তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু মানুষকে যদি বিজ্ঞানচেতনা দিয়ে ঘটনা-বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায় তাহলে ঐসব বিশ্বাসের অন্তঃসারশূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এ গল্পে নগেন চরিত্রের মধ্যে ভূত-বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন ।
অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়— এরকম বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শককে ভূতের কাজ বলে সহজে বিশ্বাস করেছে।
তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের প্রতিপাদ্য বিষয় হলো—
ক. কুসংস্কারে বিশ্বাস
খ. বিচারবুদ্ধির মাধ্যমে কুসংস্কার দূর করা
গ. সাহসিকতা প্রদর্শন
ঘ. ভয় থেকে মুক্তি
২. কী কারণে নগেন বারবার মামার ছবির কাছে গিয়েছে?
ক. অনুশোচনা
খ. শ্রদ্ধা
গ. ভালোবাসা
ঘ. ভয়
৩. ‘তৈলচিত্রের ভূত’ রচনাটির উদ্দেশ্য শিক্ষার্থীদের—
ক. ভয়মুক্ত, কুসংস্কারমুক্ত ও সচেতন করা
খ. লেখাপড়ায় আগ্রহী করে তোলা
গ. ভূত সম্পর্কে জানানো
ঘ. লাইব্রেরি সম্পর্কে জানানো
৪. নগেনের চিহ্নিত ভূত ছিল মূলত কোনটি?
ক. ছবি
খ. বিদ্যুৎ
গ. লাইব্রেরি
ঘ. মামা
৫. ‘ছলনা’ বলতে ‘তৈলচিত্রের ভূত’ গল্পে বোঝানো হয়েছে—
i. কপটতা
ii. শঠতা
iii. প্রবঞ্চনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. সঠিক বানানটি নির্দেশ কর—
i. উদ্ভ্রান্ত
ii. অশরীরী
iii. সরীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
পাশের বাড়ির সোনিয়া বেশ কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত। তার মা তাকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে কেবল পানি পড়া খাওয়াচ্ছে।
৭. উদ্দীপকে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
ক. বিজ্ঞানচেতনা
খ. যুক্তির প্রয়োগ
গ. কুসংস্কারে বিশ্বাসী
ঘ. ভূতে বিশ্বাসী
৮. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটিতে কোন মাসের উল্লেখ আছে?
ক. বৈশাখ
খ. জ্যৈষ্ঠ
গ. ফাল্গুন
ঘ. চৈত্র
৯. ‘মরলে তো মানুষ সব জানতে পারে।’—এটি কার উক্তি?
ক. ডাক্তারের
খ. দরবেশের
গ. আত্মার
ঘ. নগেনের
১০. কার শিহরন স্পষ্ট টের পাওয়া যায়?
ক. উপেনের
খ. নগেনের
গ. বাদলের
ঘ.পরাশরের
১১. কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধাভক্তি বেড়ে গিয়েছিল?
ক. ডাক্তারের
খ. মামার
গ. মামির
ঘ. কাকার
১২. লাইব্রেরির পুরোনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ উল্টানো ছিল?
ক. ১৫ তারিখ
খ. ১৪ তারিখ
গ. ১৩ তারিখ
ঘ. ১২ তারিখ
১৩. ‘পরিতাপ’ শব্দের অর্থ কোনটি?
ক. অনুতাপ
খ. সংকোচ
গ. গড়িমসি
ঘ. দ্বিধা
১৪. নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন?
ক. অসাধু
খ. কপট
গ. লোভী
ঘ. কৃপণ
১৫. মামার ছবিটি কী ফ্রেম দিয়ে বাঁধানো ছিল?
ক. রূপার
খ. সোনার
গ. কাঠের
ঘ. পিতলে
তৈলচিত্রের ভূত গল্পের mcq প্রশ্ন
১৬. ‘মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত।’—নগেনের এ অবস্থা কেন হয়েছে?
ক. লজ্জায়
খ. ভয়ে
গ. আত্মগ্লানিতে
ঘ. অসুখে
১৭. লাইব্রেরি ঘরে দুটো আলো লাগিয়েছে কে?
ক. পরেশ
খ. নগেন
গ. মামা
ঘ. মামিমা
১৮. ‘আমি কি পাগল হয়ে গেছি?’—কার উক্তি?
ক. নগেন
খ. পরেশ
গ. খগেন
ঘ. নৃপেন
১৯. তৈলচিত্রটি বাঁধানো ছিল—
ক. রূপার ফ্রেমে
খ. তামার ফ্রেমে
গ. কাঠের ফ্রেমে
ঘ. লোহার ফ্রেমে
২০. ‘পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে।’—একথায় পরাশর ডাক্তার কী বোঝাতে চেয়েছেন?
ক. পরেশের কৃপণতা
খ. পরেশের রাগ
গ. কাজের দক্ষতা
ঘ. বিদ্যানুরাগী
২১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কয়টা তৈলচিত্রের উল্লেখ রয়েছে?
ক. ২টা
খ. ৩টা
গ. ৪টা
ঘ. ৫টা
২২. মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল কোনটি?
ক. ১৯০৬ খ্রি.
খ. ১৯০৭ খ্রি.
গ. ১৯০৮ খ্রি.
ঘ. ১৯০৯ খ্রি.
২৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য—
ক. পাঠকের নিছক আনন্দ দান
খ. ভৌতিক পরিবেশ তৈরি
গ. শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা
ঘ. অলৌকিক ঘটনা অবতারণা করা
২৪. মামার ছবি স্পর্শ করার পর নগেনের কেমন মনে হয়েছিল?
ক. বিদ্যুতের শক লেগেছে
খ. ভূতে ধাক্কা মেরেছে
গ. মামার আত্মা ধাক্কা দিয়েছে
ঘ. ভূমিকম্প হয়েছে
২৫. ‘পরিতাপ’ শব্দের অর্থ কোনটি?
ক. অনুতাপ
খ. সংকোচ
গ. গড়িমসি
ঘ. দ্বিধা
২৬. নগেনের মামার প্রতি ভক্তিশ্রদ্ধা বেড়ে যাবার কারণ—
i. লোভ
ii. অনুতাপ
iii. আত্মগ্লানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. শায়লা সন্ধ্যায় ছাদে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে শাশুড়ি বলেন, বউমাকে ভূতে ধরেছে। শায়লার শাশুড়ির মানসিকতায় ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?
ক. অজ্ঞতা
খ. ব্যাকুলতা
গ. কুসংস্কারাচ্ছন্নতা
ঘ. বাস্তব জ্ঞানের অভাব
নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
বাড়ি থেকে বের হবার সময় খালি কলস দেখলে যাত্রা অশুভ হয়।
২৮. উদ্দীপকটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার চিন্তার সাথে সাদৃশ্যপূর্ণ হয়?
ক. পরেশ
খ. নগেন
গ. পরাশর ডাক্তার
ঘ. নগেনের মামা
২৯. উক্ত সাদৃশের ভিত্তি—
i. বিচারবুদ্ধির অভাব
ii. কুসংস্কারে বিশ্বাস
iii. বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন চরিত্রের মধ্যে কীসের স্বরূপ ব্যাখ্যা করেছেন?
ক. ভূতে বিশ্বাসের
খ. কুসংস্কারের
গ. কাল্পনিকতার
ঘ. বিজ্ঞান বুদ্ধির
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে তৈলচিত্রের ভূত গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post