ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ২ : আমরা আমদের চারপাশের বিভিন্ন যন্ত্র পর্যবেক্ষণ করে দেখি কোনটি তারের সাহায্যে আর কোনটি বিনা তারে তথ্য আদান-প্রদান করে: (মূল বইয়ের ৯৮ নম্বর পৃষ্ঠা)
মোবাইল ফোন — তারবিহীন — তথ্য গ্রহণ ও প্রেরণ
রেডিও — তারবিহীন — শুধু তথ্য গ্রহণ
টেলিফোন — তারের মাধ্যমে — তথ্য গ্রহণ ও প্রেরণ
ল্যাপটপ — তারবিহীন — তথ্য গ্রহণ ও প্রেরণ
কম্পিউটার — তারের মাধ্যমে — তথ্য গ্রহণ ও প্রেরণ
মডেম — তারবিহীন — তথ্য গ্রহণ ও প্রেরণ
ওয়াইফাই রাউটার — তারবিহীন — তথ্য গ্রহণ ও প্রেরণ
সিসি ক্যামেরা — তারের মাধ্যমে — শুধু তথ্য গ্রহণ
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ২
আমরা এবার খুঁজে বের করি নেটওয়ার্কগুলো কীভাবে কাজ করে। আমাদের তারযুক্ত এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য দুটি দলে বিভক্ত হই, একদল তারবিহীন নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা এবং অপর দল তারযুক্ত নেটওয়ার্কের সুবিধা-অসুবিধা খুঁজে বের করি এবং নিচের ছকে উপস্থাপন করি।
আমাদের তারযুক্ত এবং তারবিহীন নেটওয়ার্কের জন্য দুটি দলে বিভক্ত হই, একদল তারবিহীন নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা এবং অপরদল তারযুক্ত নেওটওয়ার্কের সুবিধা-অসুবিধা খুঁজে বের করি এবং নিচের ছকে উপস্থাপন করি: (মূল বইয়ের ৯৮ নম্বর পৃষ্ঠা)
দল-১ তারযুক্ত নেটওয়ার্ক
সুবিধা:
- তারযুক্ত হওয়ায় গতি বেশি।
- অতিরিক্ত নির্দেশনা গ্রহণ করতে পারে।
- তারযুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী
- অনাকাঙ্খিত ব্যবহারকারীদের জন্য অনুপ্রবেশ কঠিন।
অসুবিধা:
- তারের সাথে সংযুক্ত থাকায় বহনযোগ্য না।
- ব্যবহার ও স্থাপন পদ্ধতি কিছুটা জটিল।
- তার নষ্ট হয়ে গেল যন্ত্র অচল হয়ে যায়।
- স্থাপন পদ্ধতি জটিল হওয়ায় অত্যন্ত ব্যয়বহুল।
দল-২ তারবিহীন নেটওয়ার্ক
সুবিধা:
- তারবিহীন হওয়ায় সর্বত্র বহনযোগ্য
- সহজে ব্যবহার যোগ্য।
- ভারী তথ্য পাঠাতে সময় বেশি লাগে।
- তুলনামূলক কম খরচে ব্যবহার করা যায়।
অসুবিধা:
- দ্রুত চার্জ শেষ হয়ে যায়।
- তুলনামূলক কম গতি।
- তারবিহীন নেটওয়ার্কে নিরাপত্তা ব্যবস্থা কিছুটা দুর্বল।
- অনাকাঙ্খিত ব্যবহারকারীরা অনুপ্রবেশ করতে পারে।
এবার আমরা আমাদের বাড়ির যেকোনো একটি নেটওয়ার্কের চিত্র এঁকে আনব। সেখানে ষষ্ঠ শ্রেণিতে আমরা যেমন ভ্রমণ পরিকল্পনা করেছিলাম, সেরকম যেকোনো একটি নেটওয়ার্ক আকব, কিন্তু এটি আমার বাড়ির আশপাশের কোনো নেটওয়ার্ক হবে।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ২ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post