আজকের বিষয়: অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭- ১৮৫৭ pdf
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭- ১৮৫৭ pdf
বিষয় কোড: ২৩১৫৯৩
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?
উত্তর: ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসে।
২. ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়?
উত্তর: উইলিয়াম দুর্গ বৃটেনের রাজা তৃতীয় উইলিয়ামে নির্মিত হয়।
৩. দস্তক কি?
উত্তর: দস্তক হল একটি বাণিজ্যিক ছাড়পত্র।
৪. সিরাজউদ্দৌলা কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
৫. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা নগরী জব চার্নক প্রতিষ্ঠা করেন।
৬. সিরাজউদ্দৌলার নানার নাম কি?
উত্তর: সিরাজউদ্দৌলা নানার নাম নবাব আলীবর্দী খান।
৭. মীর কাসিম কে ছিলেন?
উত্তর: মীর কাশিম ছিলেন মীর জাফরের জামাতা।
৮. নবাব মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উত্তর: নবাব মীর কাসিম মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন।
৯. বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর: বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম।
১০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে?উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করে।
১১. কে, কত খ্রিস্টাব্দে দ্বৈতশাসনের অবসান ঘটান?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান।
১২. বাংলায় কত বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল? উত্তর: বাংলায় ১১৭৬ বঙ্গাব্দ ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল।
১৩. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ওয়ারেন হস্টিংস।
১৪. কে প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন।
১৫. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
১৬. চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয়।
১৭. কখন টিপু সুলতান মারা যান?
উত্তর:টিপু সুলতান মারা যান ১৭৯৯ খ্রিস্টাব্দে।
১৮. সতী প্রথা বিলোপসাধন করেন কে?
উত্তর: সতী প্রথা বিলোপ করেন উইলিয়াম বেন্টিঙ্ক।
১৯. ‘সতীদাহ’ প্রথা কত সালে বাতিল করা হয়?
উত্তর: ‘সতীদাহ’ প্রথা ১৮২৯ সালে বাতিল করা হয়।
২০. ভারতে পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা উয়িলিয়াম প্রবর্তন করেন।
২১ মেকলের মিনিট কি ছিল?
উত্তর: মিনিট হল ইংরেজি শিক্ষার সপক্ষে লর্ড বেন্টিঙ্কের নিকট লিখিত স্মারকলিপি।
২২. লর্ড ডালহৌসি কি ধরনের শাসক ছিলেন?
উত্তর: ডালহৌসির সাম্রাজ্যবাদী শাসক ছিলেন।
২৩. ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন কে?
উত্তর: ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি।২৪. কত সালে ‘রেগুলেটিং অ্যাক্ট’ বা নিয়ন্ত্রনকারী আইন পাশ হয়?
উত্তর: ১৭৭৩ সালে ‘রেগুলেটিং অ্যাক্ট’ বা নিয়ন্ত্রনকারী আইন পাশ হয়।
২৫. এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স।
২৬. কে কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা করেন?
উত্তর: ব্যারাকপুর মঙ্গল পান্ডে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
২৭. ঝাঁসির রানীর নাম কি?
উত্তর: ঝাঁসির রানীর নাম লক্ষীবাঈ।
২৮. সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উত্তর: সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
২৯. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর: ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ।
৩০. ১৮৫৭ সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: ১৮৫৭ সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. অন্ধকূপ হত্যাকান্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
২. বক্সারের যুদ্ধের কারণ উল্লেখ কর।
৩. বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা কর।
৪. লর্ড ক্লাইভ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৫. এলাহাবাদ চুক্তি কী?
৬. পাঁচশালা বন্দোবস্ত কী?
৭. সূর্যাস্ত আইন বলতে কি বুঝ?
৮. সূর্যাস্ত আইনের ধারাগুলি উল্লেখ কর।
৯. কর্নওয়ালিস কোড বলতে কী বোঝ?
১০. টিপু সুলতানের পরিচয় দাও।
১১. সংক্ষেপে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর শিক্ষা সংস্কার আলোচনা কর।
১২. ‘স্বত্ববিলোপ’ নীতি কী আলোচনা কর।
১৩. রেগুলেটিং অ্যাক্টের প্রধান ধারাসমূহ সংক্ষেপে লেখ।
১৪. ছিয়াত্তরের মন্বন্তর সম্পর্কে কি জান?
১৫. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ ব্যাখ্যা কর।
১৬. এনফিল্ড রাইফেল কী?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
২. দ্বৈত শাসন কী? দ্বৈত শাসনের প্রকৃতি আলোচনা কর।
৩. দ্বৈত শাসন বলতে কী বুঝায়? এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা কর।
৪. ওয়ারেন হস্টিংস এর প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারসমূহ আলোচনা কর।
৫. ১৭৬৫ থেকে ১৭৯৩ পর্যন্ত দক্ষিণ এশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্বনীতি বিশ্লেষণ কর।
৬. চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর দোষগুণ আলোচনা কর।
৭. তৃতীয় ইঙ্গ- মারাঠা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
৮. ইউলিয়াম বেন্টিঙ্কের সামাজিক ও শিক্ষা বিষয়ক সংস্কারসমূহ আলোচনা কর।
৯. উইলিয়াম বেন্টিঙ্ক এর সামাজিক সংস্কারসমূহ আলোচনা কর।
১০. ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের ধারাসমূহ বর্ণনা কর।
১১. পিটস ইন্ডিয়া পটভূমি আলোচনা কর।এর প্রধান ধারাসমূহ বিশ্লেষণ কর।
১২. সনদ আইন বলতে কী বুঝ? ১৮৩ সালের সনদ আইন এর প্রধান ধারা সমূহ পর্যালোচনা কর।
১৩ ১৮৩৩ সালের সনদ আইন এর প্রধান প্রধান ধারা গুলো বর্ণনা কর।
১৪. কোম্পানি শাসনামলে বিচারব্যবস্থার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৫. কোম্পানি শাসনামলে জেলা প্রশাসনের উদ্ভব আলোচনা কর।
১৬. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
১৭. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ফলাফল বিশ্লেষণ কর।
এখানে ক্লিক করে অনার্স ইতিহাস ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭- ১৮৫৭ pdf ডাউনলোড করে নাও। অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post