ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ৬ : পিনা বাবার সঙ্গে বসে সবগুলো সমস্যার সমাধান করেছে। এখন পিনা ভাবছে এলাকার সবাই কি জানে কীভাবে সাইবার ক্রাইম প্রতিরোধ করতে হয়? বাবা বলেন, এই যে তুই যেভাবে আমাকে জানালি, ঠিক সেভাবে এবার জানাবি সবাইকে । পিনা খুব চিন্তায় পড়ে গেলো কীভাবে সে সবাইকে জানাবে।
পরদিন ক্লাসে গিয়ে শিক্ষককে বিষয়টি জানাল। শিক্ষক বললেন, তোমাদের সমাজের সবাইকে জানানোর দায়িত্ব তোমাদের । তোমরা একটি নাটিকা বানাবে, যেখানে তোমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও করে এডিট করবে।
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ৬
তোমাদের মূল কাজ হবে সবাইকে জানানো সাইবার অপরাধ কী এবং কীভাবে নিরাপদ থাকা যায়। যদি মোবাইল ক্যামেরা না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই, তোমরা একটি নাটিকা বানিয়ে অভিনয় করবে। যেটি উপস্থাপন করা হবে সবার সামনে (শিক্ষক, পরিবারে সদস্য, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন। বার্ষিক অনুষ্ঠানে উপস্থাপন করবে।
পরিকল্পনা করা। যেখানে কিছু ঘটনা থাকবে সাইবার অপরাধ হওয়ার এবং সেখান থেকে উদ্ধার পাওয়ার উপায়। এই নাটিকার মাধ্যমে আমরা আসলে সমাজের সকলকে সাইবার অপরাধ সম্পর্কে জানাব । সবাই যেন সাইবার অপরাধ থেকে নিজে নিরাপদ থাকে এবং অন্যকে নিরাপদ রাখে।
দলে ভাগ হয়ে নাটিকাটির পরিকল্পনা সক্ষেপে লিখি: (মূল বইয়ের ৭০ নম্বর পৃষ্ঠা)
পরিকল্পনা: নাটিকায় অংশগ্রহণের জন্য ৩ সদস্য বিশিষ্ট ১ট কাজ করবে। পরিকল্পনা অনুযায়ী তারা নিচের সংলাপগুলো উপস্থাপনের মধ্য দিয়ে নাটিকায় অংশগ্রহণ করবে।
নাটিকা
হাসান: আমি বিকাশ থেকে নাহিদ বলছি। আমার বিকাশ অ্যাকাউন্টে একটি সমস্যা হয়েছে। আপনার অ্যাকাউন্টটি ঠিক করার জন্য অ্যাকাউন্টের পিন নম্¦র লাগবে। দয়া করে আপনার অ্যাকাউন্টের পিন নম্বরটি বলুন।
সুজন: হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি এখনই বলছি।
মীনা: থামুন! ইনি একজন প্রতারক। ইনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে আপনার আর্থিক ক্ষতিসাধন করতে পারেন। তাই কখনোই নিজের অ্যাকাউন্টের পিন কারো সাথে শেয়ার করবেন না।
সুজন: সত্যিই তো। আমি একদমই বুঝতে পারিনি। খুব বাঁচা বেঁচে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ মীনা।
বিশেষ দ্রষ্টব্য: শিক্ষার্থীরা, এরকম আরো কিছু কাহিনী নিয়ে তোমরা অভিনয় করে দেখানোর চেষ্টা করবে।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৪ সেশন ৬ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post