ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৫ সেশন ৩ : আমরা বাসায় গিয়ে বেশকিছু সমস্যার তালিকা তৈরি করেছিলাম যে সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব। এবারে আমরা একটি সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম লিখব। তার আগে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে-
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৫ সেশন ৩
১. শিক্ষক পুরো ক্লাসের সবাইকে নিয়ে মোট ছয়টি ভিন্ন দলে ভাগ করে দেবেন।
২. প্রতিটি দলের সকল সদস্য নিজেদের লেখা বিভিন্ন সমস্যা যেগুলো প্রযুক্তি দিয়ে বিশেষ করে কোনো রোবট দিয়ে) সমাধান করা যায় সেগুলোর তালিকা একসঙ্গে করবে।
৩. এবারে নিজেরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে একটি সমস্যা বাছাই করতে। এই সমস্যা নিয়েই পরবর্তী সেশনগুলোতে আমরা কাজ করব।
৪. সমস্যা নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা দলের একাধিক শিক্ষার্থীর তালিকায় ছিল সেটিকে প্রাধান্য দেওয়া যেতে পারে।
৫. এবারে নির্বাচন করা সমস্যা সমাধানের ধাপগুলো অর্থাৎ অ্যালগরিদম আলোচনা করে লিখে ফেলি। মনে রাখতে হবে, অ্যালগরিদম এমনভাবে লিখতে হবে যেন একটি রোবটকে সেই ত্যালগরিদম দিলে অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করে রোবটটি পুরো কাজটি করে ফেলতে পারে। যেমন আমরা এর আগে আগুন নেভানোর জন্য রোবটের ব্যবহার সম্পর্কে জেনেছিলাম । তুমি যদি আগুন নেভানোর একটি রোবট হতে তাহলে তোমার কাজ করার আ্যালগরিদম কেমন হতো?
সমস্যা – আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা
অ্যালগরিদম
১ম ধাপ। প্রথমে রোবট চালু করি;
২য় ধাপ। রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি;
৩য় ধাপ। যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে ৪র্থ ধাপে চলে যাই। আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে, তাহলে রোবটের পাইপ দিয়ে পানিপ্রবাহ করি, আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি।
৪র্থ ধাপ। কাজ শেষ ।
এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি
এবার নিজের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম লিখে ফেলি— (মূল বইয়ের ৮১ নম্বর পৃষ্ঠা)
আমার নিজের দলের নির্বাচন করা সমস্যা: নদীতে একটি যাত্রীবাহি লঞ্চ ডুবে গেছে। উক্ত লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধারে রোবট ব্যবহার করতে হবে। এই বিষয়বস্তু ও সমাধানের অ্যালগরিদম নিচে লেখা হল।
অ্যালগরিদম—
১ম ধাপ: প্রথমে রোবট চালু করি;
২য় ধাপ: রোবটটি নদীর গভীরে প্রেরণ করি এবং রোবটে লাগানো ৪টি ক্যামেরা দিয়ে চারদিকের অবস্থা পর্যবেক্ষণ করি; (পর্যবেক্ষণ চলাকালে রোবটটি বিভিন্ন আপডেট তথ্য পাঠাবে।)
৩য় ধাপ: লঞ্চটি ডুবে যাওয়া স্থানে কিছু আছে কিনা, রোবটটি তা খুঁজবে। খুঁজে পেলে উদ্ধার করে উপরে চলে আসবে;
৪র্থ ধাপ: খুঁজে না পেলে নির্দিষ্ট সময় পর উপরে চলে আসবে;
৫ম ধাপ: কাজ শেষ।
আরো দেখো: ডিজিটাল প্রযুক্তি সবগুলো অধ্যায়ের উত্তর
সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে তোমার ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি শিখন অভিজ্ঞতা ৫ সেশন ৩ উত্তর সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post