ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৮ সেশন ৫ : অবশেষে আজকে আমাদের ইমেইল পাঠানোর পালা | আমরা ঠিক করে ফেলেছি আমরা কাকে ইমেইল পাঠাতে চাই এবং ইমেইলের খসড়াও লিখে ফেলেছি। আজকে সবাই মিলে আমরা শ্রেণিকক্ষে বসেই ইমেইলটি লিখব।
সবাই মিলে যেহেতু একটি ইমেইল লিখব তাই যেকোনো একজনের ইমেইল ঠিকানা আমরা ব্যবহার করব। আমাদের সবার বয়স যেহেতু এখনও ১৩ বছর হয়নি, অনেকের হয়তো ব্যবহার কর। শিক্ষকের ইমেইল ঠিকানা ব্যবহার করলেও কাজটা কিন্তু আমরাই করব।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৮ সেশন ৫
প্রথমে আমরা একটি কাগজে (বই-এর পরবর্তী পৃষ্ঠায়) ইমেইলের মূল বক্তব্যটি লিখব। আমরা আমদের বাড়ির কাজ এর খসড়া ইমেইল থেকে লেখাগুলো নিয়ে এটি করতে পারি। এক্ষেত্রে শিক্ষকের সহায়তায় একজন ক্লাসের সামনে গিয়ে লেখার দায়িত্বটি নেবে, বাকি সবাই তাকে সাহায্য করবে।
অর্থাৎ কী লিখতে হবে তা বাকিরা একটি একটি বাক্য করে প্রস্তাব করবে। (লক্ষ্য রাখবে শ্রেণিকক্ষে যেন হইচই না হয়)। যে বাক্যটি ঠিক হচ্ছে, অর্থাৎ সামনের শিক্ষার্থী যা লিখছে তা আমি নিজেও নিজের বইতে লিখব। লেখা শেষ হলে, আমরা এবার পুরো লেখাটি কম্পিউটার ব্যবহার করে শ্রেণিকক্ষে লিখব। আমরা যাকে ইমেইলটি করব আমাদের শিক্ষক ইতিমধ্যে সেই প্রাপকের ইমেইল ঠিকানাটি জোগাড় করেছেন।
শিক্ষক কম্পিউটার খুলে তার নিজের ইমেইল ঠিকানাটি খুলে দেবেন, এরপর ‘New Email/ Compose এ ক্লিক করলে একটি নতুন বক্স আসবে। এরপর থেকে আমাদের কাজ, আমরা ইমেইলটি লিখব। শ্রেণিকক্ষের সবাই ২/৩ টি করে লাইন লেখার চেষ্টা করব। শ্রেণিকক্ষের সবাই যদি বাংলা টাইপ করতে না পারি, তাহলে যে পারে তার সহায়তায় আমরা অন্তত ২/৩ টি করে শব্দ হলেও লিখব ।
যদি শ্রেণিকক্ষের কেউই বাংলা টাইপ করতে না পারে, তাহলে পরবর্তী পৃষ্ঠায় যে ইমেইলটি লেখা হয়েছে শিক্ষক সেটির ছবি তুলে দেবেন। সেই ছবি আমাদের ইমেইলের ‘আ্যাটাচমেন্ট’ আকারে পাঠাব।৷ এক্ষেত্রে ইমেইল বডি বা মূল অংশের জায়গায় আমরা ইংরেজিতে সংক্ষেপে আমাদের পরিচয় লিখে অ্যাটাচমেন্ট দেখার অনুরোধ করব।
ইমেইলের সুবিধা:
মূল বইয়ের ১৩২ নম্বর পৃষ্ঠায় ইমেইল ব্যবহারের ৬টি সুবিধা উল্লেখ রয়েছে। এগুলোর পাশাপাশি আরো কয়েকটি সুবিধা নিজে খুঁজে বের করো।
- ব্যবহার করা সহজ। সহজে পাঠানো যায় ও গ্রহণ করা যায় এবং কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়।
- সবচেয়ে দ্রুত। মুহূর্তেই পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যায়।
- কোনো গ্রুপ লোকজনের সাথে দ্রুত যোগাযোগ করা যায়।
- ই-মেইলের সাথে এটাচ করে বিভিন্ন রকম ফাইল (অডিও, ভিডিও, লেখা- ইত্যাদি) পাঠানো যায়।
- একই মেইল সিসি (CC) করে অনেকের কাছে পাঠানো যায়।
- কাগজের ব্যবহার হয়না বিধায় পরিবেশের জন্য সহায়ক।
- ই-মেইলের মাধ্যমে খুব সহজেই কম খরচে কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যায়।
- সাধারণ প্রাপ্ত মেইলের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে কোনো উত্তর পাঠানোর ব্যবস্থা করা যায়।
তোমার যেকোনো একটি সমস্যা নিয়ে ইমেইল তৈরি করো:
To: abutaleb@gmail.com
CC: –
Subject: Requesting for multimedia facilities in the classroom.
Dear Sir,
We, the students of your school, beg to draw your attention to the fact that one new subject ‘Digital Technology’ has been done mandatory in our syllabus. So we need a classroom where there will be availability of computer, internet connection and other digital systems. You know that the present age is the age of computer and technology. So to compete with the whole world we need vast knowledge of them.
We, therefore, hope that you would be kind enough to take proper steps to provide multimedia facilities in our classroom to enrich our knowledge and oblige thereby.
Sincerely yours
Belal Hossain
Class 7, Roll: 5.
শিক্ষার্থীরা, তোমরা চাইলে বাংলা ভাষায়ও ইমেইলটি পাঠাতে পারবে। তোমাদের জন্য ইমেইলটি বাংলায় অনুবাদ করে দেওয়া হল:
জনাব,
আমরা, আপনার স্কুলের শিক্ষার্থীরা, আমাদের পাঠ্যসূচিতে একটি নতুন বিষয় ‘ডিজিটাল প্রযুক্তি’ বাধ্যতামূলক করা হয়েছে সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। তাই আমাদের একটি শ্রেণীকক্ষ প্রয়োজন যেখানে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য ডিজিটাল সিস্টেমের সহজলভ্যতা থাকবে। আপনি জানেন বর্তমান যুগ কম্পিউটার ও প্রযুক্তির যুগ। তাই সমগ্র বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের তাদের ব্যাপক জ্ঞানের প্রয়োজন।
তাই আমরা আশা করি, আমাদের জ্ঞান ও বাধ্যবাধকতাকে সমৃদ্ধ করার জন্য আমাদের শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া সুবিধা প্রদানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আপনি যথেষ্ট সদয় হবেন।
আন্তরিকভাবে
বেলাল হোসেন
ক্লাস ৭, রোল: ৫।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৮ সেশন ৫ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post