তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কীভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়-শওকত ওসমানের ‘তোলপাড়’ গল্পে তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গাঁয়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায়, নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়।
তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. শওকত ওসমানের জন্ম ও মৃত্যু সাল লেখো।
উত্তর: শওকত ওসমান ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৮ সালে মৃত্যুবরণ করেন।
২. ‘ক্রীতদাসের হাসি’ বইটি কার লেখা?
উত্তর: ‘ক্রীতদাসের হাসি’ বইটি শওকত ওসমানের লেখা।
৩. ছোটদের জন্য লেখা ‘ওটন সাহেবের বাংলো’ বইটির লেখক কে?
উত্তর: ছোটদের জন্য লেখা ‘ওটন সাহেবের বাংলো’ বইটির লেখক শওকত ওসমান।
৪. ‘মসকুইটো ফোন’ বইটি ছোটদের জন্য কে লিখেছেন?
উত্তর: ‘মসকুইটো ফোন’ বইটি ছোটদের জন্য শওকত ওসমান লিখেছেন।
৫. ‘তোলপাড়’ গল্পটি কে লিখেছেন?
উত্তর: ‘তোলপাড়’ গল্পটি লিখেছেন শওকত ওসমান।
৬. একদিন বিকেলে হন্তদন্ত সাবু উঠান থেকে ‘মা মা’ চিৎকার দিতে দিতে কোথায় ঢুকল?
উত্তর: একদিন বিকেলে হন্তদন্ত সাবু উঠান থেকে ‘মা মা’ চিৎকার দিতে দিতে ঘরে ঢুকল।
৭. সাবুর মায়ের নাম কী?
উত্তর: সাবুর মায়ের নাম জৈতুন বিবি।
৮. ‘কী রে- এত চিক্কর পাড়স ক্যান’?—এ কথা কে বলেছিল?
উত্তর: ‘কী রে- এত চিক্কর পাড়স ক্যান?’—এ কথা বলেছে সাবুর মা জৈতুন বিবি।
৯. পাঞ্জাবি মিলিটারি ঢাকা শহরে গুলি করে হাজার হাজার মানুষ মারছে—এ খবর সাবু কাকে ডেকে বলে?
উত্তর: পাঞ্জাবি মিলিটারি ঢাকা শহরে গুলি করে হাজার হাজার মানুষ মারছে—এ খবর সাবু তার মাকে ডেকে বলে।
১০. গাবতলী গ্রামটি ঢাকা শহর থেকে কত মাইল দূরে?
উত্তর: গাবতলী গ্রামটি ঢাকা শহর থেকে পঞ্চাশ মাইল দূরে।
১১. সাবুদের বাড়ির পাশ দিয়ে কোন সড়ক চলে গেছে?
উত্তর: সাবুদের বাড়ির পাশ দিয়ে জেলা বোর্ডের সড়ক চলে গেছে।
১২. সাবু প্রৌঢ় নারীকে পানি পান করালে তিনি খুশি হয়ে সাবুকে কী দিতে চাইলেন?
উত্তর: সাবু প্রৌঢ় নারীকে পানি পান করালে তিনি খুশি হয়ে সাবুকে পাঁচ টাকা দিতে চাইলেন।
১৩. সাবু প্রৌঢ় নারীর কাছ থেকে টাকা নিলে তার মা জানলে কী করবে?
উত্তর: সাবু প্রৌঢ় নারীর কাছ থেকে টাকা নিলে তার মা জানলে সাবুকে বাড়ি থেকে বের করে দেবে।
১৪. ‘তোলপাড়’ গল্পে প্রৌঢ় নারীর নাম কী?
উত্তর: ‘তোলপাড়’ গল্পে প্রৌঢ় নারীর নাম মিসেস রহমান।
১৫. বুড়োর সামনে তার কয় ছেলেকে পাঞ্জাবি সেনা গুলি করে মেরেছে?
উত্তর: বুড়োর সামনে তার তিন ছেলেকেই পাঞ্জাবি সেনা গুলি করে মেরেছে।
তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১৬. বুড়ো কাদের সঙ্গে নিয়ে পথ চলছে?
উত্তর: বুড়ো তার তিন ছেলের বিধবা তিন বউ এবং নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে পথ চলছে।
১৭. বুড়ো মানুষটিকে সবাই মিলে পালা করে কোথায় দিয়ে আসবে?
উত্তর: বুড়ো মানুষটিকে সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে।
১৮. বৃদ্ধ মানুষটি কাদের বলে, তোমরাই আমার ছেলে, বাবা!
উত্তর: বৃদ্ধ মানুষটি বাহকদের বলে—তোমরাই আমার ছেলে, বাবা!
১৯. বিধবাদের মধ্যে একজন কী করতে শুরু করেছিল?
উত্তর: বিধবাদের মধ্যে একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করেছিল।
২০. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর: গারো পাহাড় নেত্রকোনা জেলায় অবস্থিত।
২১. পাঞ্জাবি সেনাদের অত্যাচারে কার বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়?
উত্তর: পাঞ্জাবি সেনাদের অত্যাচারে সাবুর কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়।
২২. ঢাকার খবর গাবতলীতে আসতে কদিন সময় লাগে?
উত্তর: ঢাকার খবর গাবতলীতে আসতে দুই দিন সময় লাগে।
২৩. কোন রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে?
উত্তর: পঁচিশে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে।
২৪. খুব ভোর-ভোর উঠে জৈতুন বিবি কী করেছিল?
উত্তর: খুব ভোর-ভোর উঠে জৈতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল।
২৫. ঢাকা শহরে মিসেস রহমানের বাড়ির ঠিকানা লেখো।
উত্তর: ঢাকা শহরে মিসেস রহমানের বাড়ির ঠিকানা—লালমাটিয়া, ব্লক ডি।
২৬. সাবুর কোলের গোলগাল বাচ্চাটার বয়স কত?
উত্তর: সাবুর কোলের গোলগাল বাচ্চাটার বয়স তিন বছর।
২৭. কাহিনি বলার জন্য লেখক গদ্য-ভাষায় যে রচনা তৈরি করেন তাকে কী বলে?
উত্তর: কাহিনি বলার জন্য লেখক গদ্য-ভাষায় যে রচনা তৈরি করেন তাকে গল্প বলে।
২৮. আয়তনে বড় গল্পকে কী বলে?
উত্তর: আয়তনে বড় গল্পকে বলে উপন্যাস।
২৯. যিনি গল্প লেখেন তাঁকে কী বলে?
উত্তর: যিনি গল্প লেখেন তাঁকে বলে গল্পকার।
৩০. যিনি উপন্যাস লেখেন তাঁকে কী বলা হয়?
উত্তর: যিনি উপন্যাস লেখেন তাঁকে বলে ঔপন্যাসিক।
৩১. গল্পকার ও ঔপন্যাসিককে কী বলা হয়?
উত্তর: গল্পকার ও ঔপন্যাসিককে কথাসাহিত্যিক বলা হয়।
৩২. ‘তোলপাড়’ গল্পের কাহিনি কী?
উত্তর: ‘তোলপাড়’ গল্পের কাহিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনায় কিছু লোক প্রাণ বাঁচানোর জন্য শহর থেকে গ্রামে চলে যাচ্ছে এবং গ্রামের মানুষ তাদের সহযোগিতা করছে।
৩৩. কিসের মধ্য দিয়ে গল্পে কাহিনি গড়ে ওঠে?
উত্তর: চরিত্রের মধ্য দিয়ে গল্পে কাহিনি গড়ে ওঠে।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে তোলপাড় গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রায় ৩০টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post