তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর : এই কবিতাটি প্রকৃতির সৌন্দর্য ও কল্পনার মিশেলে লেখা হয়েছে। এতে এক পায়ে দাঁড়িয়ে থাকা একটি গাছের উড়তে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। গাছটি আকাশের দিকে উঁকি দেয়, মেঘ ভেদ করে উড়তে চায়।
কিন্তু ডানা নেই, তাই পাতাগুলোই যেন তার ইচ্ছার প্রতীক। বাতাসে দুলে ওঠে, যেন উড়তে চায়। কিন্তু বাতাস থেমে গেলে গাছটি বুঝতে পারে, তার শিকড় মাটিতেই। তখন সে আবার নিজের অবস্থান ভালোবাসতে শুরু করে।
তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর
এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে
ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার,
মনে মনে ভাবছে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থখর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ও,
মনে মনে আকাশেতে বেড়িয়ে
তারাদের এড়িয়ে
তার পরে যেন কোথা যাবে ও।
হাওয়া যেই নেমে যায়,
পাতা-কাঁপা থেমে যায়,
ফেরে তার মনটি
যেই ভাবে মা যে হয় মাটি তার,
ভালো লাগে আরবার
পৃথিবীর কোণটি।
শব্দ শিখি
সাধ – ইচ্ছা
ফুঁড়ে – ভেদ করে
পত্তর -পাতা, পত্র
আরবার – আবার
এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজ
১। বাক্য বলি ও লিখি।
তালগাছ, মেঘ, ইচ্ছা, ঝরঝর, হাওয়া, পৃথিবী
২। আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি
৩। যুক্তবর্ণ ভেঙে লিখি।
ইচ্ছা = চ্ছ = চ + ছ
থত্থর = ত্থ = ত + থ
পত্তর = ত্ত = ত + ত
৪। কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি।
৫। বুঝে নিই।
উঁকি মারে আকাশে – মুখ বাড়িয়ে আকাশ দেখে
মেঘ কুঁড়ে যায় – মেঘ ফুটো করে উপরে উঠে যায়
ফেরে তার মনটি- মন ফিরে আসে
মা যে হয় মাটি তার – তার কাছে মাটিকে মা মনে হয়
৬। বলি ও লিখি।
(ক) কবিতাটির কবির নাম কী?
(খ) তালগাছের মনের সাধ কী?
(গ) তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে?
(ঘ) বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে?
(ঙ) তালগাছ মনে মনে কাকে মা ভাবে?
৭। সঠিক উত্তরটি বলি ও লিখি।
তালগাছ উঁকি মারে –
ক) আকাশে
খ) বাতাসে
গ) জানালায়
ঘ) দরজায়
তালগাছের মনের ইচ্ছা-
ক) সব গাছের চেয়ে উঁচুতে উঠবে
খ) কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে
গ) আকাশে উঁকি মেরে দেখবে
ঘ) এক পায়ে দাঁড়িয়ে থাকবে
বাতাস হলে তালগাছের-
ক) পাতা কাঁপা থেমে যায়
খ) মনের ইচ্ছা থেমে যায়
গ) থথর করে পাতা কাঁপে
ঘ) থথর করে পা কাঁপে
৮। দাগ টেনে মিল করি।
তালগাছ | ঝরঝর থথর |
সারাদিন | মা যে হয় মাটি তার |
মনে সাধ | হাওয়া যেই নেমে যায় |
তার পরে | এক পায়ে দাঁড়িয়ে |
যেই ভাবে | কালো মেঘ ফুঁড়ে যায় |
৯। একটি গাছের বিবরণ লিখি।
গাছটির নাম কী?
গাছটি কোথায় দেখেছ?
গাছটি দেখতে কেমন?.
গাছটি কোন কাজে লাগে?
১০। গাছ আমাদের কী কী কাজে লাগে তা বলি ও লিখি।
◉ আরও দেখুন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ের সকল গল্প-কবিতার সমাধান
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা মূল বই থেকে তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান পেতে উপরের উত্তরমালা অপশনে ক্লিক করো। এছাড়াও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অতিরিক্ত বেশকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে।
Discussion about this post