অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭-১৮৫৭ সাজেশন ২০২৫। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭-১৮৫৭ এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫০৩ । আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭-১৮৫৭ সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?
উত্তর: ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসে।
২. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
৩. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতা নগরী জব চার্নক প্রতিষ্ঠা করেন।
৪. ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় অবস্থিত।
৫. ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয়?
উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গ ব্রিটেনের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নির্মিত হয়।
৬. দম্ভক কী?
উত্তর: দস্তক হলো একটি বাণিজ্যিক ছাড়পত্র।
৭. সিরাজউদ্দৌলা কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
৮. কে কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর রাখেন।
৯. পলাশি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: পলাশি ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
১০ . বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর: বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মির কাসিম।
১১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করে।
১২. দেওয়ানি কী?
উত্তর: দেওয়ানি বলতে বুঝায় রাজস্ব আদায়ের অধিকার ও রাজস্বসংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভ করা।
১৩. বাংলায় দ্বৈত শাসন অবসান ঘটে কখন?
উত্তর: বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে ১৭৭২ সালে।
১৪. ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কত খ্রিস্টাব্দে ঘটে?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে ঘটে।
১৫. বাংলায় কত বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল?
উত্তর: বাংলায় ১১৭৬ বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল।
১৬. ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান দুজন নেতার নাম লেখ।
উত্তর: ফকির-সন্ন্যাসী আন্দোলনের প্রধান দুজন নেতার নাম ফকির মজনু শাহ ও ভবানী পাঠক।
১৭. কে প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন।
১৮. কে ঔপনিবেশিক বিচারব্যবস্থার প্রাথমিক ভিত্তি স্থাপন করেন?
উত্তর: গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ঔপনিবেশিক বিচারব্যবস্থার প্রাথমিক ভিত্তি স্থাপন করেন।
১৯. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
অথবা, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
২০. বোর্ড অব রেভিনিউ কী?
উত্তর: বোর্ড অব রেভিনিউ হলো রাজস্ব বিভাগের সর্বোচ্চ ও সবচেয়ে ক্ষমতাশালী সংস্থা।
২১. কে কর্নওয়ালিস কোড প্রবর্তন করেন?
উত্তর: গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিস কোড প্রবর্তন করেন।
২২. নানা ফড়নবিশ কে ছিলেন?
উত্তর: নানা ফড়নবিশ ছিলেন পেশোয়ার মন্ত্রী ও মারাঠা রাজনীতিবিদ।
২৩. হায়দার আলি কে ছিলেন?
উত্তর: হায়দার আলি মহীশূরের শাসক ছিলেন।
২৪ . ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে ম্যাঙ্গালোর সন্ধি স্বাক্ষরিত হয়।
২৫. টিপু সুলতান কখন মারা যান?
উত্তর: টিপু সুলতান মারা যান ১৭৯৯ খ্রিস্টাব্দে।
২৬. কোন যুদ্ধে টিপু সুলতান মারা যান?
উত্তর: চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান মারা যান।
২৭ . ‘সতীদাহ’ প্রথা কত সালে বাতিল করা হয়?
অথবা, সতীদাহ প্রথার বিলোপসাধন করা হয় কত সালে?
উত্তর: সতীদাহ প্রথা ১৮২৯ সালে বাতিল করা হয়।
২৮. ভারতে পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
উত্তর: ভারতে পাশ্চাত্য শিক্ষা উইলিয়াম বেন্টিংঙ্ক প্রবর্তন করেন।
২৯. মেকলের মিনিট কী?
অথবা, মেকলের মিনিট কী ছিল?
উত্তর : মেকলের মিনিট হলো ইংরেজি শিক্ষার সপক্ষে লর্ড বেন্টিঙ্কের নিকট লিখিত স্মারকলিপি।
৩০. কলকাতায় মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: কলকাতায় মেডিকেল কলেজ লর্ড বেন্টিঙ্ক প্রতিষ্ঠা করেন।
৩১. ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন কে?
উত্তর: ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি।
৩২. কত সালে ‘রেগুলেটিং অ্যাক্ট’ বা নিয়ন্ত্রণকারী আইন পাস হয়?
উত্তর: ১৭৭৩ সালে ‘রেগুলেটিং অ্যাক্ট’ বা নিয়ন্ত্রণকারী আইন পাস হয়।
৩৩. স্যার এলিজা ইম্পে কে ছিলেন?
উত্তর: স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি।
৩৪. সিপাহি বিদ্রোহের প্রাক্কালে নতুন প্রবর্তিত রাইফেলের নাম কী?
উত্তর: সিপাহি বিদ্রোহের প্রাক্কালে নতুন প্রবর্তিত রাইফেলের নাম এনফিল্ড রাইফেল।
৩৫. কে, কোথায় সিপাহি বিদ্রোহের সূচনা করেন?
উত্তর: ব্যারাকপুর সেনানিবাসে মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম সিপাহি বিদ্রোহের সূচনা করেন।
৩৬. ঝাঁসির রানির নাম কী?
উত্তর: ঝাঁসির রানির নাম লক্ষ্মীবাঈ।
৩৭. সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
উত্তর: সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. বক্সার যুদ্ধের কারণ আলোচনা কর।
অথবা, মির কাসিমের সাথে ইংরেজদের দ্বন্দ্বের কারণ কী?
২. বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা কর।
অথবা, বক্সারের যুদ্ধের ফলাফল বর্ণনা কর।
৩. এলাহাবাদ চুক্তি কী? অথবা, এলাহাবাদ চুক্তি সম্পর্কে যা জান লেখ।
৪. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব নিরূপণ কর।
৫. ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগীয় সংস্কার আলোচনা কর।
অথবা, ওয়ারেন হেস্টিংসের বিচার ব্যবস্থা সম্পর্কে লেখ।
৬. পাঁচসালা বন্দোবন্ত কী?
অথবা, পাঁচসলা বন্দোবস্ত বলতে কী বুঝ?
৭. ‘সূর্যাস্ত আইন’ কী? ব্যাখ্যা কর।
অথবা, সূর্যান্ত আইন বলতে কী বুঝ?
৮. সূর্যান্ত আইনের ধারাগুলো উল্লেখ কর।
অথবা, সূর্যাস্ত আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
৯. চিরস্থায়ী বন্দোবস্তের কুফল আলোচনা কর।
অথবা, চিরস্থায়ী বন্দোবস্তের নৈতিবাচক দিক বর্ণনা কর।
১০. কর্নওয়ালিস কোড বলতে কী বুঝ?
অথবা, কর্নওয়ালিস কোড কী? সংক্ষেপে আলোচনা কর।
১১. অধীনতামূলক মিত্রতা নীতির শর্তাবলি লেখ।
অথবা, অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলো লেখ।
১২. হায়দার আলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মহীশূরের হায়দার আলির পরিচয় দাও।
১৩. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের বিবরণ দাও।
অথবা, প্রথম ইঙ্গ-মহীশূর দ্বন্দ্বের বিবরণ দাও।
১৪. টিপু সুলতানের পরিচয় দাও। অথবা, টিপু সুলতান কে? ব্যাখ্যা কর।
১৫. ইঙ্গ-নেপাল যুদ্ধ সম্পর্কে আলোচনা কর।
অথবা, ইঙ্গ-নেপাল যুদ্ধ সম্পর্কে একটি টীকা লেখ।
১৬. লর্ড উইলিয়াম বেন্টিষ্কের সামাজিক সংস্কার বর্ণনা কর।
অথবা, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কার আলোচনা কর।
১৭. সংক্ষেপে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষা সংস্কার আলোচনা কর।
অথবা, সংক্ষেপে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষা সংস্কার বর্ণনা কর।
১৮. স্বত্ববিলোপ নীতি কী? অথবা, ‘স্বত্ববিলোপ’ নীতি কী? আলোচনা কর।
অথবা, স্বত্ববিলোপ নীতি বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
১৯. রেগুলেটিং অ্যাক্ট পাসের পটভূমি লেখ।
অথবা, রেগুলেটিং অ্যাক্ট কেন প্রবর্তন করা হয়?
২০. চার্টার অ্যাক্ট কী?
অথবা, সনদ আইন বলতে কী বুঝ? ব্যাখ্যা দাও।
২১. ছিয়াত্তরের মন্বন্তর কী?
অথবা, ছিয়াত্তরের মন্বন্তরের ওপর একটি টাকা লেখ।
২২. ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে যা জান লেখ।
অথবা, ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে টাকা লেখ।
২৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ বর্ণনা কর।
অথবা, ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ কী ছিল?
২৪. এনফিল্ড রাইফেল কী?
অথবা, এনফিল্ড রাইফেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে বিরোধের কারণ বিশ্লেষণ কর।
অথবা, পলাশির যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
২. পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা কর। এর গুরুত্ব কী ছিল?
অথবা, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা কর।
৪. দ্বৈতশাসন কী? দ্বৈতশাসনের প্রকৃতি আলোচনা কর।
অথবা, দ্বৈতশাসন কী? দ্বৈতশাসনের প্রকৃতি বর্ণনা কর।
৫. দ্বৈতশাসন বলতে কী বুঝায়? এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা কর।
অথবা, দ্বৈতশাসন কী? এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দ্বৈতশাসনের প্রভাব বর্ণনা কর।
৬. সংস্কারক হিসেবে ওয়ারেন হেস্টিংসের মূল্যায়ন কর।
অথবা, ওয়ারেন হেস্টিংসের সংস্কারসমূহ আলোচনা কর।
৭. ১৭৬৫-১৭৯৩ সাল পর্যন্ত বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা কর।
অথবা, ১৭৬৫-১৭৯৩ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্বনীতি বিশ্লেষণ কর।
অথবা, ১৭৬৫-১৭৯৩ পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্বনীতি বিশ্লেষণ কর।
৮. চিরস্থায়ী বন্দোবস্ত কী? এর দোষ-গুণ আলোচনা কর।
অথবা, চিরস্থায়ী বন্দোবন্ত্রের দোষ-গুণ আলোচনা কর।
৯. ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি পর্যালোচনা কর।
অথবা, ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি বিশ্লেষণ কর।
১০. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১১. একজন দেশপ্রেমিক হিসেবে টিপু সুলতানের কৃতিত্ব বিচার কর।
অথবা, দেশপ্রেমিক হিসেবে মহীশূরের টিপু সুলতানের কৃতিত্ব বর্ণনা কর।
১২. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১৩. উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কারসমূহ আলোচনা কর।
অথবা, লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।
১৪. লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শিক্ষা সংস্কার আলোচনা কর।
অথবা, লর্ড বেন্টিঙ্কের শিক্ষা সংস্কার পর্যালোচনা কর।
১৫. উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক ও শিক্ষা সংস্কার আলোচনা কর।
অথবা, উইলিয়াম বেন্টিঙ্কের সামাজিক ও শিক্ষা সংস্কারসমূহ পর্যলোচনা কর।
১৬. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের বিবরণ দাও।
অথবা, দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
১৭. আধুনিক ভারতের জনক হিসেবে লর্ড ডালহৌসির মূল্যায়ন কর।
অথবা, লর্ড ডালহৌসিকে কেন আধুনিক ভারতের জনক বলা হয়? ব্যাখ্যা কর।
১৮. ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের ধারাসমূহ বর্ণনা কর।
অথবা, ১৭৭৩ খ্রিস্টাব্দের নিয়ামক আইনের প্রধান ধারাগুলো পর্যালোচনা কর।
১৯. ১৭৮৪ খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলো আলোচনা কর।
অথবা, ১৭৮৪ খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলো পর্যালোচনা কর।
২০, পিটস ইন্ডিয়া অ্যাক্টের পটভূমি আলোচনা কর। এর প্রধান ধারাসমূহ বিশ্লেষণ কর।
অথবা, ১৭৮৪ খ্রিস্টাব্দের পিটস ইন্ডিয়া অ্যাক্টের প্রেক্ষাপট লেখ। এ আইনের প্রধান ধারাগুলো আলোচনা কর।
২১. সনদ আইন বলতে কী বুঝ? ১৮১৩ সালের সনদ আইনের প্রধান ধারাসমূহ পর্যালোচনা কর।
অথবা, চার্টার অ্যাক্ট কাকে বলে? ১৮১৩ সালের সনদ আইনের প্রধান ধারাগুলো বর্ণনা কর।
২২. ১৮৩৩ সালের সনদ আইনের প্রধান ধারাগুলো আলোচনা কর।
অথবা, ১৮৩৩ সালের সনদ আইনের প্রধান প্রধান ধারাগুলো বর্ণনা কর।
২৩. কোম্পানি শাসনামলে বিচারব্যবস্থার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২৪. ভারতে আধুনিক শিক্ষাবিস্তারে ব্রিটিশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল? আলোচনা কর।
অথবা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতের শিক্ষানীতি বর্ণনা কর।
২৫. বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকার বিবরণ দাও।
অথবা, বাংলায় শিক্ষাবিস্তারে মিশনারিদের ভূমিকা আলোচনা কর।
২৬. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
২৭. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ফলাফল বিশ্লেষণ কর।
অথবা, মহাবিদ্রোহের তাৎপর্য মূল্যায়ন কর।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তোমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৭৫৭-১৮৫৭ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post