জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন এবং প্রশ্নের উত্তর। বিষয় : দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬-১৭৫৭), বিষয় কোড : ২২১৫০১।
দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. দীন-ই-ইলাহী কতজন গ্রহণ করেছিলেন?
উত্তর : ১৮ জন।
২. ‘মনসব’ শব্দের অর্থ কী?
উত্তর : পদমর্যাদা।
৩. তাজমহল এর স্থপতি কে?
উত্তর : পারস্যের ওস্তাদ ঈসা।
৪. তল্লুক-ই-জাহাঙ্গীরী এর রচয়িতা কে?
উত্তর : সম্রাট জাহাঙ্গীর।
৫. নুরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর : মেহেরউন্নিসা।
৬. নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
উত্তর : জৈনুদ্দীন।
৭. আলীনগর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি ।
৮. মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : জহিরুদ্দিন মুহাম্মাদ বাবর।
৯. “আকবরনামা”গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
১০. সম্রাট জাহাঙ্গীরের বাল্যনাম কী ছিল?
উত্তর : সেলিম।
১১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালের ৩১ ডিসেম্বর।
১২. সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
১৩. ডুপ্নে কে ছিলেন?
উত্তর : ১৭৩১ সালে চন্দননগরের ফরাসি শাসনকর্তা ছিলেন।
১৪. পলাশী প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
১৫. পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়?
উত্তর : ১৫২৬ সালের ২০ এপ্রিল।
১৬. বাবর কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর : মধ্য এশিয়ার ফারগনা রাজ্যের অধিবাসী ছিলেন।
১৭. ‘জান্নাতাবাদ’ নামকরণ কে করেন?
উত্তর : সম্রাট হুমায়ুন।
১৮. কোন যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হয়?
উত্তর : ১৫৪০ সালে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে।
১৯. কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন?
উত্তর : শেরশাহ।
২০. ‘আকবরনামার ‘ রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
২১. মানসিংহ কে ছিলেন?
উত্তর : সম্রাট আকবরের রাজপুত সেনাপতি।
২২. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?
উত্তর : পারস্যের ওস্তাদ ঈসা।
২৩. “দাক্ষিণাত্য একই সঙ্গে আওরঙ্গজেবের খ্যাতি ও দেহের সমাধিভূমি ছিল ”- উক্তিটি কার?
উত্তর : ঐতিহাসিক ভি.এ.স্মিথের উক্তি।
২৪. ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালের ৩১ ডিসেম্বর।
২৫. কোন যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসী আধিপত্য নষ্ট হয়?
উত্তর : ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে।
২৬. মীর জাফর কে ছিলেন?
উত্তর : নবাব সিরাজউদ্দৌলার প্রধান সিপাহসালার ও বাংলার নবাব ছিলেন।
২৭. ১৫২৬ সালটি বিখ্যাত কেন?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধের জন্য।
২৮. বাবরের পিতার নাম কী?
উত্তর : ওমর শেখ মীর্জা।
২৯. ‘হুমায়ুন’ শব্দের অর্থ কী?
উত্তর : ভাগ্যবান।
৩০. ‘কবুলিয়ত ও পাট্টা’ কে প্রবর্তন করেন?
উত্তর : শেরশাহ।
৩১. টোডরমল কে ছিলেন?
উত্তর : সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী বা প্রধান দিউয়ান ছিলেন।
৩২. ‘আকবরনামা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : শেখ আবুল ফজল।
৩৩. পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
৩৪. সর্বশেষ মোঘল সম্রাট কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
৩৫. ১৭৫৭ সালে কী ঘটেছিল?
উত্তর : পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. হুমায়ুন ও শেরশাহের বিরোধের কারণ সংক্ষেপে আলোচনা কর।
২. আকবরের রাজপুত নীতি বলতে কি বুঝ?
৩. জাহাঙ্গীরের রাজত্বকালে নুরজাহানের ভূমিকা সম্পর্কে আলোচনা কর ।
৪. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল বর্ণনা কর।
৫. মুঘল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখ।
৬. বারোভূঁইয়া কারা?
৭. ভারতে ইউরোপীয় বণিক সম্প্রদায়ের আগমনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. পর্তুগিজ কারা?
৯. ‘তুযুক-ই-বাবর’ সম্পর্কে বর্ণনা দাও।
১০. পানিপথের যুদ্ধের ফলাফল লিখ।
১১. শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা কর।
১২. আকবরের রাজপুতনীতি বলতে কি বুঝ?
১৩. নূরজাহান চক্র কী ছিল?
১৪. মোগল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখ
১৫. পর্তুগীজ কারা?
১৬. “বাবরনামা” সম্পর্কে একটি টীকা লিখ।
১৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ ও তাৎপর্য কী?
১৮. হুমায়ুনের ব্যর্থতার কারণ কী?
১৯. মনসবদারী প্রথা বলতে কি বুঝ?
২০. ঈসা খানের পরিচয় দাও।
২১. নুরজাহান কে ছিলেন?
২২. ইঙ্গো- ফরাসী দ্বন্দ্বের কারণ সংক্ষেপে লিখ।
২৩. আলীবর্দী খানের পরিচয় দাও।
২৪. মোঘল ইতিহাসের উৎসসমূহ সংক্ষেপে লিখ।
২৫. আকবরের ধর্মনীতির উদ্দেশ্য কী ছিল?
২৬. শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের দুটি কারণ লিখ ।
২৭. মুঘল সাম্রাজের পতনের চারটি কারণ লিখ।
২৮. জিজিয়া কর কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা কর।
২. আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দাও।
৩. আকবরের ধর্মনীতি আলোচনা কর।
৪. সম্রাট আকবরের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ কর।
৫. সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব সম্পর্কে আলোচনা কর
৬. মুঘল কেন্দ্ৰীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৭. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর ।
৮. দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯. শেরশাহের সংস্কারসমূহ আলোচনা কর।
১০. সম্রাট আকবরের মনসবদারি প্রথার বিবরণ দাও।
১১. শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের একটি বিবরণ দাও।
১২. শিল্প ও স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসাবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৩. সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ কর।
১৪. নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫. মোগল আমলে কেন্দ্রীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১৬. মুঘল ইতিহাসের উৎস সমূহের বিবরণ দাও।
১৭. শের শাহের প্রশাসনিক সংস্কার আলোচনা কর ।
১৮. সম্রাট আকবরের ধর্মনীতি পর্যালোচনা কর।
১৯. স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
২০. মোঘল কেন্দ্রীয় শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর ।
২১. নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর ।
২২. সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা কর।
২৩. সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সাম্রাজ্য বিস্তারের বিবরণ দাও।
২৪. সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন কর।
২৫. সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্যনীতি বিশ্লেষণ কর।
২৬. মোঘল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
২৭. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
আরো দেখো: অনার্স ইতিহাস ২য় বর্ষের সকল বিষয়ের সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীরা উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post