শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত বাংলা ১ম পত্রের প্রতিটি সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. থুথুরে বুড়োর চোখের নিচে কী ছিল?
উত্তর: থুথুরে বুড়োর চোখের নিচে অপরাহ্ণের দুর্বল আলোর ঝিলিক ছিল।
২. জলপাই রঙের ট্যাঙ্ক কীসের মতো চিৎকার করল?
উত্তর: জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করল।
৩. শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে কী?
উত্তর: শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে প্রকাশ পেয়েছে অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য।
৪. স্বাধীনতার জন্য কার কপাল ভাঙল?
উত্তর: স্বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙল।
৫. স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে?
উত্তর: স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির বিধবা দাঁড়িয়ে আছে।
৬. জলপাই রঙের ট্যাঙ্ক কীভাবে এলো?
উত্তর: জলপাই রঙের ট্যাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে এলো।
৭. ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল কে?
উত্তর: ভগ্নত্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
৮. অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিলো?
উত্তর: অবুঝ শিশু পিতা-মাতার লাশের ওপর হামাগুড়ি দিয়েছিল।
৯. কে উদাস দাওয়ায় বসে আছেন?
উত্তর: থুথুড়ে এক বুড়ো উদাস হাওয়ায় বসে আছেন।
১০. শাহবাজপুরের জোয়ান কৃষক কে?
উত্তর: শাহবাজপুরের জোয়ান কৃষক হলো সগীর আলী।
১১. কার সিঁথির সিঁদুর মুছে গেল?
উত্তর: হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল৷
শিক্ষার্থীরা, ওপরে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েসাবইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post