ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ৬ : আমরা শ্রেণিতে আজ কীভাবে জন্ম তথ্য যাচাই করা যায় তা জানব। আমরা এর আগে শ্রেণিতে জরুরি সেবায় দেখেছিলাম কী করে আমাদের জন্ম নিবন্ধন করতে হয়। এই অভিজ্ঞতায়ও জেনেছি। স্থানীয় সরকারের ওয়েবসাইট বা আপ থেকেও আমাদের জন্ম নিবন্ধন করা যায়।
আমাদের সকলের জন্ম নিবন্ধন রয়েছে, কিন্তু সেটি সঠিক কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। তাই এই সেশনে আমরা দেখব কী করে জন্ম তথ্য যাচাই করা যায়। এই নাগরিক সেবাটি খুব সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টারের ওয়েবসাইট বা কিছু কিছু আাপ (বেসরকারিভাবে তৈরি করা) থেকে করা সম্ভব। এই কাজটি করতে আমরা শিক্ষকের সহায়তা নেব।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ৬
শিক্ষকের মতো আমাদেরও জন্ম নিবন্ধন নম্বর গোপন রেখে যাচাইয়ের কাজটি করতে হবে। এটি হলো তথ্যের গোপনীয়তা । আগের শ্রেণিতে আমরা এটি জেনেছিলাম। আর এই কাজটি আমাদের নিজেদের করার জন্যই আজকের ক্লাসে আমরা নিয়মটি জেনে নিলাম। নিচের ছবির মতো করে আমরাও নিজেদের জন্ম নিবন্ধন নম্বরটি যাচাই করে নেব।
সবার নিচে মজার একটি ব্যাপার খেয়াল করি। ওয়েবসাইটটি আমাকে বলছে ৯৬ থেকে ২২ বিয়োগ করে তার ফলটি লিখতে । কেন? কারণ, তারা চাচ্ছে না মানুষ স্বয়ংক্রিয় রোবট সফটওয়্যার ব্যবহার করে অসংখ্যবার এই ওয়েবসাইটটি ব্যবহার করতে গিয়ে সার্ভারের উপর চাপ সৃষ্টি করুক। অনেক ওয়েবসাইটেই এ রকম কিছু ছোট ধাঁধা দেওয়া থাকে যেটি মানুষের জন্য সহজ ও রোবটের জন্য কঠিন। এই কাজটি দ্বারা আমরা প্রমাণ করি যে আমরা এই ওয়েবসাইটের প্রকৃত ব্যবহারকারী ।
ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ আর সংখ্যা সমাধান উত্তরটি লিখে সার্চ দিলে নিচের ছবির মতো তথ্য প্রদর্শিত হবে। এর মাধ্যমে যাচাই করে নিতে পারি জন্ম নিবন্ধনে আমাদের সকল তথ্য সঠিক আছে কি না। নিচের ছবিতে অনেকগুলো ঘর খালি রয়েছে যেখানে আমাদের তথ্যগুলো দিয়ে পূরণ করব।
মূল বইয়ের অনুশীলনীর সমাধান
আমার পরিবার বা নিকটজনের প্রয়োজনে আর কী কী নাগরিক সেবা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার কওে গ্রহণ করতে পারি, তার একটি তালিকা প্রস্তুত করি এবং নিচের ঘরে লিখি: (মূল বইয়ের ১২২ নম্বর পৃষ্ঠা)
১. টিকা সনদ
২. বয়স্ক ভাতার ফরম
৩. বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফরম
৪. মোবাইলে বিভিন্ন ভাতা সংগ্রহ
৫. ঘরে বসে পরীক্ষার ফলাফল সংগ্রহ
৬. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ
৭. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাস, ট্রেন বা লঞ্চের টিকেট ক্রয়
৮. ঘরে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন
৯. দেশের যেকোনো জায়গায় টাকা আদান-প্রদান
১০. শপিং করে মোবাইল অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ
শ্রেণির বাইরের কাজ
আমরা বিগত সেশনগুলোতে অনেক কাজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে নাগরিক সেবা ও ই-কমার্সের গ্রহণের উপায় জেনেছি। আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম, তার থেকে যেকোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং আগামী ক্লাসে নিচের ঘরে একটি প্রতিবেদন লিখে আনব।
আমরা নিজেদের প্রয়োজন ছাড়াও আমার পরিবার বা নিকটজনের জন্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার যে তালিকা গত ক্লাসে তৈরি করলাম, তার থেকে যেকোনো একটির জন্য আমরা ধাপ অনুসরণ করে সেবা গ্রহণ করব এবং নিচের ঘরে একটি প্রতিবেদন লিখব: (মূল বইয়ের ১২৩ নম্বর পৃষ্ঠা)
প্রতিবেদন
নাগরিক সেবা গ্রহণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার
সেবার নাম: বিদ্যুৎ বিল প্রদান করা।
কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে: ডিজিটাল মাধ্যম।
অনুসরণ করা ধাপসমূহ:
ধাপ-১: প্রথমে বিকাশ অ্যাপে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগিন করি।
ধাপ-২: সেবাটি গ্রহণ করার জন্য ‘পে বিল’ অপশনটি নির্বাচন করি।
ধাপ-৩: এরপর অ্যাকাউন্ট নম্বর লিখি।
ধাপ-৪: এরপর যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছি, তা নির্বাচন করি।
ধাপ-৫: এই ধাপে আমার বিদ্যুৎ বিলের পরিমাণ দেখাবে। ‘পে বিল’ অপশনে ক্লিক করি।
ধাপ-৬: আমার মোবাইল ব্যাংকিং অ্যাপের গোপন পিন নম্বর দিয়ে লেনদেনটি সম্পন্ন করি।
সেবা প্রাপ্তির জন্য কতক্ষণ সময় লেগেছে: সর্বোচ্চ ৫ মিনিট।
প্রাপ্ত ফলাফল: বর্ণিত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর একটি ক্ষুদে বার্তার মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হলো যে, আমার বিদ্যুৎ বিলটি পরিশোধ করা হয়েছে।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৭ সেশন ৬ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post