অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৮৫৭-১৯৪৭), বিষয় কোড: ২৪১৫০১।
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ pdf
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি?
অথবা, উপমহাদেশের প্রথম স্বাধীনতার সংগ্রাম কাকে বলা হয়?
অথবা, ভারতবাসীর প্রথম গৌরবময় বিদ্রোহ কোনটি?
উত্তর : ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ।
২. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উত্তর : সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
৩. কখন ভারতে কোম্পানি শাসনের অবসান হয়?
অথবা, ভারতে কোম্পানি শাসনের অবসান হয় কত সালে?
উত্তর : ১৮৫৮ সালে কোম্পানি শাসনের অবসান হয়।
৪. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
৫. কোন ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ’ বলা হয়?
উত্তর : মহারানি ভিক্টোরিয়ার রাজকীয় ঘোষণাকে ভারতবাসীর মুক্তির সনদ বলা হয়।
৬. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
অথবা, কার হাত ধরে আলীগড় আন্দোলনের সূচনা হয়েছিল?
উত্তর : আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খান।
৭. লর্ড লিটন কে ছিলেন?
উত্তর : লর্ড লিটন ছিলেন ভারতবর্ষে নিযুক্ত ব্রিটিশ ভাইসরয়।
৮. ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ কে জারি করেন?
অথবা, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন?
উত্তর : ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ লর্ড লিটন জারি করেন।
৯. স্থানীয় স্বায়ত্তশাসন আইন কত সালে পাস হয়?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন আইন ১৮৮৫ সালের ৪ এপ্রিল পাস হয়।
১০. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়?
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
১১. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১২. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম।
১৩. ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠায় কোন ইংরেজ সিভিলিয়ান প্রধান ভূমিকা পালন করেন?
উত্তর : ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠায় অ্যালান অক্টাভিয়ান হিউম প্রধান ভূমিকা পালন করেন।
১৪. লর্ড কার্জন কে ছিলেন?
উত্তর : লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল।
১৫. বঙ্গভঙ্গের ঘোষণা কে করেন?
উত্তর : বঙ্গভঙ্গের ঘোষণা করেন লর্ড কার্জন।
১৬. বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম কী?
উত্তর : বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত দুটি প্রদেশের নাম হলো- ১ পূর্ববঙ্গ ও আসাম, ২. বাংলা বা পশ্চিমবঙ্গ।
১৭. বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দিয়েছিলেন?
উত্তর : বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন পঞ্চম জর্জ।
১৮. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ।
১৯. মুসলিম লীগ কোথায় গঠিত হয়?
উত্তর : মুসলিম লীগ ঢাকায় গঠিত হয়।
২০. মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা মুহম্মদ খান।
২১. মর্লি-মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?
অথবা, মার্লি-মিন্টো সংস্কার আইন কখন পাস হয়?
উত্তর : মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯ সালে পাস হয়।
২২. কোন আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য কর হয়?
উত্তর : ১৯০৯ সালের মর্লি-মিন্টো আইনে ভারতীয়দের সর্বপ্রথম আইন পরিষদের সদস্য করা হয়।
২৩. ১৯১৬ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর : ১৯১৬ সাল ভারতের ইতিহাসে লক্ষ্মৌ চুক্তির জন্য বিখ্যাত।
২৪. লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : লক্ষ্ণৌ চুক্তি ১৯১৬ সালের ৩০ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
২৫. ১৯১৯ সালের ভারত শাসন আইনকে কী নামে ডাকা হয়।
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনকে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন নামে ডাকা হয়।
২৬. কোন আইনে সর্বপ্রথম হাইকমিশনার পদের সৃষ্টি করা হয়?
উত্তর : ১৯১৯ সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম ‘হাই কমিশনার’ পদের সৃষ্টি করা হয়।
২৭. অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর : অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী।
২৮. ঢাকা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়।
২৯. বেঙ্গল প্যাক্ট কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : বেঙ্গল প্যাক্ট ১৯২৩ সালের ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
৩০. ১৯৩০-৩২ সালে লন্ডনে কতটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৯৩০-৩২ সালে লন্ডনে ৩টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
৩১. অমৃতসর কোথায়?
উত্তর : অমৃতসর পাঞ্জাবে।
৩২. মহাত্মা গান্ধীর পূর্ণনাম কী?
উত্তর : মহাত্মা গান্ধীর পূর্ণনাম মোহনদাস করমচান গান্ধী।
৩৩. ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিংডন।
৩৪. কোন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়।
৩৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইনের উদ্দেশ্য ছিল সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন ও বার্মাকে স্বাধীনতা প্রদান।
৩৬. কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়?
উত্তর : কৃষক প্রজা পার্টি ১৯৩৬ সালে গঠিত হয়।
৩৭. ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ভারতের প্রথম সাধারণ নির্বাচন ১৯৩৭ সালে অনুষ্ঠিত হয়।
৩৮. বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
অথবা, বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তর : বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ. কে. ফজলুল হক।
৩৯. লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর : লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের ২৩ মার্চ।
৪০. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৪১. ১৯৪০ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
উত্তর : ১৯৪০ সাল ভারতের ইতিহাসে লাহোর প্রস্তাবের জন্য বিখ্যাত।
৪২. ভারত ছাড় আন্দোলন কবে সংঘটিত হয়?
অথবা, ভারত ছাড় আন্দোলন কখন শুরু হয়?
উত্তর : ভারত ছাড় আন্দোলন ১৯৪২ সালের ৮ আগস্ট সংঘটিত হয়।
৪৩. মন্ত্রিমিশনের সদস্যসংখ্যা কতজন ছিল?
অথবা, মন্ত্রিমিশনে কতজন সদস্য ছিলেন?
উত্তর : মন্ত্রিমিশনের সদস্যসংখ্যা ছিল ৩ জন।
৪৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ?
অথবা, ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর : ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউনব্যাটেন।
৪৫. ভারত স্বাধীনতা আইন কখন পাস হয়?
উত্তর : ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ সালের ১৮ জুলাই পাস হয়।
৪৬. ভারত স্বাধীন হয় কত তারিখে?
উত্তর : ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. এনফিল্ড রাইফেল কী?
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখ।
২. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখ।
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
৩. ১৮৫৮ সালের ভারত শাসন আইনের ধারাগুলো আলোচনা কর।
৪. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আলোচনা কর।
অথবা, মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের বিষয়বস্তু কী ছিল?
৫. আলীগড় আন্দোলন কী?
অথবা, আলীগড় আন্দোলন সম্পর্কে টীকা লেখ।
৬. লর্ড লিটন কে ছিলেন?
অথবা, লর্ড লিটনের পরিচয় দাও।
৭. লর্ড লিটনের দুটি সংস্কার লেখ।
অথবা, লর্ড লিটনের দুটি সংস্কার আলোচনা কর।
৮. লর্ড লিটনের সংবাদপত্র দমন আইন সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ সম্বন্ধে সংক্ষেপে লেখ।
৯. লর্ড রিপন কে ছিলেন?
অথবা, লর্ড রিপনের পরিচয় দাও।
১০. ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
১১. বঙ্গভঙ্গের কারণ আলোচনা কর।
১২. সিমলা ডেপুটেশন কী
১৩. মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
১৪. ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের পটভূমি আলোচনা কর।
অথবা, মর্লি-মিন্টো সংস্কারের কারণ কী ছিল?
১৫. খিলাফত আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে লেখ।
১৬. খিলাফত আন্দোলন ব্যর্থতার কারণ কী?
অথবা, খিলাফত আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
১৭. সংক্ষেপে বেঙ্গল প্যাক্টের বিবরণ দাও।
অথবা, বেঙ্গল প্যান্টের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৮. সাইমন কমিশনের সুপারিশগুলো লেখ।
অথবা, সাইমন কমিশন রিপোর্টের উল্লেখযোগ্য সুপারিশসমূহ আলোচনা কর।
১৯. জিন্নাহর চৌদ্দ দফা কী?
অথবা, জিন্নাহর চৌদ্দ দফা উল্লেখ কর।
২০. প্রাদেশিক স্বায়ত্তশাসন কী?
২১. কৃষক প্রজা পার্টির গঠন সম্পর্কে আলোচনা কর।
২২. ১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব লেখ।
২৩. লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল?
অথবা, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
২৪. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।
২৫. ক্রিপস মিশন (১৯৪২) কী?
২৬. ভারত ছাড় আন্দোলন কী?
২৭. মন্ত্রিমিশন পরিকল্পনা (১৯৪৬) কী?
অথবা, মন্ত্রিমিশন পরিকল্পনা কী?
২৮. মন্ত্রিমিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?
২৯. অখণ্ড বাংলা আন্দোলন কী?
৩০. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ভারতে কোম্পানি শাসনের অবসান হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
২. ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর।
৩. আলীগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
অথবা, আলীগড় আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখ।
অথবা, আলীগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কর।
৪. লর্ড লিটনের সংস্কারগুলো পর্যালোচনা কর।
৫. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর। ১৯০৭ সনে কংগ্রেসের ভাঙন ঘটে কেন?
অথবা, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচন কর। ১৯০৭ সালে কংগ্রেসে ভাঙন ঘটে কেন?
৬. গর্ত কার্জনের সংস্কারসমূহ পর্যালোচনা কর।
অথবা, লর্ড কার্জনের সংস্কারগুলো আলোচনা কর।
৭. ভারতীয় রাজনৈতিক ঘটনাবলির ওপর বঙ্গভঙ্গের প্রভাব আলোচনা কর।
অথবা, ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ও ফলাফল সম্বন্ধে আলোচনা কর।
৮. মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা কর। এ দলের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল?
৯. ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কারের ধারাগুলো আলোচনা কর।
অথবা, মর্লি-মিন্টো কে ছিলেন? ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
অথবা, ১৯০৯ সালের মর্লি-মিন্টো সংস্কারের ধারাগুলো পরীক্ষা কর।
১০. ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তিতে অন্তর্ভুক্ত সাংবিধানিক দাবিসমূহ পর্যালোচনা কর।
১১. ১৯১৯ সালের ভারত শাসন আইনের ধারাগুলো ব্যাখ্যা কর।
অথবা, ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রধান প্রধান ধারাগুলো পর্যালোচনা কর।
১২. ১৯১৯ সালের ভারত শাসন আইনে দ্বৈত শাসনব্যবস্থার প্রকৃতি পর্যালোচনা কর।
১৩. খিলাফত ও অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, খিলাফত ও অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ।
১৪. সি. আর. দাশের ভূমিকার বিশেষ উল্লেখপূর্বক ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি, শর্তাবলি ও গুরুত্ব বিশ্লেষণ কর।
অথবা, ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি ও গুরুত্ব বিশ্লেষণ কর।
১৫. গোলটেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল উল্লেখ কর।
অথবা, গোলটেবিল বৈঠক ( ১৯৩০-৩২) কোথায় অনুষ্ঠিত হয়? গোলটেবিল বৈঠকের কারণ ও ফলাফল লেখ।
অথবা, গোল টেবিল বৈঠকের (১৯৩০-৩২) কারণ ও ফলাফল পরীক্ষা কর।
১৬. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের আওতায় প্রাদেশিক স্বায়ত্তশাসনের প্রকৃতি ব্যাখ্যা কর।
১৭. ১৯৩৭ সালের নির্বাচনের বিবরণ দাও।
১৮. কৃষক প্রজা পার্টির গঠন সম্পর্কে আলোচনা কর। ১৯৩৭ সালের নির্বাচনি ইশতেহার কী ছিল?
১৯. লাহোর প্রস্তাব কী? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল?
২০. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বিষয়বস্তু কী ছিল? এ প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।
২১. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের তাৎপর্য ব্যাখ্যা কর।
২২. ভারত ছাড় আন্দোলনের (১৯৪২) বিভিন্ন দিক পর্যালোচনা কর।
২৩. মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২৪. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো পরীক্ষা কর।
আরো দেখো : ইতিহাস ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৮৫৭-১৯৪৭ pdf সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post