প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু লাখো শিক্ষার্থী খ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তুমিও যদি তাদের একজন হয়ে থাকো, তাহলে আজকের আলোচনা তোমরা জন্য গুরুত্বপূর্ণ হতে চলছে। আজ অমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf শেয়ার করবো। পাশাপাশি উত্তরপত্রও দেব অনুশীলনের জন্য।
এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের বিগত ১০ বছরের প্রশ্নব্যাংক তোমাদের সামনে উত্তরসহ তুলে ধরছি। এরমধ্যে রয়েছে সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf
১। জাতীয়তাবাদের উপাদান নয়-
ক. ভাষা
খ. ধর্ম
গ. রাজনীতি
ঘ. ভৌগোলিক ঐক্য
২। যে কারণে সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে MDG অর্জনের জন্য পুরস্কৃত করেছে-
ক. ক্ষুধা ও দারিদ্র নিবারণ
খ. সার্বজনীন প্রাথমিক শিক্ষায় কৃতিত্ব অর্জন
গ. শিশু মৃত্যু হ্রাস
ঘ. লিঙ্গ সাম্য উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন
৩। বিচারপতি এ.বি.এম. খায়রুল হক বাংলাদেশে কততম প্রধান বিচারপতি?
ক. ১৬তম
খ. ১৭তম
গ. ১৮তম
ঘ. ১৯তম
৪। বিডিআর হত্যাকান্ড সংঘটিত হয়-
ক. ২১শে ফেব্রুয়ারি ২০০৭
খ. ২৩শে ফেব্রুয়ারি ২০০৮
গ. ২৪শে ফেব্রুয়ারি ২০০৯
ঘ. ২৫শে ফেব্রুয়ারি ২০০৯
৫। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?
ক. সাতটি
খ. ছয়টি
গ. পাঁচটি
ঘ. আটটি
৬। বাংলাদেশে কোন্ সালে বিজ্ঞান ও আইসিটি (বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি) মন্ত্রণালয় স্থাপন করা হয়?
ক. ২০০০
খ. ২০০২
গ. ২০০৭
ঘ. ২০০৯
৭। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন্ ঘটনাটি প্রথম ঘটেছিল?
ক. আওয়ামী লীগের ছয় দফা ঘোষণা
খ. আগরতলা ষড়যন্ত্র মামলা
গ. ভারত-পাকিস্তান যুদ্ধ
ঘ. উনিশ দফা আন্দোলন
৮। দীর্ঘকাল মাটির নিচে অবরুদ্ধ থাকার পর ৩৩ জন খনিশ্রমিককে উদ্ধার করা হয়েছে-
ক. চীনে
খ. বলিভিয়াতে
গ. চিলিতে
ঘ. পেরুতে
৯। BIMSTEC-এর পূর্ণরূপ
ক. বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার শ্রীলঙ্কা তাইওয়ান ইকোনোমিক কো-অপারেশন
খ. বাংলাদেশ ইন্ডিয়া মিনিস্টেরিয়াল স্ট্র্যাটেজিক টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কমিটি
গ. দি বে অব বেঙ্গল ইনিসেয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কো-অপারেশন
ঘ. বাংলাদেশ ইন্ডিয়া মিলিটারি স্ট্র্যাটেজিক টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কমিটি
১০। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত তারিখে গঠিত হয়?
ক. ১৫ই অক্টোবর ১৯৪৭
খ. ৩০শে জানুয়ারি ১৯৫২
গ. ২০ শে ফেব্রুয়ারি ১৯৫২
ঘ. ২১শে ফেব্রুয়ারি
১১। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল-
ক. ফ্রান্স
খ. নেদারল্যান্ড
গ. ইংল্যান্ড
ঘ. রাশিয়া
১২। সেমুতাং গ্যাসক্ষেত্র অবস্থিত-
ক. বান্দরবনে
খ. খাগড়াছড়িতে
গ. সুনামগঞ্জে
ঘ. রাঙ্গামাটিতে
১৩। পাটের জীবনরহস্য উদ্ভাবনকারী দলের নেতা-
ক. মোঃ জলিল
খ. কুদরত-ই-খুদা
গ. মাকসুদুল আলম
ঘ. নুরুল ইসলাম
১৪। সামাজিক নেটওয়ার্কিং সাইট-
ক. সুপাবাগ
খ. কাল
গ. টুইটার
ঘ. ফ্লিকার
১৫। প্রিস্টিনা কোন্ দেশের রাজধানী?
ক. ক্রোয়েশিয়া
খ. কসোভো
গ. মেসিডোনিয়া
গ. জর্জিয়া
১৬। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে-
ক. ১৫-১৯ শে মার্চ ২০১১
খ. ১-১৫ই ডিসেম্বর ২০১১
গ. ১৬-২০ শে মার্চ ২০১২
ঘ. ১৭-২১শে মার্চ ২০১২
১৭। আওয়ামী লীগের ঐতিহাসিক ‘ছয় দফা’-র প্রথম দফা-
ক. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
খ. ধর্মনিরপেক্ষতা
গ. স্বতন্ত্র মুদ্রা
ঘ. প্রাদেশিক স্বায়ওশাসন
১৮। বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয়-
ক. গারো
খ. মণিপুরী
গ. রোহিঙ্গা
ঘ. সাঁওতাল
১৯। বুলবুল আহমেদ ছিলেন একজন-
ক. ক্রিকেট খেলোয়াড়
খ. গায়ক
গ. সংসদ সদস্য
ঘ. অভিনেতা
২০. নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
ক. ধীরেন্দ্র
খ. জ্ঞানেন্দ্র
গ. বীরেন্দ্র
ঘ. মহেন্দ্র
২১। ‘দেশ ভাল হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভাল হয়’-বলেছিলেন-
ক. আব্রাহাম লিংকন
খ. আইজাক নিউটন
গ. বার্ট্রান্ড রাসেল
ঘ. পন্ডিত নেহেরু
২২। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূল প্রবক্তা-
ক. জন স্টুয়ার্ট মিল
খ. জেমস্ মিল
গ. জন লক
ঘ. জেরেমি বেন্থাম
২৩। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে থাকে-
ক. ২রা আগস্টে
খ. ৫ই আগস্টে
গ. ৭ই আগস্টে
ঘ. ১৯শে আগস্টে
*সঠিক উত্তর – ৯ই আগস্ট
২৪। ‘এটাও ইতিহাসের শিক্ষা যে, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’-কথাটি বলেছেন-
ক. উইস্টন চার্চিল
খ. নেপোলিয়ান বোনাপার্ট
গ. বিসমার্ক
ঘ. কার্ল মার্কস্
২৫। ‘টেস্ট টিউব বেবি’ পদ্ধতির জনক-
ক. ইগর কুজনেতসভ
খ. উচিতা ও’হারা
গ. রবার্ট এডওয়ার্ডস্
ঘ. নাইজেল ম্যাক্লিনান
২৬। ফরাসি বিপ্লবের মেয়াদকাল-
ক. ১৮৮৯-১৮৯৯
খ. ১৭৮৯-১৭৯৯
গ. ১৭৭৬-১৭৮৬
ঘ. ১৮৮৬-১৮৬৯
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf
২৭। নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত-
ক. কলকাতা বিশ্ববিদ্যালয়
খ. মুম্বাই বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
২৮। ২০১০ সালে কোন্ ভাষার লেখক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. স্প্যানিশ
খ. ইংরেজি
গ. পর্তুগিজ
ঘ. ফরাসি
২৯। বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা-
ক. প্লানিং কমিশন
খ. অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
ঘ. জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
৩০। নরওয়ের মুদ্রার নাম-
ক. ইউরো
খ. গিল্ডার
গ. ক্রোনা
ঘ. লিরা
৩১। ‘এ্যানথ্রাক্স’ শব্দটির মূল ভাষা-
ক. ইংরেজি
খ. ফরাসি
গ. গ্রীক
ঘ. লাতিন
৩২। ২০১১ সালে সার্ধশত জন্মবার্ষিকী পালিত হবে
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের
খ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের
গ. মীর মশাররফ হোসেনের
ঘ. প্রমথ চৌধুরীর
৩৩। এভারেস্ট-বিজয়ী মূসা ইব্রাহিম জানিয়েছেন, এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য-প্রস্থ হলো
ক. ২৫ ফুট ও ৮ ফুট
খ. ৩০ ফুট ও ৬ ফুট
গ. ৩৫ ফুট ও ৭ ফুট
ঘ. ৪০ ফুট ও ১০ ফুট
৩৪। বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স
ক. ০ থেকে ৮ বছর
খ. ১ থেকে ১০ বছর
গ. জন্ম থেকে ১৮ বছর
ঘ. ১ থেকে ১২ বছর
৩৫। জাতিসংঘের নারীউন্নয়ন বিষয়ক তহবিলের নাম-
ক. ইউনিফেম
খ. সমতা তহবিল
গ. ইউএন উইমেন
ঘ. জেন্ডার সমতা তহবিল
৩৬। বাংলাদেশের সদ্যঘোষিত নতুন বিভাগ-
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. বরিশাল
ঘ. কুমিল্লা
৩৭। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হল-
ক. সম্পত্তির রাষ্ট্রীয় মালিকানা
খ. সম্পত্তির ব্যক্তি মালিকানা
গ. সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা
ঘ. ব্যক্তিগত সম্পত্তির যৌথ মালিকানা
৩৮। বাংলাদেশ সংবিধানে বাঙালি জাতীয়তা বাংলাদেশী জাতীয়তা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যে সংশোধনীতে-
ক. তৃতীয় সংশোধনী
খ. চতুর্থ সংশোধনী
গ. পঞ্চম সংশোধনী
ঘ. সপ্তম সংশোধনী
৩৯। অর্থ সরবরাহ বেড়ে গেলে
ক. দেশের উন্নয়ন হয়
খ. শ্রমিকের মজুরি বাড়ানো যায়
গ. মূল্যস্ফীতি হয়
ঘ. কর হ্রাস করা সম্ভব হয়
৪০। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন-
ক. ফজলে হাসান আবেদ
খ. ড. মুহাম্মদ ইউনুস
গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ. এফ. আর. খান
৪১। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন-
ক. কেশবচন্দ্র সেন
খ. দীনেশচন্দ্র সেন
গ. হীরালাল সেন
ঘ. রজনীকান্ত সেন
৪২। প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে
ক. ন্যাপ
খ. ডিপিই
গ. এনসিটিবি
ঘ. পিটিআই
৪৩। ইউএনবি কী?
ক. একটি বিদেশী সংস্থা
খ. একটি ঔষধ কোম্পানি
গ. একটি বহুজাতিক কোম্পানি
ঘ. একটি সংবাদ সংস্থা
৪৪। বাংলাদেশ যে দেশের কাছে কৃষি জমি ইজারা চেয়েছে
ক. সেনেগাল
খ. আর্জেন্টিনা
গ. নিউজিল্যান্ড
ঘ. ব্রাজিল
৪৫। ‘মাইলপোস্ট’ নাটকটি লিখেছেন-
ক. সাঈদ আহমেদ
খ. সেলিম আল দীন
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. আব্দুল্লাহ্ আল মামুন
৪৬। ‘বাংলাওয়াশ’ ঘটেছে-
ক. ১৬ই অক্টোবর ২০১০
খ. ১৭ই অক্টোবর ২০১০
গ. ১৮ই অক্টোবর ২০১০
ঘ. ১৯শে অক্টোবর ২০১০
৪৭। ‘প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি’ বইটির লেখক-
ক. আবু সাঈদ চৌধুরী
খ. ফারুক চৌধুরী
গ. বেলাল চৌধুরী
ঘ. শামসুল হুদা চৌধুরী
৪৮। ২০১০-২০১১ অর্থ বছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে
ক. ৩৫,০০০/- কোটি টাকা
খ. ৩৭,০০০/-কোটি টাকা
গ. ৩৮,৫০০/- কোটি টাকা
ঘ. ৩৯,০০০/- কোটি টাকা
৪৯। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ
ক. ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. সিপাহী বিদ্রোহ
ঘ. আগস্ট (১৯৪২) বিদ্রোহ
৫০। ২০১১-তে দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় স্বাগতিক দেশ হিসেবে ভূমিকা পালন করবে না
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. শ্রীলঙ্কা
►► আরো দেখো: বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাজেশন
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোর্সটিকার তৈরি এই প্রশ্নব্যাংকে তোমরা বিগত ১০ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন ব্যাংক pdf উত্তরসহ পেয়ে যাচ্ছো। পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংকটি এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post