চিড়িয়াখানা পরিদর্শন শিক্ষার্থীদের জ্ঞান, কল্পনা ও বাস্তব অভিজ্ঞতার এক দারুণ সংমিশ্রণ। ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লিখন বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে একটি জনপ্রিয় ও পরীক্ষায় সম্ভাব্য টপিক। এখানে শিক্ষার্থীরা প্রাণীদের বৈচিত্র্য, পরিবেশ এবং দর্শনার্থীদের অভিজ্ঞতা বর্ণনা করতে পারে সহজ ও সাবলীল ভাষায়।
বিষয়টি চর্চার মাধ্যমে লেখা সুন্দর, আকর্ষণীয় ও নম্বর উপযোগী করা সম্ভব। তাই কোর্সটিকায় আমরা উপস্থাপন করেছি এই বিষয়ভিত্তিক প্রশ্ন ও গাইডলাইন। সৃজনশীলতা ও বাস্তব অভিজ্ঞতার চর্চায় প্রস্তুতি নাও—কোর্সটিকায়।
ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লিখন
২২ জানুয়ারি, ২০২৫
পূর্ব পরিকল্পনা অনুসারে আজ আমি, নয়ন, অপূর্ব ঢাকা চিড়িয়াখানা (মিরপুর) পরিদর্শনে গিয়েছিলাম। সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে আমরা মিরপুর জাতীয় স্টেডিয়ামের গেটে মিলিত হলাম। সেখান থেকে রিকশা কর চিড়িয়াখানা গেট। যথারীতি টিকেট করে ভিতরে ঢুকলাম। এখানে বহুবার এসেছি। সেসব আসার পেছনে আনন্দের বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আজকে আসার মূল কারণ বিভিন্ন প্রাণীর নাম, বৈশিষ্ট্য এবং তাদের আহার ও পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। শুক্রবার বলেই কিনা জানি না, লোকজনের প্রচুর ভিড়। এত মানুষের ভিড়ের মধ্যে নোটবুকে প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে।
এখানে বাগজ, সিংহ প্রভৃতি প্রাণীকে যথেষ্ট সতেজ মনে হয় নি, কেমন যেন নেতিয়ে পড়েছে। প্রয়োজনীয় খাবার, পরিবেশ ও যতেœর অভাবেই হয়তো তা হয়েছে। হাতির অবস্থাও তাই। ময়ূর, জেব্রা, জিরাফ দেখে মুগ্ধ হলাম। দুর্গন্ধের জন্য বাঁনরের খাঁচার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। অজগর সাপ, কুমির প্রভৃতি থাকার পরিবেশ আরও যথার্থ হওয়া দরকার। ঘুরে ঘুরে নানা রকম দেশি বিদেশি জীবজন্ত দেখে দুপুরের খাবার খেলাম দুপুরের অনেক পরে। বিকেলে বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়লাম। নয়ন ফোন করে জানাল সন্ধ্যায় আর বের হবে না। আমি অপূর্বকে খবরটা জানিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম।
আরও দেখো—এইচএসসি বাংলা ২য় পত্রের উত্তরসহ সাজেশন
ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন আমার জীবনের একটি আনন্দঘন ও শিক্ষামূলক অভিজ্ঞতা ছিল। এখানে গিয়ে বিভিন্ন প্রাণী দেখা ও তাদের সম্পর্কে জানা সত্যিই মজার এবং শিক্ষণীয় ছিল। এই অভিজ্ঞতা দিনলিপিতে তুলে ধরলে তা হয়ে ওঠে প্রাণবন্ত ও বাস্তবসম্মত।
“ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি” শিক্ষার্থীদের শুধু লেখার দক্ষতা নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসাও বাড়িয়ে তোলে। কোর্সটিকার সহায়তায় এমন বাস্তবধর্মী অভিজ্ঞতা সহজ ভাষায় প্রকাশ করা আরও সহজ হয়ে ওঠে। তাই শেখো ও লিখে প্রকাশ করো—স্মরণীয় দিনগুলো দিনলিপিতে তুলে ধরো কোর্সটিকাতে।
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে তোমাদের জন্য চূড়ান্ত সাজেশন হিসেবে ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লিখন আলোচনা করা হয়েছে। শতভাগ কমন পাওয়ার জন্য এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো।
Discussion about this post