ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৯ সেশন ৩ : আমরা গত দিন একটি কাজ করেছিলাম যেখানে কোনো কোনো প্রযুক্তির পরিবর্তন আমার ভালো লাগে আর কোনোগুলো আমার ভালো লাগে না সেই মতামত দিয়েছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারব আমার সদস্যদের মতামতও কিছুটা ভিন্ন।
একটি কাজ করলে কেমন হয়, আমরা গত দিন সারনি ৯.১ এ কিছু পরিবর্তনের কথা বলেছি এবং নিজেদের মতামত দিয়েছি- কোনটি ভালো পরিবর্তন আর কোনোটি নয়। এখন শ্রেণিকক্ষের সকল জোড় রোল/আইডি নাম্বারের সবাই “নেতিবাচক পক্ষ’ এবং বিজোড় নাম্বারের সবাই ‘ইতিবাচক পক্ষ’ হয়ে দুই দল হয়ে যাবে। (সবাই যার জায়গায় বসে থাকব, স্থান পরিবর্তন করতে হবে না)।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৯ সেশন ৩
এখন শিক্ষক একটি একটি করে পরিবর্তনের কথা বলবেন। আর জোড় রোল নাম্বারের সবাই একজন করে হাত তুলে এঁ পরিবর্তনটি যে খারাপ পরিবর্তন তা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে। অন্যদিকে বিজোড় রোল নাম্বারের সবাই একজন করে হাত তুলে এঁ পরিবর্তনটি যে ভালো পরিবর্তন তা প্রমাণ করার চেষ্টা করবে।
উদাহরণ: শিক্ষক: বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার জোড় রোল নাম্বার: এটি ভালো পরিবর্তন নয়, এতে পরিবেশ দূষিত হয় ‘বিজোড় রোল নাম্বার: এটি ভালো পরিবর্তন, কারণ এতে আমাদের জীবনে বিভিন্ন উপকার হয়েছে। যুক্তির খেলা শুরু করার আগে একটি বিষয় জেনে রাখা ভালো: আমরা যখন অন্য দলের বিপক্ষে কথা বলব এর অর্থ হচ্ছে এঁ দল যে বিষয়ে কথা বলছে সে বিষয়ের বিপরীত যুক্তি দিয়ে কথা বলব আমরা
একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ করব না। আমাদের মধ্যে অনেক সময়ে বিভিন্ন মতবিরোধ তৈরি হতে পারে, একজনের পছন্দ বা মতামত আমার অপছন্দ হতে পারে, আমরা যখন নিজের মতামতকে সঠিক প্রমাণ করার জন্য অন্যকে নীচু করে কথা বলি, তখন এটিকে বলে খৃনা ছড়ানো।
আমাদের সাধারণ জীবনে এটি অনেকে করে থাকেন, আবার ইন্টারনেট ব্যবহার করেও এটি অনেকে করে থাকেন। ইন্টারনেট ব্যবহার করে ঘৃণা ছড়ানো কথা বললে সেটির ভয়াবহতা আরও অনেক গুণ বেড়ে যায়। ‘তাই আমরা আমাদের যুক্তি-তর্কের সময় লক্ষ্য রাখব, যুক্তি দিয়ে এবং তথ্য দিয়ে আমাদের মতামত প্রতিষ্ঠা করার বা সত্য প্রমাণ করার চেষ্টা করব। অন্যকে ব্যক্তিগত আক্রমণ বা মুখের কথায় আঘাত করে নয়।
যুক্তির খেলা (মূল বইয়ের ১৪৭ নম্বর পৃষ্ঠা)
যুক্তির খেলায় আমি হাত তুলে শিক্ষকের বলা পরিবর্তনগুলো সম্পর্কে যে যে যুক্তি দিয়েছি:
১. বাজার থেকে মাছ বা ফলমূল কিনতে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার।
বিপক্ষে যুক্তি: প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে পরিবেশের দূষণ হয়, পরিবেশ হুমকির মুখে পড়ে।
২. পড়াশোনা বুঝতে ইন্টারনেটের ব্যবহার।
পক্ষে যুক্তি: পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করলে পড়াশোনা সহজ হয়ে যায়। নতুন নতুন তথ্য সম্পর্কে জানা যায়।
৩. মঞ্চের পালাগান বা নাটকের পরিবর্তে ইন্টারনেটে বিনোদন নেওয়া।
বিপক্ষে যুক্তি: ইন্টারনেটে বিনোদন নেওয়ার ফলে আমাদের অতীত ঐতিহ্য ও সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে।
৪. মাঠে খেলার পরিবর্তে মোবাইল ফোনে সেটে ভিডিও গেমস খেলা।
বিপক্ষে যুক্তি: শুধু মোবাইল ফোনে ভিডিও গেমস খেললে শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়।
৫. উড়োজাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া।
পক্ষে যুক্তি: এমন প্রযুক্তি উদ্ভাবনে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন হয়েছে। যোগাযোগে সময় হ্রাস পেয়েছে।
৬. ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কলে কথা বলা।
পক্ষে যুক্তি: ভিডিও কলে কথা বলার মাধ্যমে আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে বন্ধু বা আত্মীয়-স্বজনদের সাথে একে অপরের চেহারা দেখে সাক্ষাত করতে পারি। এতে মনে হয় আমরা যেন সামনাসামনিই আছি।
৭. ইন্টানেটে ভিডিও দেখে কোনো রোগের চিকিৎসা করা।
বিপক্ষে যুক্তি: ইন্টারনেটে ভিডিও দেখে রোগের চিকিৎসা করা বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। এতে রোগীর প্রাণহানির আশঙ্কা থাকে।
দলগঠন: আমাদের কথা ছিল আমরা একটি দক্ষিণ এশিয়া মেলার আয়োজন করব। এখন শিক্ষক আমাদের ৭টি দলে ভাগ করে দেবেন । প্রতিটি দলকে শিক্ষক একটি করে দক্ষিণ এশিয়ার দেশ বাছাই করে দেবেন। আমাদের কাজ হবে প্রযুক্তির পরিবর্তনের ফলে ওই দেশে কী পরিবর্তন হয়েছে যেটি পৃথিবীর অন্যান্য স্বল্লোমত দেশ তাদের কাছে শিক্ষা নিতে পারে,’ তা খুঁজে বের করা। আমরা আজ থেকে আমার দল যে দেশ নিয়ে কাজ করবে, সে দেশ সম্পর্কে তথ্য অনুসন্ধান করা শুরু করব।
নিচের তালিকা থেকে যেকোনো একটি পরিবর্তনের উপর গুরুত্ব দেব:
১. শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন
২. চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন
৩. বিনোদনে পরিবর্তন
৪. পরিবেশ ও জলবায়ূর ভারসাম্য রক্ষায় পরিবর্তন
৫. কর্মসংস্থানে পরিবর্তন
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৯ সেশন ৩ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post