অনলাইনে খুঁটিনাটি কাজ বা মার্কেটিং এর কাজ যারা করে থাকেন তাদের অনেকেরই ডোমেইন হোস্টিং সম্পর্কে ধারণা রয়েছে।কিন্তু এমন অনেকেই আছেন যারা ডোমেইন ও হোস্টিং কি এই বিষয়ে জানেন না। বর্তমান সময়ে কেউ যদি অনলাইনের মাধ্যমে তার ব্যবসাকে পরিচালনা করতে চান তাহলে অবশ্যই ডোমেইন হোস্টিং এর প্রয়োজন রয়েছে।
ডোমেইন হোস্টিং ছাড়া কোনভাবেই অনলাইনে কাস্টমাররা আপনার ব্যবসার উপর বিশ্বাস রাখতে পারবেনা। তাই ডোমেইন হোস্টিং একজন মার্কেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে ডোমেইন হোস্টিং কি,ডোমেইন হোস্টিং কেন গুরুত্বপূর্ণ, সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা এই বিষয়ে আলোচনা করা হবে।তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক।
ডোমেইন হোস্টিং কি
ডোমেইন হচ্ছে ইংরেজি শব্দ। ডোমেইন নামটির বাংলা অর্থ হচ্ছে স্থান বা ঠিকানা যা সাধারণত ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে।অনেকে ডোমেইন বলতে কোন ওয়েবসাইট নামকে বুঝে থাকেন।অনেকেই হয়তো জানেন না প্রত্যেকটি ওয়েবসাইটের একটি করে আইপি এড্রেস থাকে যা অনেকের পক্ষে বলে রাখা কষ্টকর। যার কারনে মনে রাখার সুবিধার জন্য আইপি এড্রেসের পরিবর্তে ডোমেইন নেম ব্যবহার করা হয়ে থাকে।
ধরুন অনলাইনে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন বলে ভাবছেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটি ডোমেইন নিতে হবে।ডোমেইন নেমের মধ্যে অনেক ধরনের রয়েছে যেমন- .com, .info, .org, .xyz এবং me আরো অনেক ধরনের নেম রয়েছে। ইউজার পছন্দ ভেদে নিজেদের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম সাজেস্ট করে সিলেক্ট করে থাকেন ।
হোস্টিং কি
হোস্টিং হচ্ছে এমন এক ধরনের সার্ভিস যার মাধ্যমে আমরা যেকোনো ব্লগ বা ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে চালু করতে পারি।হোস্টিং সাধারণত কোন ওয়েব প্রোভাইডারদের কাছ থেকে নেওয়া হয়।
হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে যখন হোস্টিং নিয়ে থাকি তখন ইন্টারনেটের ওয়েব সার্ভারে আমাদের ওয়েবসাইটের জন্য কিছুটা জায়গা দেওয়া হয়। ওয়েব সার্ভারটি হচ্ছে মূলত এমন এক ধরনের কম্পিউটার যা সকল সময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে।
এই স্থানে আমরা নিজেদের ভিডিও, অডিও, ইমেজ, আরো অনেক কিছু আপলোড করতে পারি।ওয়েব সার্ভার সকল সময় ইন্টারনেটের সাথে জড়িত থাকার কারণে আমাদের ব্লগ বা ওয়েবসাইট থেকেও ইন্টারনেটের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এক্সেস করা যায়।
ওয়েব সার্ভার এর সাথে ডোমেইন নেম কানেক্ট হওয়ার ফলে যেকোনো ইন্টারনেটের সাথে জড়িত মোবাইল বা কম্পিউটারের দ্বারা ওয়েব সার্ভারে থাকা ভিডিও ও অন্যান্য তথ্য দেখতে পারেন। আশাকরি এতক্ষণে হোস্টিং কি এই বিষয়ে মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন।
সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা
অনেকে সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা খুঁজে থাকেন। কেননা আপনাকে যদি কোন একটি ওয়েবসাইট রান করাতে হয় তাহলে ডোমেন হোস্টিং কোন না কোন হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে নিতে হবে। শুধু ডোমেইন হোস্টিং নিলেই হবে না যেখান থেকে সার্ভিসটি নিচ্ছেন সেই কোম্পানিটি কতটুকু বিশ্বস্ত সেটা যাচাই-বাছাই ও করতে হবে।নিচে বর্তমান সময়ে খুবই বিশ্বস্ত এবং সেরা সুযোগ-সুবিধা দেওয়া কয়েকটি ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা দেওয়া হলোঃ-
Namecheap
নেমচিপ হচ্ছে সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি ওয়েব হোস্টিং কোম্পানি।নেমচিপের ভাষ্যমতে তারা বর্তমানে ৩০ লক্ষ ব্যবহারকারীর ৭০ লক্ষ ডোমেইন নিয়ন্ত্রণ করে থাকেন।দীর্ঘ কয়েক বছর ধরে নেমচিপ তাদের গ্রাহকদের ডোমেইন ও হোস্টিং পরিষেবা দিচ্ছে। যারা ইন্টারনেটে ওয়েবসাইট তৈরি করতে চান তাদের মধ্যে অনেকেই নেমচিপ থেকে ডোমেইন ও হোস্টিং ক্রয় করে থাকেন।
কেননা নেমচিপ কোম্পানি সকল সময়েই তাদের ইউজারদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে এবং ব্যবহারকারীরা হোস্টিং ও ডোমেইন ব্যবহার করার মাধ্যমে উন্নতর সেবা পেয়ে থাকেন।নেমচিপ কোম্পানির হোস্টিং যারা ব্যবহার করে থাকেন তাদের ওয়েবসাইট খুবই দ্রুত সময়ের মধ্যে লোড নিয়ে থাকে। তাছাড়া এই কোম্পানি থেকে ডোমেইন নেওয়ার আরো অনেক সুবিধা রয়েছে।
Godaddy
Godaddy হচ্ছে বিশ্বের খুবই জনপ্রিয় আরেকটি ডোমেইন রেজিস্টার কোম্পানি। এই কোম্পানিটির দীর্ঘদিন ধরে তাদের কাস্টমারদেরকে সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা দিয়ে আসছে। হোস্টিং ব্যবহারকারীরা যদি নিরাপত্তার দিক থেকে বিবেচনা করে থাকে তাদের জন্য Godaddyঅসাধারণ হতে পারে।
এখান থেকে আপনারা ডোমেইন সেবা সহ হোস্টিং এর অনেক ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। তাছাড়া এই কোম্পানিটি অনেক সময় তাদের ইউজারদের জন্য দারুণ সব ডিসকাউন্ট অফার নিয়ে আসে যার মধ্যে ডোমেইন হোস্টিং কিনলে খরচের পরিমাণ অনেক কমে যায়।তাই ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডারদের কাছ থেকে ডোমেইন-হোস্টিং সার্ভিস পেতে চাইলে go daddy কে নিজের পছন্দের তালিকায় রাখতে পারেন।
Hostpink.com
Hostpink হচ্ছে বাংলাদেশী খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট ডোমেইন হোস্টিং ক্রয় করার জন্য।ওয়েবসাইটটি দীর্ঘ সময় ধরে সততার সাথে তাদের গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে আসছে। এই ওয়েবসাইট থেকে গ্রাহকরা চাইলে খুবই সাশ্রয়ী মূল্যে ডোমেইন হোস্টিং ক্রয় করতে পারবেন।
উক্ত ওয়েবসাইট থেকে নেওয়া হোস্টিং খুব সহজেই আপনার ওয়েবসাইটের গতিকে বাড়িয়ে দেবে এবং ইউজাররা আপনার ওয়েবসাইটে এসে দারুণ অভিজ্ঞতা পাবে । ওয়েব সাইটটিতে আপনারা অনেক ধরনের হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন এবং এখান থেকে চাইলে মাসিক ও বছর মেয়াদে হোস্টিং ক্রয় করতে পারবেন। এই কোম্পানিটি তাদের ইউজারদের সার্ভিসের উচ্চতর নিরাপত্তা প্রদান করে থাকে।
ওয়েব সাইটটিতে রয়েছে ২৪ ঘন্টা সহায়তা সাপোর্ট যার মাধ্যমে কোন ইউজার কোন ধরনের সমস্যায় পড়লে লাইভ চ্যাটের মাধ্যমে তাদেরকে জানাতে পারেন। তাই যারা ভালো কোম্পানি থেকে সার্ভিস নিতে চান তারা চাইলে hostpink.com থেকে নিতে পারেন।
hostever.com
বাংলাদেশের হোস্টিং কোম্পানি গুলোর মধ্যে এটা অনেক জনপ্রিয়। hostever কোম্পানিটি থেকে খুবই অল্প টাকায় ডোমেইন হোস্টিং নেওয়া যায়।এই ওয়েবসাইটটির অনেক বিদেশি ইউজার রয়েছে যারা নিয়মিত এখান থেকে সার্ভিস নিয়ে থাকেন। তাছাড়া এই ওয়েবসাইট থেকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে ব্যবহার করছেন বাংলাদেশের হাজার হাজার ইউজার।
যারা এই ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং কিনতে চান তারা চাইলে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে সার্ভিস নিতে পারবেন।তাছাড়া বাইরে থেকে ডলারে পেমেন্ট করে hostever থেকে ডোমেইন হোস্টিং কেনা যাবে।
বর্তমানে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি কোনটি?
বাংলাদেশে এখন কয়েকটি বিশ্বস্ত ডোমেন হোস্টিং কোম্পানি রয়েছে যারা দীর্ঘদিন ধরে কাস্টমারদের কে সুন্দর সার্ভিস দিয়ে আসছে। এই কোম্পানিগুলোর মধ্যে hostpink অন্যতম। এখান থেকে চাইলে খুবই স্বল্প দামে ফুল কন্ট্রোল প্যাকেজে ডোমেন-হোস্টিং কিনতে পারবেন।
হোস্টিং কেনার পর যদি কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে ওয়েবসাইটটিতে পাচ্ছেন ২৪ ঘন্টা কাস্টমার সাপোর্ট। অর্থাৎ লাইভ চ্যাটের মাধ্যমে সরাসরি এক্সপার্টদের সাথে কথা বলতে পারবেন এবং সমস্যাগুলোর সমাধান করতে পারবেন।
তাছাড়া এদের রয়েছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল যেখান থেকে কাস্টমাররা আরো অনেক সাপোর্ট পাবেন। তাই যদি কম দামে ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে অবশ্যই hostpink থেকে নিতে পারেন।
ডোমেইন-হোস্টিং কেনার আগে কিছু কথা
ডোমেইন-হোস্টিং কেনার আগে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কোন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিই তাহলে কোন সমস্যা হবে না।
কোন ওয়েবসাইট থেকে যদি ডোমেইন অথবা হোস্টিং কিনতে চান তাহলে অবশ্যই সেই হোস্টিং কোম্পানির সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিতে হবে।অর্থাৎ এরা কত বছর ধরে সার্ভিস দিচ্ছে, এদের কাস্টমার হেল্পলাইন সুবিধা কেমন, কতটা জনপ্রিয়, ভবিষ্যতে কোম্পানিটির টিকে থাকবে কিনা এই বিষয়গুলো সম্পর্কে আগে ভালোভাবে রিসার্চ করে নিতে হবে। তারপরে সেই হোস্টিং প্রোভাইডারের ওয়েবসাইট থেকে ডোমেইন অথবা হোস্টিং কিনতে পারেন।
সাধারণত অনেক কোম্পানি রয়েছে যারা রিইনু চার্জ অনেক বেশি নিয়ে থাকে।তাছাড়া এমন অনেক হোস্টিং প্রোভাইডার রয়েছে যারা প্রথমে খুবই অল্প টাকায় আপনাকে ডোমেইন-হোস্টিং দিবে পরবর্তীতে রিইনু করার জন্য আপনাকে অনেক বেশি অর্থ প্রদান করতে হচ্ছে।
আবার দেখা যায় অনাকাঙ্ক্ষিত কারণবশত ডোমেইন হোস্টিংয়ের রিইনু চার্জ অনেক বেড়ে যায়। তাই অবশ্যই এই বিষয়টা সম্পর্কে ডোমেইন হোস্টিং কেনার আগে স্বচ্ছ ধারণা নিয়ে নিতে হবে।
আপনি ডোমেইন হোস্টিং কিনে সমস্ত কন্ট্রোল প্যানেল পাচ্ছেন কিনা এই বিষয়ে আপনাকে জেনে নিতে হবে। অনেক কোম্পানি রয়েছে যারা ডোমেইন হোস্টিং কেনার পরও কাস্টমারদেরকে সম্পূর্ণ এক্সেস দেয় না।যার কারণে নিরাপত্তা জনিত একটি সমস্যা থেকেই যায়।তাই অবশ্যই ডোমেইন হোস্টিং কেনার আগে এই বিষয়টা সম্পর্কে জেনে নিতে হবে।
আরো দেখুন: অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়
শেষ কথা
আশা করি পোস্টটি যারা বিস্তারিত ও মনোযোগ সহকারে পড়েছেন ডোমেন হোস্টিং কি ও সেরা ওয়েব হোস্টিং কোম্পানির তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। তারপরেও যদি এই বিষয় সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।পোস্টটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।ধন্যবাদ।
Discussion about this post