বিগত বছরের ন্যায় এবছরও কোর্সটিকায় আমরা ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৪ শেয়ার করতে যাচ্ছি। গত প্রথম বর্ষের পরীক্ষায় আমরা যে সংক্ষিপ্ত সাজেশনটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিলাম, অনেকেই আমাদের ধন্যবাদ জানিয়ে মেসেজ করেছো। কেননা, কোর্সটিকার উক্ত সাজেশনটির প্রায় ৯০% কমন পড়েছিল।
সেই অনুপ্রেরণায় ২০২৪ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার সাজেশন আমরা তৈরি করেছি। পূর্বের মতই এ সাজেশনটিও তোমরা উত্তরসহ পাবে। যা পিডিএফ ফাইলে ডাউনলোড করা যাবে। আমরা শতভাগ আশাবাদী, পূর্বের ধারাবাহিকতায় এবছরের সাজেশনটিও তোমরা কমন পাবে।
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৪
১. আবশ্যিক: বাংলা জাতীয় ভাষা
২. ইতিহাস (৩য় পত্র), বাংলার ইতিহাস (১২০৪-১৭৬৫)
৩. ইতিহাস (৪র্থ পত্র), দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭৬৫-১৯৪৭)
৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৩য় পত্র), ভারতে মুসলমানদের ইতিহাস (৭১২-১৫২৬ খ্রি.)
৫. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (৪র্থ পত্র), ভারতে মুসলমানদের ইতিহাস(১৫২৬-১৮৫৮ খ্রি.)
৬. দর্শন (৩য় পত্র), মুসলিম দর্শন
৭. দর্শন (৪র্থ পত্র), ভারতীয় দর্শন
৮. ইসলামিক স্টাডিজ (৩য় পত্র), হাদিস শাস্ত্র অধ্যায়ন
৯. ইসলামিক স্টাডিজ (৪র্থ পত্র), ফিকহশাস্ত্র অধ্যায়ন
১০. রাষ্ট্রবিজ্ঞান (৩য় পত্র), বাংলাদেশের সরকার ও রাজনীতি
১১. রাষ্ট্রবিজ্ঞান (৪র্থ পত্র), বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি
১২. সমাজবিজ্ঞান (৩য় পত্র), ধ্রুপদী সমাজচিন্তা
১৩. সমাজবিজ্ঞান (৪র্থ পত্র), সমাজ মনোবিজ্ঞান
১৪. সমাজকর্ম (৩য় পত্র), সামাজিক নীতি পরিকল্পনাও বাংলাদেশ সমাজকল্যাণ সেবাসমূহ
১৫. সমাজকর্ম (৪র্থ পত্র), সমাজকর্মের পদ্ধতি সমূহ
১৬. অর্থনীতি (৩য় পত্র), সামষ্টিক অর্থনীতি
১৭. অর্থনীতি (৪র্থ পত্র), অর্থ ব্যাংকিং আন্তর্জাতিক বাণিজ্য ও সরকারি অর্থব্যবস্থা
১৮. ভূগোল ও পরিবেশ (৩য় পত্র), জনসংখ্যা ও সাংস্কৃতিক ভূগোল
১৯. ভূগোল ও পরিবেশ (৪র্থ পত্র), বাংলাদেশের ভূগোল
২০. মনোবিজ্ঞান (৩য় পত্র), বিকাশ মনোবিজ্ঞান
২১. মনোবিজ্ঞান (৪র্থ পত্র), সমাজ মনোবিজ্ঞান
১. বাংলা জাতীয় ভাষা
১. ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় বউ কথা কও পাখি হিজল শাখায় বসে ডাকতো।
২. ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি কার খোঁপায় ফুল গুঁজে দিতেন?
উত্তর: ‘চৈতি হাওয়া’ কবিতায় কবি প্রিয়ার খোঁপায় ফুল গুঁজে দিতেন।
৩. ‘বনলতা সেন’ কবিতার কবি কত বছর ধরে পথ হাঁটছেন?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতার কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন।
৪. ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর পরিচয় দাও?
উত্তর: ‘বনলতা সেন’ কবিতায় শ্রাবস্তীর প্রাচীন ভারতের সমৃদ্ধশালী নগরী বিশেষ যার সৌন্দর্যকে উপমিত করা হয়েছে?
৫. ডাহুকের সুরে কীসের ইঙ্গিত থাকে?
উত্তর: ডাহুকের সুরে শৃঙ্খল মুক্তির ইঙ্গিত থাকে।
২. ইতিহাস ৩য় পত্র
১. ‘তবকাত-ই-নাসিরি’ বিখ্যাত কেন?
উত্তর: সুলতানি আমলে বাংলার একমাত্র ধারাবাহিক বিকৃত ইতিহাস গ্রন্থ হওয়ায় ‘তবকাত-ই-নাসিরি’ বিখ্যাত।
২. ‘তারিখ ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তারিখ ই ফিরোজশাহী’ গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানী।
৩. ‘রিয়াজুস সালাতিন’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রিয়াজুস সালাতীন’ গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সেলিম।
৪. ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিলেন।
৫. বাংলায় প্রথম মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন? অথবা, বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উত্তর: বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বক্তিয়ার খলজি।
৩. ইতিহাস ৪র্থ পত্র
১. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর: ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।
২. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পলাশীর যুদ্ধ ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন সংঘটিত হয়।
৩. লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ সিলেট ইন্ডিয়া কোম্পানির সেনাধ্যক্ষ।
৪. দেওয়ানী শব্দের অর্থ কী?
উত্তর: দেওয়ানী শব্দের অর্থ হলো রাজস্ব আদায়।
৫. বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? অথবা, দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
উত্তর: বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।
৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় পত্র
১. ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক আল বেরুনি।
২. ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক কে?
উত্তর: ‘তারিখ ই মুবারকশাহী’ এর লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দি।
৩. ইবনে বতুতা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? অথবা, ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দে ভারতে আসেন।
৪. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
৫. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী ছিল আলোয়ার।
৫. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪র্থ পত্র
১. ‘হুমায়ুননামা’ কে রচনা করেন?
উত্তর: ‘হুমায়ুননামা’ গ্রন্থের রচয়িতা গুলবদন বেগম।
২. আবুল ফজল কে ছিলেন?
উত্তর: আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সভাকবি।
৩. ‘তুজুক-ই-জাহাঙ্গীরী’ কী?
উত্তর: তুজুক-ই-জাহাঙ্গীরী গ্রন্থটির রচয়িতা সম্রাট জাহাঙ্গীর।
৪. ‘ফাতাওয়া আলমগীরী’ কী ধরনের গ্রন্থ?
উত্তর: ফাতাওয়ায়ে আলমগীরী ইসলামী আইন সংকান্ত গ্রন্থ।
৫. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
৬. দর্শন ৩য় পত্র
১. দুজন মুসলিম দার্শনিকের নাম লেখ।
উত্তর: কয়েকজন মুসলিম দার্শনিক হলেন আল ফারাবি, আল কিন্দি, ইবনে সিনা, ইমাম গাজালি ইবনে প্রমুখ।
২. মুসলিম দর্শনের বাহ্যিক উৎস গুলো কী কী?
অথবা, মুসলিম দর্শনের দুটি বাহ্যিক উৎস এর নাম লেখ।
উত্তর: মুসলিম দর্শনের বাহ্যিক উৎস গুলো হলঃযথা- ১. প্রাক ইসলামী চিন্তা ধারা, ২. খ্রিস্ট ধর্মের প্রভাব, ৩. গ্রীক দর্শন ও ৪. পারসিক প্রভাব।
৩. খারিজি শব্দের অর্থ কী?
উত্তর: খারিজি শব্দের অর্থ ভিন্নমত পোষণকারী ভিন্ন মতাবলম্বী দলত্যাগী ইত্যাদি।
৪. ইখওয়ানুস সাফা শব্দের অর্থ কী?
উত্তর: ইখওয়ানের সাফা শব্দের অর্থ হলো পবিত্র ভ্রাতৃসংঘ।
৫. মুসলিম দর্শনের সম্ভাব্য তার বিরুদ্ধে উত্থাপিত যেকোনো একটি অভিযোগ লেখ।
উত্তর: মুসলিম দর্শনের বিরুদ্ধে আনীত একটি অভিযোগ হলো- মুসলিম দার্শনিকদের মধ্যে ক্ষমতার প্রভাব।
৭. দর্শন ৪র্থ পত্র
১. ভারতীয় দর্শন কী?
উত্তর: প্রাচীন যুগ থেকে অদ্যাবধি ভারতবর্ষে হিন্দু, অহিন্দু, আস্তিক, নাস্তিক প্রভৃতি সর্বশ্রেণির চিন্তাবিদদের জীবন ও জগৎ সম্পর্কিত সামগ্রিক তত্ত্বালোচনাকেই ভারতীয় দর্শন বলে।
২. বেদ কী?
উত্তর: বেদ হলো ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ।এটি সনাতন হিন্দুদের প্রধান ধর্মীয় গ্রন্থ।
৩. ভারতীয দর্শনে দুটি সম্প্রদায়ের নাম কী?
অথবা, ভারতীয় দর্শনে প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: ভারতীয় দর্শনে প্রধান দুটি সম্প্রদায়ের নাম হলো বেদান্ত সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়।
৪. ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কী বুঝায়?
উত্তর: ভারতীয় দর্শনে যারা বেদের প্রাধান্য স্বীকার করে না এবং বেদকে প্রমাণিক শাস্ত্র বলে গ্রহণ করে না তারাই নাস্তিক।
৫. ভারতীয় দর্শনে নাস্তিক কারা?
উত্তর: সাধারণত যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়।
৮. ইসলামিক স্টাডিজ ৩য় পত্র
১. ঈমান কী?
উত্তর: ঈমান শব্দের অর্থ আনুগত্য করা, স্বীকৃতি দেয়া, বিশ্বাস করা, নির্ভর করা ইত্যাদি।
২. সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে?
উত্তর: সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা (রা.)।
৩. (শাহাদাতুন) শব্দের অর্থ কী?
উত্তর: (শাহাদাতুন) শব্দের অর্থ ও সাক্ষ্য, প্রমাণ।
৪. (আল ইসলাম) শব্দের অর্থ কী?
উত্তর: (আল ইসলাম) অর্থ বাহ্যিক আনুগত্য প্রকাশ করা, বশ্যতা স্বীকার করা, ইসলাম ধর্মে প্রবেশ করা।
৫. হাদিস কোন ধরনের ওহী?
উত্তর: হাদিস হলো ওহী গাইরে মাতলু।
৯. ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র
১. ফিকহের বিষয়বস্তু কী?
উত্তর: ফিকহের বিষয়বস্তু হচ্ছে বিধিবিধান উপযোগী বান্দার যাবতীয় কার্যাবলি।
২. ফিকহ শব্দের অর্থ কী?
উত্তর: ফিকহ শব্দের অর্থ জানা, বুঝা, অনুধাবন করা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা, গভীর অভিজ্ঞতা, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি ইত্যাদি।
৩. ফিকহশাস্ত্রে মূল উৎস কয়টি?
উত্তর: ফিকহশাস্ত্রে মূল উৎস ৪টি।
৪. ইজমা শব্দের অর্থ কী?
উত্তর: ইজমা শব্দের অর্থ ঐকমত্য, একমতহওয়া, সর্বসম্মত সিদ্ধান্ত ইত্যাদি।
৫. কিয়াস শব্দের অর্থ কী?
উত্তর: কিয়াস শব্দের অর্থ তুলনা করা, অনুমান করা, আন্দাজ করা, ধারণা করা ইত্যাদি।
১০. রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র
১. জাতীয়তাবাদ কাকে বলে?
উত্তর: একটি জাতি যখন তার স্বাজাত্যবোধ সচেতনার ধারা উদ্যোগে সমাজ-সংস্কৃতিতে ঐক্যবদ্ধ চেতনার প্রতিফলন ঘটে তখন তাকে জাতীয়তাবাদ বলে।
২. বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল?
উত্তর: বাংলা প্রেসিডেন্সি বাংলা, বিহার, উরিষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল।
৩. কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: ১৯০৫ সালের ১৫ অক্টোবর বঙ্গভঙ্গ করা হয়।
৪. কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
অথবা, বঙ্গভঙ্গ রদ করা হয় কোন সালে?
উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।
৫. বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালে স্বাক্ষরিত হয়।
১১. রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র
১. রাজনৈতিক অর্থনীতির জনক কে?
উত্তর: রাজনৈতিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ (Adam Smith)।
২. ‘রাজনৈতিক অর্থনীতির’ নামটি প্রথম কে ব্যবহার করেন?
অথবা, রাজনৈতিক-অর্থনীতি শব্দটি প্রথম কে ব্যবহার করেন
উত্তর: ‘রাজনৈতিক অর্থনীতি’ নামটি প্রথম ফারসি অর্থব্যনীতিবিদ Antonie de Montehrestein ব্যবহার করেন।
৩. ‘অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে।’- উক্তিটি কার?
উত্তর: রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে অধ্যাপক লাস্কির উক্তি।
৪. আধুনিক রাষ্ট্র কিরূপ রাষ্ট্র?
উত্তর: আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র।
৫. ‘রাষ্ট্র শোষণের হাতিয়ার।’- উক্তিটি কার?
উত্তর: ‘রাষ্ট্র শোষণের হাতিয়ার।’-উক্তিটি কার্ল মার্কসের।
১২. সমাজবিজ্ঞান ৩য় পত্র
১. ‘The Republic’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Republic’ গ্রন্থের লেখক গ্রিক দার্শনিক প্লেটো।
২. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী?
উত্তর: প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি যুক্তি ও প্রচলিত রীতি।
৩. প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত কয়টি?
উত্তর: প্লেটোর শিক্ষা ব্যবস্থার স্তর প্রধানত ২টি। যথা-১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।
৪. ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Politics’ গ্রন্থের রচয়িতা গ্রিক পন্ডিত এরিস্টটল।
৫. দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: দাসপ্রথাকে ‘Living tools’ হিসাবে আখ্যায়িত করেছেন গ্রিক দার্শনিক এরিস্টটল।
১৩. সমাজবিজ্ঞান ৪র্থ পত্র
১. মিথস্ক্রীয়া কী?
উত্তর: মানুষের সাথে মানুষের কার্যকরণ সম্পর্কিত পারস্পারিক সম্পর্কের নামই হচ্ছে মিথস্ক্রীয়া।
২. ‘মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান।’ উক্তিটি কে করেন?
উত্তর: ‘মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান।’ উক্তিটি করেন মনোবিজ্ঞানী এইচ. বনার।
৩. একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে?
উত্তর: একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে।
৪. মনো-অভিনয় (Psycho-drama) পদ্ধতিটির উদ্ভাবক কে?
উত্তর: মনো-অভিনয় (Psycho-drama) পদ্ধতিটির উদ্ভাবক সমাজ মনোবিজ্ঞানী জে.এল মরেনা।
৫. শিশুর সামাজিকীকরণের প্রথম স্তর কোনটি?
উত্তর: শিশুর সামাজিকীকরণের প্রথম স্তর হল মৌখিক স্তর।
১৪. সমাজকম ৩য় পত্র
১. জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: জাতীয় শিক্ষানীতি ২০১০ সালে প্রণীত হয়।
২. ‘Social Policy’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Social Policy’ গ্রন্থের লেখক Richard M.Titmass.
৩. ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তর: ECNEC এর পূর্ণরূপ হলো- Executive Committee on National Economic Counicil.
৪. যেকোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে করেন?
উত্তর: যেকোনো নীতির চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপ্রধান করেন।
৫. বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?
উত্তর: বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে ৮ বছর।
১৫. সমাজকর্ম ৪র্থ পত্র
১. পদ্ধতি কী?
উত্তর: বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্ম নীতির উপর ভিত্তি সম্পাদনের সুপরিকল্পিত উপায় হচ্ছে পদ্ধতি।
২. সমাজকর্ম পদ্ধতি কী?
উত্তর: সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট সুশৃংঙ্খল নিয়ম-কানুন এবং প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলো এর সমষ্টির সমাজকর্ম পদ্ধতি।
৩. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী?
উত্তর: সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকা্র। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২.দল সমাজকর্ম, ৩. সমষ্টি সমাজকর্ম।
৪. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর: আর্থমনোসামাজিক সদস্যগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিকে ব্যক্তি সমাজকর্ম বলে।
৫. পেশাদার প্রতিনিধি কে?
উত্তর: পেশাদার প্রতিনিধি হলো সমাজকর্মী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা, ওপরের লিংক থেকে ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৪ ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post