প্রশ্ন ► দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
মনে কর, তোমার নাম রুমি। তুমি নূরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ছ। তোমার আর্থিক অসচ্ছলতার কথা উল্লেখ করে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল/দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখ।
দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন
তারিখ: ১১.২৫.২০২১
বরাবর,
অধ্যক্ষ
নূরপুর উচ্চ বিদ্যালয়ের, কুমিল্লা।
বিষয়: দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন।
জনাব,
আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্রী। আমি অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে লেখাপড়া করে আসছি এবং প্রত্যেক পরীক্ষায় ভাল ফলাফল করে আপনাদের স্নেহাশীষ অর্জন করেছি। আমার পিতা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমার এক ভাই ও এক বোন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। আমাদের সংসারে অন্য কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বর্তমানে সংসার ও আমাদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই অত্র কলেজের দরিদ্র তহবিল হতে মাসিক কিংবা এককালীন ভিত্তিতে কিছু অর্থ সাহায্য আমার খুবই প্রয়োজন।
অতএব, বিনীত নিবেদন এই যে, আমার ফলাফল ও বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে মেহেরবাণীপূর্বক কলেজের দরিদ্র তহবিল থেকে আমাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করে আমার লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ায় সহযোগিতা করতে আপনার সুমর্জি হয়।
নিবেদক
আপনার একান্ত অনুগত
রুমি
শ্রেণি: নবম, রোল: ৬, বিভাগ: মানবিক।
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন পত্র তৈরি করতে পারো।
সকল শ্রেণির বাংলা ২য় পত্রের আবেদন পত্র, অনুচ্ছেদ রচনা, প্রবন্ধ রচনা, ভাবসম্প্রসারণ ইত্যাদি পেতে ভিজিট করো কোর্সটিকার বাংলা রাইটিং সেকশন পেজ। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post