জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থীরা, এর পূর্বের পোস্টে আমরা ডিগ্রি ১ম ও ২ বর্ষের সকল বিভাগের বইয়ের নাম ও তালিকা শেয়ার করেছিলাম। আজ আমরা তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব। তোমরা যারা ইতোমধ্যেই ডিগ্রি ৩য় বর্ষে পদার্পণ করেছ, তোমাদের জন্য শুভকামনা। এ বছরই তোমাদের ডিগ্রিতে শেষ বছর।
তাই এ বছরের ফলাফল যুক্ত হয়েই তোমার ডিগ্রি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তাই ৩য় বর্ষে অনেক বেশি পড়াশোনায় মনযোগি হতে হবে। আজ কোর্সটিকায় আমরা তোমাদের জন্য ডিগ্রি ৩য় বর্ষের বইয়ের তালিকা তুলে ধরব। এখানে তোমরা তৃতীয় বর্ষের প্রতিটি বই সম্পর্কে জানতে পারবে এবং প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে।
নিচে প্রতিটি বিষয়ের নাম, বিষয় কোড নম্বর এবং সাজেশন তুলে ধরা হল। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডিগ্রি ৩য় বর্ষের বইয়ের তালিকা
বিএ এবং বিএসএস
১. ইতিহাস ৫ম পত্র – ১৩১৫০১
২. ইতিহাস ৬ষ্ঠ পত্র – ১৩১৫০৩
৩. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র – ১৩১৬০১
৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৬ষ্ঠ পত্র – ১৩১৬০৩
৫. দর্শন ৫ম পত্র – ১৩১৭০১
৬. দর্শন ৬ষ্ঠ পত্র – ১৩১৭০৩
৭. ইসলামিক স্টাডিজ ৫ম পত্র – ১৩১৮০১
৮. ইসলামিক স্টাডিজ ৬ষ্ঠ পত্র – ১৩১৮০৩
৯. রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র – ১৩১৯০৩
১০. রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র – ১৩১৯০৩
১১. সমাজবিজ্ঞান ৫ম পত্র – ১৩২০০১
১২. সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র – ১৩২০০৩
১৩. সমাজকর্ম ৫ম পত্র – ১৩২১০১
১৪. সমাজকর্ম ৬ষ্ঠ পত্র – ১৩২১০৩
১৫. অর্থনীতি ৫ম পত্র – ১৩২২০১
১৬. অর্থনীতি ৫ম পত্র – ১৩২২০৩ (বিকল্প)
১৭. অর্থনীতি ৬ষ্ঠ পত্র – ১৩২২০৫
১৮. ভূগোল ও পরিবেশ ৫ম পত্র – ১৩৩২০১
১৯. ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ পত্র – ১৩৩২০৩
২০. মনোবিজ্ঞান ৫ম পত্র – ১৩৩৪০১
২১. মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র – ১৩৩৪০৩
২২. GENERAL ENHLISH COMPULSORY – ১২১১০১
বিবিএস শাখা
২২. হিসাববিজ্ঞান ৫ম পত্র – ১৩২৫০১
২৩. হিসাববিজ্ঞান ৬ষ্ঠ পত্র – ১৩২৫০৩
২৪. ব্যবস্থাপনা ৫ম পত্র – ১৩২৬০১
২৫. ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র – ১৩২৬০৩
২৬. মার্কেটিং ৫ম পত্র – ১৩২৩০১
২৭. মার্কেটিং ৬ষ্ঠ পত্র – ১৩২৩০৩
২৮. ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৫ম পত্র – ১৩২৪০১
২৯. ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৬ষ্ঠ পত্র – ১৩২৪০৩
বিভিন্ন বিষয় থেকে কিছু প্রশ্নোত্তর
ইতিহাস ৫ম পত্র
১. কত খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়?
উত্তর: 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়।
২. কনস্টান্টিনোপলের পতন হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: কনস্টান্টিনোপলের পতন হয় 1453 খ্রিস্টাব্দে।
৩. সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লব শুরু হয়?
উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়।
৪. কোথায় প্রথম রেনেসাঁ শুরু হয়?
উত্তর: ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়।
৫. মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
উত্তর: মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চি।
ইতিহাস ৬ষ্ঠ পত্র
১. জাজিরাতুল আরব এর অর্থ কী?
উত্তর: জাজিরাতুল আরব এর অর্থ হল আরব উপদ্বীপ।
২. কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
৩. কুসীদ প্রথা কী?
উত্তর: কুসীদ প্রথা হল সুদ প্রথা।
৪. কাকে আরবের ‘শেক্সপিয়র’ বলা হয়?
উত্তর: ইমরুল কায়েসকে আরবের ‘শেক্সপিয়র’ বলা হয়।
৫. হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: হিলফুল ফুজুল হযরত মোহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।
দর্শন ৫ম পত্র
১. বাংলাদেশ বা বাঙালি দর্শনের সূচনা কোথা থেকে হয়?
উত্তর: প্রদেশ চিন্তা ধারা থেকে বাংলাদেশে বাঙালি দর্শনের সূচনা হয়।
২. বাংলা ভাষায় দর্শন চর্চার সূচনা করেন কারা?
উত্তর: বাংলা ভাষা দর্শন চর্চার সূচনা করেন আর্যরা।
৩. বাঙালির আদি দর্শন কী?
উত্তর: বাঙালির আদি দর্শন হলো সংখ্যা, যোগ ও তন্ত্র।
৪. সুফি শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
উত্তর: সুফি শব্দটি আরবি ‘সুফ’ (পশম) শব্দ থেকে উদ্ভূত।
৫. প্রথম সুখী হিসেবে পরিচিত কে?
উত্তর: প্রথম সুখী হিসেবে পরিচিত ইমাম হাসান আল-বাসরী।
দর্শন ৬ষ্ঠ পত্র
১. যুক্তিবিদ্যার জনক কে?
উত্তর: যুক্তিবিদ্যার জনক হলেন গ্রিক দার্শনিক এরিস্টটল।
২. কপির পুরো নাম কী?
উত্তর: কপির পুরো নাম আরভিং মারমার কপি।
৩. কপি কোন দেশের যুক্তিবিদ?
উত্তর: কপি আমেরিকার যুক্তি বিজ্ঞানী ছিলেন।
৪. যুক্তি কাকে বলে?
উত্তর: কোন বচন এর মাধ্যমে অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে নেয় বা যুক্তি বলে।
৫. ভাষা কত প্রকার ও কী কী ?
উত্তর: ভাষা দুই প্রকার যথা- ১. প্রাকৃতিক ভাষা ও ২. কৃত্রিম ভাষা।
রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র
১. স্থানীয় সরকার বলতে কী বুঝ?
উত্তর: স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ বিশেষ কোন স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং কার্যাবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে।
২. স্থানীয় সরকার ইংরেজি প্রতিশব্দ লেখ।
উত্তর: স্থানীয় সরকার এর ইংরেজি প্রতিশব্দ (Local government).
৩. স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম হলো- ১. ঐতিহাসিক পদ্ধতি ও ২. দার্শনিক পদ্ধতি।
৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এর দুটি উদাহরণ দাও।
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এর দুটি উদাহরণ হলো— ১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।
৫. কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন।
রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
১. ‘A Vindication of the Right of Women’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘A Vindication of the Right of Women’ গ্রন্থের লেখক মেরি ওলস্টোনক্রাফট।
২. নারী ও রাজনীতি কি?
উত্তর: নারী ও পুরুষের সম্বন্বয়ে সুষ্ঠু ও সমতাভিত্তিক সমাজ গঠন ও উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নই নারী ও রাজনীতি।
৩. নারীবাদ কি?
উত্তর: যে মতবাদ বা আন্দোলন নারী-পুরুষ বৈষম্য দূর করে সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করতে চায় তাই নারীবাদ।
৪. নারীবাদ এর উৎপত্তি কোথায় ঘটেছিল?
উত্তর: নারীবাদের উৎপত্তি ফ্রান্সে ঘটে ছিল।
৫. তিনজন উদার নারীবাদের নাম লেখ।
উত্তর: তিনজন উদার নারীবাদী হলেন: ১. মেরি ওলস্টোনক্র্যাফট, ২. জন স্টুয়ার্ট মিল ও ৩. হ্যারিয়েট টেইলর।
সমাজবিজ্ঞান ৫ম পত্র
১. পরিবেশ কি?
উত্তর: আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্বন্ধিত রুপি পরিবেশ।
২. ইকোস্ফিইয়ার কি?
উত্তর: পরিবেশের ভৌত উপাদান ও উপাদানের সম্পর্কই ইকোস্ফিইয়ার।
৩. বাস্তুসংস্থান কী?
উত্তর: কোনো একটি পরিবেশের জীবজ ও অজীবজ উপাদানসমূহের পারস্পরিক ক্রিয়া, আদানপ্রদান এবং একত্মতার মাধ্যমে সেখঅনে যে বিশেষ তন্ত্র গড়ে ওঠে তাই
৪. বায়োম কী?
উত্তর: বায়োম হলো কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমন্ডল।
৫. প্রতিবছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবশ পালিত হয়?
উত্তর: প্রতিবছর ৫ তারিখে বিশ্ব পরিবেশ দিবশ পালিত হয়
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
১. কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়?
উত্তর: ‘জমিদারি প্রথা’ ১৯৫০ সালে বিলুপ্ত হয়।
২. আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয়?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে গ্রহণ করা হয়।
৩. কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
৪. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর: বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠীর চাকমা।
৫. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি গোষ্ঠী হল রাখাইন সম্প্রদায়।
মনোবিজ্ঞান ৫ম পত্র
১. শিল্প মনোবিজ্ঞানের উদ্দেশ্য কি?
উত্তর: শিল্প মনোবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।
২. সর্বপ্রথম কোথায় শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে?
উত্তর: সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প মনোবিজ্ঞান বিকাশ লাভ করে।
৩. APA সর্বপ্রথম কখন শিল্প মনোবিজ্ঞানের শাখা?
উত্তর: APA সর্বপ্রথম 1945 সালে শিল্প মনোবিজ্ঞানের শাখা খোলে।
৪. কর্ম বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: কর্ম বিশ্লেষণের প্রধান মূল উদ্দেশ্য হলো কর্মীর দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৫. কর্ম বিশ্লেষণের পদ্ধতি উল্লেখ কর।
উত্তর: কর্ম বিশ্লেষণের পদ্ধতিগুলো হলঃ ১. প্রশ্নমালা পদ্ধতি, ২. পর্যবেক্ষণ পদ্ধতি ও ৩. পরীক্ষণ তালিকা পদ্ধতি।
মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র
১. পরিমাপন কি?
উত্তর: কোন একটি বিষয়ে অবস্থা, বস্তু বা ঘটনার মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়ায় পরিমাপন।
২. সংখ্যা কি?
উত্তর: সংখ্যা হল একাধিক অংকের সমষ্টি যা স্বতন্ত্র হয় এবং ক্রমিক পর্যায়ে সাজানো যায়।
৩. সংখ্যা তিনটি বৈশিষ্ট্য কি?
উত্তর: সংখ্যা তিনটি বৈশিষ্ট্য হলো- ১. অনন্যতা, ২. ক্রমপর্যায় ও ৩. যৌগিকতা।
৪. সংখ্যায় মৌলিক স্বতঃস্ফূর্ত প্রথম কে প্রস্তাব করেন?
উত্তর: সংখ্যায় মৌলিক স্বতঃস্ফূর্ত প্রথম ইউক্লিড প্রস্তাব করেন।
৫. পরিমাপনের মৌলিক স্বতঃস্ফূর্ত কয়টি?
উত্তর: পরিমাপনের মৌলিক স্বতঃস্ফূর্ত ৯টি।
শিক্ষার্থীরা উপরে দেয়া নির্দেশনা অনুসরণ করে ডিগ্রি ৩য় বর্ষের বইয়ের তালিকা থেকে বিষয়ভিত্তিক সাজেশনগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post