ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ৬ : আমরা সেশন-৪ যেমন বার্তা পাঠিয়েছিলাম সেই রকম আরেকটি বার্তা তৈরি করবো যেটি আমরা আমাদের নেটওয়ার্ক এর মাধ্যমে পাঠাবো নেটওয়ার্ক টি হবে আমরা যেভাবে সেশন ৩ এ দলগত ভাবে ভাগ হয়েছিলাম ঠিক সেই রকম করে নতুন দলে বিভক্ত হয়ে আমাদের বন্ধু নেটওয়ার্ক টি গঠন করবে।
আমরা দলগত ভাবে একটি বার্তা লিখব যেটি আমরা পাঠাবো আরেক দলের কাছে। এবার আমার দলের সকল সদস্য বার্তাটি জানবে কিন্তু সেই বার্তা সেশন ৪ এ হেই বার্তা পাঠিয়েছি সেটার মত এনকোড করা থাকবে কিভাবে ডিকোড করতে হবে সেটি জানবে শুধু অন্য সহযোগী টিম।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ৬
এবার এসো নিচের কাজগুলো অনুসারে খেলাটি খেলবো:
১। আমাদেরকে নিজেদের দলের এবং হ্যাকার দলের বন্ধুদের বাড়ির অবস্থান জেনে আমরা একটি মানব নেটওয়ার্ক বানাবো।
২। প্রতি দুইজন বার্তা প্রদানকারী বন্ধুর মধ্যে একজন হ্যাকার বন্ধু পরবে।
৩। প্রথমে স্কুল থেকে সবচেয়ে দূরের বন্ধু বার্তাটি শুরু করবে, সে শুধু প্রথম অংশটি লিখবে তারপর হ্যাকার দলের বন্ধুর কাছে নিয়ে গিয়ে কোডেড বার্তাটি দিবে সেই বন্ধুর কাজ হবে গোপন বার্তাটিকে ডিকোড করা
৪। ডিকোড করার জন্য তার হাতে সময় থাকবে ১ ঘণ্টা এই সময় পরে তাকে বার্তাটি তার কাছের পরবর্তী বার্তা প্রেরণকারী বন্ধুর কাছে দিতে হবে ।
৫। এভাবে সকল বন্ধু পেরিয়ে বার্তাটি আবার বার্তা প্রেরনকারী দলের শেষ সদস্য এর কাছে আসবে। যদি বার্তাটি হ্যাকার দলের সদস্যরা উদ্ধার করতে না পারেন তাহলে বার্তা প্রেরণকারী দল জিতে যাবে আর বার্তা উদ্ধার করলে হ্যাকার দল জিতে যাবে। এভাবে আমরা পুরো খেলাটি শেষ করবো আর সেই সাথে গঠিত হবে আমাদের বন্ধু নেটওয়ার্ক।
এবার এসো, আমরা আমাদের স্কুল ও বন্ধুদের বাসার অবস্থান নিচের ম্যাপে চিহ্নিত করি এবং আমাদের নেটওয়ার্ক বানাই।
বন্ধুরা আমরা যে নেটওয়ার্কটি বানালাম, এটি হবে আমাদের তারবিহীন বন্ধু নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আমারা নানা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করব এবং নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষা করব। এই খেলা যদি আমাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে, সেক্ষেত্রেও বিনা তারে যোগাযোগ করতে পারব আমাদের ক্লাস সিক্সে তৈরি বন্ধু কমিউনিটি নেটওয়ার্কের মতো। সেখানে আমরা শুধু হেটে এক বন্ধু থেকে আরেক বন্ধুর কাছে যাওয়ার বদলে বার্তাটি পাঠাব ।
মূল বইয়ের অনুশীলনীর সমাধান
কীভাবে আমরা আমাদের বন্ধু নেটওয়ার্ককে আরো বেশি শক্তিশালী ও গোপনীয় করতে পারি, কীভাবে আমরা বন্ধূ নেটওয়ার্ক থেকে সুবিধা পেতে পারি, তা নিচের ছকে লেখা হলো: (মূল বইয়ের ১০৭ নম্বর পৃষ্ঠা)
বন্ধু নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার কৌশল:
বেশ কিছু উপায় অনুসরণ করে আমরা আমাদের বন্ধু নেটওয়ার্ক আরো শক্তিশালী করে। যেমন- আমরা যখন আমাদের বন্ধু নেটওয়ার্কে থাকা বন্ধুকে কোনো বার্তা পাঠাব, তখন উক্ত বার্তা এমনভাবে এনকোড করব, যাতে করে হ্যাকারা তা ডিকোড করতে না পারে। এক্ষেত্রে আমরা এনকোড করার জন্য এমন কিছু শব্দ ব্যবহার করতে পারি, যা আমরা সচরাচর ব্যবহার করি না। এতে করে হ্যাকার শব্দগুলো বুঝতে পারবে না এবং বার্তাটি হ্যাক করা তার জন্য কঠিন হয়ে পড়বে।
বন্ধু নেটওয়ার্ক থেকে আমরা যেসব সুবিধা পেতে পারি:
- নেটওয়ার্কে সংযুক্ত থাকা বন্ধুকে গোপন বার্তা পাঠাতে পারি।
- আমাদের পাঠানো বার্তাটি সুরক্ষিত থাকবে এবং এটা নেটওয়ার্কের বাইরের কেউ দেখতে পারবে না।
- কোনো কারণে নেটওয়ার্কের বাইরের কেউ বার্তাটি পেলেও সে এই বার্তার অর্থ বুঝতে পারবে না। কারণ, বার্তাটি গোপন কোড দ্বারা এনকোড করা থাকবে।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৬ সেশন ৬ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post