ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ২ : আগের সেশনে আমরা নাগরিক সেবা ও ই-কমার্সের ধারণা পেয়েছি। এখন সেই সেবাগুলোর সুবিধাগুলো আমরা চিহিত করব।
আমাদের মাঝেও এমন অনেকেই আছি যারা আগের সেশনের উদাহরণটিতে জয়িতার মতো কোনো নাগরিক সেবা বা ই-কমার্সের অভিজ্ঞতা রয়েছে। যেমন উপবৃত্তির টাকা বা আমাদের পরিবারের বয়স্ক ব্যক্তির ভাতা পেয়েছি।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ২
ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক বা ই-কমার্স সেবা নেওয়া ও দেওয়ার সময়, যাতায়াতের ও খরচ কমিয়ে দেয়। অল্প কিছু সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। এই সুবিধাগুলোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ দিন দিন বেড়েই চলেছে। নিচের ছকে আমরা সুবিধাগুলো লিপিবদ্ধ করি।
নাগরিক সেবা ও ই-কমার্সের সুবিধা
নিচের ছকে আমরা নাগরিক সেবার সুবিধাগুলো লিপিবদ্ধ করি: (মূল বইয়ের ১১২ নম্বর পৃষ্ঠা)
১ খরচ কমে যায়।
২ খুব কম সময়ের মধ্যে সেবা পাওয়া যায়।
৩ সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায়।
৪ লেনদেন হয় নিরাপদ ও ঝুঁকিহীন।
৫ ব্যবহার খুবই সহজ বলে সবাই সেবা গ্রহণ করতে পারে।
৬ চাহিদা বেশি থাকায় দেশের সর্বত্র সহজলভ্য।
৭ ছোট-বড় সকল সেবা একই জায়গায় পাওয়া যায়।
৮ শুধুমাত্র দেশেই না, দেশের বাইরেও এ সেবা গ্রহণ করা যায়।
৯ কোনো পণ্য কেমন, কেনার পূর্বে তা রিভিউ দেখে নেওয়া যায়।
১০ পণ্য হাতে পেয়ে মুল পরিশোধ করা যায়।
এবার নিচের ছবিটি (মূল বইয়ের ১১৩ নম্বর পৃষ্ঠা) ভালো করে লক্ষ্য করি এবং দলগতভাবে আমরা প্রদত্ত ছকে লিখি যে শিক্ষার্থী হিসেবে কী কী সেবা কোনো প্রয়োজনে এখান থেকে পেতে পারি?
একজন শিক্ষার্থী হিসেবে কী কী সেবা কোন প্রয়োজনে এখান থেকে পেতে পারি: (মূল বইয়ের ১১৩/১১৪ নম্বর পৃষ্ঠা)
সেবার নাম:
- প্রত্যয়ন পত্র
- অভিভাবকের আয়ের সনদ
- এতিম সনদপত্র
- প্রতিবন্ধী সনদপত্র
- আর্থিক অস্বচ্ছলতার সনদপত্র
কোন কাজের জন্য?:
- বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য
- আর্থিক সহায়তা বা বৃত্তি পাওয়ার জন্য
- আর্থিক সহায়তা পাওয়ার জন্য
- আর্থিক সহায়তা পাওয়ার জন্য
- আর্থিক সহায়তা পাওয়ার জন্য
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ২ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post