কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য দক্ষিণ এশিয়ায় সরকার ও রাজনীতি সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– দক্ষিণ এশিয়ায় সরকার ও রাজনীতি: ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯০৫। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
দক্ষিণ এশিয়ায় সরকার ও রাজনীতি সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘India Wins Freedom’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘India Wins Freedom’ গ্রন্থের লেখক মওলানা আবুল কালাম আজাদ।
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে কখন?
উত্তর: দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী বা ১৯৪৭ সালের পরে।
৩. ‘A Framework for Political Analysis’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘A Framework for Political Analysis’ গ্রন্থটির লেখক ডেভিড ইস্টন।
৪. ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Pakistan: Failure in National Integration’ গ্রন্থের রচয়িতা হলেন অধ্যাপক রওনক জাহান।
৫. SAARC এর পূর্ণরূপ কী?
উত্তর: SAARC এর পূর্ণরূপ South Asian Association for Regional Cooperation.
৬. সার্কের মহাসচিব কে?
উত্তর: সার্কের মহাসচিব ইসাল! রুয়ান ভিরাকন (শ্রীলংকা)।
৭. SAPTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAPTA এর পূর্ণরূপ South Asian Preferential Trading Agreement.
৮. পাকিস্তানের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর: পাকিস্তানের রাষ্ট্রীয় নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান।
৯. লাহোর প্রস্তাব বিকল্প কী নামে পরিচিত?
উত্তর: লাহোর প্রস্তাব বিকল্প পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত।
১০. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন কে?
উত্তর: মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন জেনারেল আইয়ুব খান।
১১. ভারতের রাষ্ট্রীয় নাম কী?
অথবা, ভারতের সাংবিধানিক নাম কী?
উত্তর: ভারতের রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী ভারত।
১২. ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে।
১৩. ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।
১৪. ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান কত সালে গৃহীত হয়েছিল?
উত্তর: ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান ১৯৪৯ সালের ২৬ ফেব্রুয়ারি গৃহীত হয়েছিল।
১৫. ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান কে?
উত্তর: ভারতীয় সংবিধান রচনা কমিটির প্রধান ভীমরাও ও রামাজ আম্বেডকর।
১৬. নেপালে নতুন সংবিধান কোন সালে প্রবর্তন করা হয়েছিল?
উত্তর: নেপালে নতুন সংবিধান ১৯৯০ সালের ৯ নভেম্বর প্রবর্তন করা হয়েছিল।
১৭. নেপালের বর্তমান সংবিধান কোন সালে প্রণীত হয়?
উত্তর: নেপালের বর্তমান সংবিধান প্রণীত হয় ২০১৫ সালে।
১৮. ভারতের সরকার পদ্ধতি কোন ধরনের?
উত্তর: ভারতের সরকার পদ্ধতি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির।
১৯. ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কোন দল থেকে নির্বাচিত?
উত্তর: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি থেকে নির্বাচিত।
২০. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান।
২১. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে?
অথবা, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি হলেন ইস্কান্দার মির্জা।
২২. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
২৩. পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শেহবাজ শরীফ।
২৪. নেপালের বর্তমান সরকার ব্যবস্থার প্রকৃতি কী?
অথবা, নেপালের সরকার ব্যবস্থার প্রকৃতি কী?
উত্তর: নেপালের বর্তমান সরকার ব্যবস্থার প্রকৃতি সংসদীয়।
২৫. নেপালের বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম লেখ।
অথবা, নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: নেপালের বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম রামচন্দ্র পাউডেল (Ram Chandra Prudel)।
২৬. শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম দীনেশ গুণবর্ধনা।
২৭. শ্রীলংকার রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর?
উত্তর: শ্রীলংকার রাষ্ট্রপতি পদের মেয়াদ ৬ বছর।
২৮. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হলো শ্রীমাভো বন্দরনায়েক।
২৯. কখন থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে?
অথবা, ভারতীয় সংসদীয় ব্যবস্থা কত সালে গৃহীত হয়েছিল?
উত্তর: ১৯৪৭ সাল থেকে সংসদীয় ব্যবস্থা ভারতে কার্যকর রয়েছে।
৩০. ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কী?
উত্তর: ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা।
৩১. নেপালের আইনসভার নাম কী?
উত্তর: নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
৩২. নেপালের পার্লামেন্টের নাম কী?
উত্তর: নেপালের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট।
৩৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সনে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভারতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে সৃষ্টি হয়।
৩৪. পাকিস্তানে ‘তেহরিক-ই-ইনসাফ’ নামে রাজনৈতিক দল কে প্রতিষ্ঠা করেন?
অথবা, ‘তেহরিক-ই-ইনসাফ’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: পাকিস্তানে ‘তেহরিক-ই-ইনসাফ’ নামে রাজনৈতিক দল ইমরান খান প্রতিষ্ঠা করেন।
৩৫. নেপালের ক্ষমতাসীন দলের নাম লেখ।
উত্তর: নেপালের ক্ষমতাসীন দলের নাম হলো কমিউনিস্ট পার্টি অব নেপাল।
৩৬. পাকিস্তানে প্রথম সামরিক শাসন কখন জারি করা হয়?
উত্তর: পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
৩৭. ভারত ও পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার প্রধান সমস্যা কোনটি?
অথবা, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও নিরাপত্তার প্রধান সমস্যা কোনটি?
উত্তর: ভারত ও পাকিস্তানের শান্তি ও নিরাপত্তার প্রধান সমস্যা হলো কাশ্মীর বিরোধ।
৩৮. ‘Constitutional Development in Pakistan’ -এর রচয়িতা কে?
উত্তর: ‘Constitutional Development in Pakistan’- এর রচয়িতা অধ্যাপক জি, ডব্লিউ. চৌধুরী।
৩৯. নেপালকে ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তর: নেপালকে ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করা হয় ২০০৮ সালে।
৪০. LTTE এর পূর্ণরূপ কী?
অথবা, LTTE এর পূর্ণ নাম কী?
উত্তর: LITE এর পূর্ণরূপ/পূর্ণ নাম হলো Liberation Tiger for Tamil Elam.
৪১. শ্রীলংকার কোন বছরকে ‘শান্তির বছর’ হিসাবে ঘোষণা করা হয়?
অথবা, কোন বছরকে শ্রীলংকার ‘শান্তির বছর’ বলা হয়?
উত্তর: ২০০২ সালকে শ্রীলংকার ‘শান্তির বছর’ হিসাবে ঘোষণা করা হয়।
৪২. শ্রীলংকার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ কোনটি?
উত্তর: শ্রীলংকার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ শ্রীলংকার অভ্যন্তরীণ রাজনীতিতে বৈদেশিক হস্তক্ষেপ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ কী কী?
২. রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
৩. রাজনৈতিক উন্নয়ন কী?
অথবা, রাজনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ?
৪. রাজনৈতিক উন্নয়নের সংকট কাকে বলে?
৫. রাজনৈতিক আধুনিকীকরণ কী?
অথবা, রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কী বুঝ?
৬. উন্নয়নশীল দেশ বলতে কী বুঝায়?
অথবা, উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ?
৭. জাতীয় সংহতি বলতে কী বুঝ?
৮. জাতীয়তাবাদ বলতে কী বুঝঝ?
অথবা, জাতীয়তাবাদ কী?
৯. দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদের প্রকৃতি ব্যাখ্যা কর।
১০. ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি ব্যাখ্যা কর।
১১. ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো লেখ।
১২. রাজনৈতিক অস্থিতিশীলতা কী?
অথবা, রাজনৈতিক অস্থিতিশীলতা কাকে বলে?
১৩. ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার কারণসমূহ কী?
অথবা, ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার কারণসমূহ উল্লেখ কর।
১৪. ১৯৭১ সালে পাকিস্তান বিভক্তির কারণ কী?
অথবা, ১৯৭১ সালে পাকিস্তান বিভক্তির কারণসমূহ কী?
১৫. পাকিস্তানের জাতীয় সংহতির প্রধান সমস্যাগুলো কী কী?
অথবা, পাকিস্তানের জাতীয় সংহতির সমস্যাগুলো কী কী?
১৬. নেপালের মাওবাদী আন্দোলনের কারণসমূহ কী?
অথবা, নেপালের মাওবাদী আন্দোলনের কারণ ব্যাখ্যা কর।
১৭. নেপালের রাজতন্ত্র বিলোপের কারণগুলো লেখ।
অথবা, নেপালের রাজতন্ত্র বিলুপ্তির কারণগুলো লেখ।
১৯. নেপালের গণতন্ত্রের রূপরেখা আলোচনা কর।
১৯. শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণগুলো কী কী?
অথবা, শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণগুলো কী?
২০. ভারতীয় সরকার ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা কর।
২১. শ্রীলংকার দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো লিখ।
অথবা, শ্রীলংকার দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ।
২২. মৌলিক গণতন্ত্র বলতে কী বুঝায়?
অথবা, মৌলিক গণতন্ত্র কী?
২৩. LFO সম্পর্কে তুমি কী জান?
অথবা, আইনগত কাঠামো আদেশ কী?
২৪. ভারতের সংসদীয় গণতন্ত্রের সাফল্যের কারণ কী?
২৫. ভারতের সংসদীয় গণতন্ত্র কার্যকারিতার কারণসমূহ কী কী?
২৬. পাকিস্তানে সংসদীয় গণতন্ত্রের ব্যর্থতার কারণ কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাজনীতির সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২. দক্ষিণ এশিয়ার দেশসমূহে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ আলোচনা কর।
অথবা, দক্ষিণ এশিয়ার দেশসমূহে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণগুলো আলোচনা কর।
অথবা, দক্ষিণ এশিয়ার দেশসমূহে রাজনৈতিক স্থিতিহীনতার কারণসমূহ বিশ্লেষণ কর।
৩. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা কর।
৪. আঞ্চলিক উন্নয়নে সার্ক এবং আসিয়ানের ভূমিকা মূল্যায়ন কর।
৫. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ও অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর।
৬. বহুভাষা ও জাতি থাকা সত্ত্বেও ভারতের জাতীয় সংহতি অক্ষুণ্ণ থাকার কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, বহুভাষা ও জাতি থাকা সত্ত্বেও ভারতের জাতীয় সংহতি অঙ্কুণ্ণ থাকার কারণগুলো মূল্যায়ন কর।
৭. ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে যাওয়ার কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, ১৯৭১ সালে পাকিস্তান ভেঙে যাওয়ার কারণগুলো আলোচনা কর।
৮. পাকিস্তানে জাতি গঠনের সমস্যাসমূহ চিহ্নিত কর।
অথবা, পাকিস্তান জাতি গঠনের সমস্যা চিহ্নিত কর।
৯. নেপালের রাজনৈতিক উন্নয়নের সাম্প্রতিক প্রবণতাসমূহ ব্যাখ্যা কর।
১০. সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ আলোচনা কর।
অথবা, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ ব্যাখ্যা কর।
১১. শ্রীলংকার বর্তমান রাজনৈতিক সংঘাত বিশ্লেষণ কর।
১২. শ্রীলংকার জাতি গঠন প্রক্রিয়ার মূল বাধাসমূহ আলোচনা কর।
১৩. শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণসমূহ আলোচনা কর।
অথবা, শ্রীলংকার জাতিগত সংঘাতের কারণ আলোচনা কর। শ্রীলংকার জাতীয় সংহতির প্রতি এটি মারাত্মক হুমকি আলোচনা কর।
১৪. ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
১৫. ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা মূল্যায়ন কর।
১৬. ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর।
১৭. রাষ্ট্র পরিচালনায় পাকিস্তান সরকার বর্তমানে যে সংকট মোকাবিলা করছে তা আলোচনা কর।
১৮. দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ কী?
১৯. ভারতের রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপ না করার কারণগুলো চিহ্নিত কর।
২০. পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর আধিপত্যের কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণগুলো আলোচনা কর।
অথবা, পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণসমূহ আলোচনা কর।
২১. পাকিস্তানের রাজনীতিতে সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের আধিপত্যের কারণ কী? ব্যাখ্যা কর।
২২. ভারতে সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণগুলো ব্যাখ্যা কর।
অথবা, কেন ভারতের সংসদীয় গণতন্ত্র সফল? ব্যাখ্যা কর।
২৩. শ্রীলংকায় সংসদীয় পদ্ধতির কার্যক্রম পরীক্ষা কর।
কোর্সটিকায় আজকে দক্ষিণ এশিয়ায় সরকার ও রাজনীতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post