪. অপরাধ কাকে বলে?
১৫. অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য কর।
১৬. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো আলোচনা কর।
১৭. বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
১৮. শিকার ও সংগ্রহমূলক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
১৯. পুঁজিবাদ বলতে কী বুঝ?
২০. আধুনিকায়ন সংজ্ঞা দাও।
২১. বিশ্বায়ন কী?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা কর।
২. সমাজবিজ্ঞানে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর।
৩. বাংলাদেশে সমাজ জরিপ গবেষণায় জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
৪. বাংলাদেশে সামাজিক গবেষণায় কোন পদ্ধতি অধিক কার্যকরী বলে তুমি মনে কর? যুক্তি দাও।
৫. সংস্কৃতির উপাদানগুলো আলোচনা কর।
৬. সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা কর।
৭. ‘সমাজ কাঠামো হচ্ছে প্রধান দল ও প্রতিষ্ঠানের সমন্বয়’ বিশদভাবে ব্যাখ্যা কর।
৮. সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা কর।
৯. একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা কর।
১০. পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মর্গানের তত্বটি পর্যালোচনা কর।
১১. সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? সামাজিক স্তরবিন্যাসের ধরন হিসেবে শ্রেণি ও জাতিপ্রথা বিশ্লেষণ কর।
১২. সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা ব্যাখ্যা কর।
১৩. সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা কর।
১৪. বেকার সমস্যার কারণসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের বেকরাত্ব সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা কর।
১৬. বাংলাদেশে নারী নির্যাতন রোধে তুমি কী কী সুপারিশ করবে? আলোচনা কর।
১৭. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ সম্পর্কে আলোচনা কর।
১৮. লেনস্কির সমাজ বিবর্তনের স্তরগুলো আলোচনা কর।
১৯. সমাজজীবনের ওপর বিশ্বয়নের প্রভাব আলোচনা কর।
২০. সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বয়নের ভূমিকা পর্যালোচনা কর।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি ১ম বর্ষ সমাজবিজ্ঞান ১ম পত্র প্রারম্ভিক সমাজবিজ্ঞান সাজেশন ডাউনলোড করে নিন। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post