এসএসসি ২০২৪ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য mcq প্রশ্ন আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq প্রশ্ন উত্তর
১. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার কপাল ভাঙল?
ক. সুমতির
খ. রেণুমালার
গ. সাকিনাবিবির
ঘ. অঞ্জলীর
২. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার সিঁথির সিঁদুর মুছে গেল?
ক. সুমতির
খ. রেণুমালার
গ. হরিদাসীর
ঘ. অঞ্জলীর
৩. জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো?
ক. হাতির মতো
খ. সিংহের মতো
গ. দানবের মতো
ঘ. উন্মত্তের মতো
৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় হাড্ডিসার কে দাঁড়িয়ে আছে?
ক. অবুঝ শিশুর
খ. অনাথ কিশোরী
গ. বুড়োর
ঘ. নৌকার মাঝি
৫. শাহবাজপুরের সগীর আলীর পরিচয় কোনটি?
ক. জোয়ান কৃষক
খ. দক্ষ মাঝি
গ. ঢাকার রিকশাওয়ালা
ঘ. মোল্লাবাড়ির কর্তা
৬. রুস্তম শেখ কে?
ক. জোয়ান কৃষক
খ. সাহসী জেলে
গ. ঢাকার রিকশাওয়ালা
ঘ. নৌকার মাঝি
৭. শামসুর রাহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে?
ক. প্রাচীন কাব্যধারার
খ. মধ্যযুগীয় কাব্যধারার
গ. আধুনিক কাব্যধারার
ঘ. অতি আধুনিক কাব্যধারা
৮. কবিতায় উপমা ও চিত্রকল্প ব্যবহারে শামসুর রাহমান কোনটিকে অবলম্বন করেছেন?
ক. বিজ্ঞান
খ. শহর
গ. প্রকৃতি
ঘ. মানুষ
৯. শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো?
ক. কালো
খ. হলুদ
গ. জলপাই
ঘ. জাম
১০. স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল?
ক. শহরের পর শহর
খ. গ্রামের পর গ্রাম
গ. বনের পর বন
ঘ. মাঠের পর মাঠ
১১. স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করল?
ক. ঘোড়া
খ. কুকুর
গ. বিড়াল
ঘ. হাতি
১২. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে?
ক. হরিদাসীর
খ. অবুঝ শিশুর
গ. থুথুরে বুড়োর
ঘ. রুস্তম শেখের
১৩. স্বাধীনতার প্রতীক্ষায় থুথুরে বুড়ো কোথায় বসে আছেন?
ক. বৃদ্ধাশ্রমে
খ. পথের ধারে
গ. ঘরের দাওয়ায়
ঘ. বিধ্বস্ত বাস্তুভিটায়
১৪. বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা থুথুরে বুড়োর কী নড়ছে?
ক. দাড়ি
খ. চুল
গ. রুমাল
ঘ. গামছা
১৫. স্বাধীনতার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী কী হাতে দাঁড়িয়ে আছে?
ক. বই-খাতা
খ. শূন্য থালা
গ. নতুন নিশান
ঘ. ফুলের মালা
১৬. সগীর আলীর বাড়ি কোথায়?
ক. জেলেপাড়ায়
খ. শাহবাজপুরে
গ. বস্তিতে
ঘ. ঢাকা শহরে
১৭. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কী?
ক. সগীর আলী
খ. হরিদাস
গ. রুস্তম আলী
ঘ. কেষ্ট দাস
১৮. মতলব মিয়ার পরিচয় কোনটি?
ক. দক্ষ রিকশাচালক
খ. দক্ষ কৃষক
গ. দক্ষ মাঝি
ঘ. দক্ষ জেলে
১৯. মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. শীতলক্ষ্যা
২০. উদ্দাম ঝড়ে মতলব মিয়া কী বলে নৌকা চালায়?
ক. আলী আলী
খ. গাজী গাজী
গ. হেঁইয়ো হেঁইয়ো
ঘ. জয় বাংলা জয় বাংলা
২১. কার ফুসফুস এখন পোকার দখলে?
ক. সাকিনা বিবির
খ. কেষ্ট দাসের
গ. রুস্তম শেখের
ঘ. হরিদাসীর
২২. তেজি তরুণ কী কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়?
ক. স্টেনগান
খ. রাইফেল
গ. শটগান
ঘ. মেশিনগান
২৩. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
ক. জোয়ান কৃষকের
খ. মোল্লাবাড়ির বিধবার
গ. তেজী তরুণের
ঘ. থুথুরে বুড়োর
২৪. সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর কোথায় সিঁদুর পরিয়ে দেওয়া হয়?
ক. হাতে
খ. পায়ে
গ. কপালে
ঘ. সিঁথিতে
২৫. রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন?
ক. অসুস্থ বলে
খ. মৃত বলে
গ. ধূমপায়ী বলে
ঘ. যুদ্ধে গিয়েছেন বলে
২৬. হরিদাসী ও মোল্লাবাড়ির দগ্ধ ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে সাদৃশ্য কিসে?
ক. যুদ্ধে যোগদান করায়
খ. বিধবা হওয়ায়
গ. গৃহহীন হওয়ায়
ঘ. অনাথ হওয়ায়
২৭. হরিদাসীর সিঁথিতে কখন সিঁদুর দেওয়া হয়েছিল?
ক. জন্মের পর
খ. মৃত্যুর পর
গ. বিয়ের পর
ঘ. স্বামীর মৃত্যুর পর
২৮. মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার প্রতীক-
i. জলপাই রঙের ট্যাঙ্ক
ii. রিকয়েললেস রাইফেল
iii. উজাড় হওয়া ছাত্রাবাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের আঁধারে ঢাকা শহরে পাকবাহিনীর নারকীয় তান্ডব চলে। পশু-পাখির মতো গুলি করে মানুষ মারা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বান বেতারে প্রচারিত হলে সেই আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র, শিক্ষক, চিকিৎসক। সকলেই অংশ নেয় মহারণে।
২৯. উদ্দীপকের সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হলো—
i. মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি
ii. সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা
iii. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. উক্ত সাদৃশ্য-
i. নির্মম হত্যাযজ্ঞে
ii. সকল শ্রেণি-পেশার মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে
iii. স্বাধীনতার জন্য আকুলতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post