কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১০৭। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
দরিদ্র সেবা নীতি ও অনুশীলন সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. দারিদ্র্য কী?
উত্তর: দারিদ্র্য বলতে আর্থিকভাবে অসচ্ছলতাকে বুঝায় যেখানে মানুষ তাদের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়।
২. দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার নার্কসের মন্তব্য কী?
অথবা, “A country is poor because it is poor.” উক্তিটি কার?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার নার্কসের মন্তব্যটি হলো “A country is poor because it is poог.”
৩. জীবনমান কী?
উত্তর: জীবনমান হচ্ছে ব্যক্তি যে সমাজে বাস করে সেই সমাজের সংস্কৃতি ও মূল্যবোধের নিরিখে তার লক্ষ্য, প্রত্যাশা ও জীবনের মানদণ্ড সংশ্লিষ্ট বিষয়।
৪. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০১১-২০১৫।
৫. চরম দারিদ্র্য কী?
উত্তর: চরম দারিদ্র্য হলো জীবনযাত্রার এমন অবস্থা যেখানে মানুষ প্রতিদিন মাথাপিছু ১৮০৫ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করে। আবার, বিশ্ব ব্যাংকের মতে দৈনিক ১.২৫ ইউএস ডলার বা তার কম আয় করাই হচ্ছে চরম দারিদ্র্য।
৬. বাংলাদেশে শতকরা কতজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে?
উত্তর: বাংলাদেশে শতকরা প্রায় ১৮.৭ শতাংশ দারিদ্রদ্র্য সীমার নিচে বসবাস করে (খানা আয়-ব্যয় জরিপ ২০২২)।
৭. দারিদ্র্যের সীমা সর্বপ্রথম কে নির্ধারণ করেন?
অথবা, কে সর্বপ্রথম দারিদ্র্যের সীমা নির্ধারণ করেন?
উত্তর: দারিদ্র্যের সীমা সর্বপ্রথম Mollie Orshansky নির্ধারণ করেন।
৮. ‘Principles of Stratification’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: Principles of Stratification’ গ্রন্থটি কার্ল মার্কসের।
৯. আদিম সাম্যবাদ কী?
উত্তর: যে সাম্যবাদে সম্পত্তির নিজস্ব কোন মালিকানা ছিল না তাকে আদিম সাম্যবাদ বলে।
১০. দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ প্রতিষ্ঠা করেন ডুর্খেইম।
১১. দারিদ্র্যের সংস্কৃতি কী?
উত্তর: দারিদ্যের সংস্কৃতি হলো বিরতিহীন চক্রাকার দারিদ্র্য।
১২. দারিদ্র্যের সংস্কৃতি সম্পর্কে Lewis এর মন্তব্য কী?
উত্তর: Lewis এর মতে, “মানুষই সমাজে দারিদ্র্যকে লালন করে এবং সমাজের সংস্কৃতির সঙ্গে এটি এক সময় মিশে যায়। এ ধরনের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম চলমান থাকে।”
১৩. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সালে পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেন।
১৪. ‘Wealth of Nation’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Wealth of Nation’ গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।
১৫. উদ্ভাবনমূলক কৌশল কী?
উত্তর: সমাজকর্মে উদ্ভাবন কৌশল হচ্ছে প্রগতিশীল সমাজের দিকনির্দেশনা সংবলিত সমাজকাঠামোতে পরিকল্পিতভাবে নতুন কোনো কলাকৌশল সংযোজন।
১৬. পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল কোনটি?
উত্তর: পরিবর্তনের সবচেয়ে কার্যকরী কৌশল হলো সমন্বিত কৌশল।
১৭. সম্পৃক্তকরণ কী?
উত্তর: দারিদ্র্য বিমোচনে জনগণের সক্রিয় অংশগ্রহণই সম্পৃক্তকরণ।
১৮. সামাজিক ন্যায়বিচার কী?
অথবা, সামাজিক ন্যায়বিচার বলতে কী বুঝ?
উত্তর: সামাজিক ন্যায়বিচার হলো এমন দৃষ্টিভঙ্গি যেখানে প্রত্যেকে সমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অধিকার এবং সুযোগসুবিধা পেয়ে থাকে।
১৯. SDG কী?
উত্তর: SDG হলো Sustainable Development Goals অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এর মেয়াদকাল ২০১৬-২০৩০ সাল পর্যন্ত। এতে ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়।
২০. দারিদ্র্য বিমোচনে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন কে?
উত্তর: দারিদ্র্য বিমোচনে সামাজিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন জাতিসংঘ (১৯৫৭ সালে)।
২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পল্লিউন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সালে পল্লিউন্নয়নে কর্মসূচি গ্রহণ করেন।
২২. V-AID এর পূর্ণরূপ কী?
অথবা, V-AID এর পূর্ণরূপ লেখ।
উত্তর: V-AID এর পূর্ণরূপ হলো Village Agricultural and Industry Development.
২৩. BRDB এর লক্ষ্যদল কারা?
উত্তর: গ্রামীণ দরিদ্র কৃষক, মহিলা এবং পল্লির ক্ষুদ্র ও সম্পদহীন দরিদ জনগোষ্ঠী BRDB এর লক্ষ্যদল।
২৪. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত।
২৫. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: সপ্তম পণ্যবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০১৬-২০২০।
২৬. পুঁজিবাদ কী?
উত্তর: পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত মালিকানা, উৎপাদনের উপকরণের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য এদের পরিচালনার ওপর ভিত্তি করে নিয়ন্ত্রিত।
২৭. ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় কাকে?
উত্তর: ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয় ড. মুহাম্মদ ইউনূন্সকে।
২৮. ILO এর সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল লেখ।
অথবা, ILO এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ILO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর প্রতিষ্ঠাকাল ১৯১৯ সাল।
২৯. MDG কী?
অথবা, MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য। এর পূর্ণরূপ হলো Millennium Development Goals.
৩০. PRSP এর পূর্ণরূপ কী?
অথবা, PRSP এর পূর্ণরূপ লেখ।
উত্তর: PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Papers.
৩১. MRA এর ভীশন কাকে বলে?
উত্তর: MRA এর ভীশন হলো ক্ষুদ্রঋণ সেক্টরকে এদেশের অর্থনীতির মূলধারার সাথে সংযোগের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ উন্মোচন করা।
৩২. অনুভূত চাহিদা কী?
উত্তর: অনেকগুলো চাহিদার মধ্যে থেকে প্রয়োজনীয় ও গুরুত্বের ভিত্তিতে অগ্রাধিকার প্রাপ্ত চাহিদাই অনুভূত চাহিদা।
৩৩. আদিম সাম্যবাদ কী?
উত্তর: যে সমাজ শিকারী সংগ্রাহক, ঐতিহ্যগতভাবে সমতামূলক এবং সম্পত্তিতে সাধারণ মালিকানা প্রতিষ্ঠিত সে সমাজই আদিম সাম্যবাদ।
৩৪. সামন্ততন্ত্র কী?
উত্তর: সামন্ততন্ত্র হচ্ছে মধ্যযুগীয় এমন একটি সমাজ ও সংস্কৃতি যেখানে ভূমিই হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি।
৩৫. গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম কোথায় কার্যক্রম শুরু করে?
অথবা, গ্রামীণ ব্যাংক কোথায় সর্বপ্রথম কার্যক্রম শুরু করে?
উত্তর: গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম চট্টগ্রামের জোবরা গ্রামে কার্যক্রম শুরু করে।
৩৬. সমাজকর্মের মূল্যবোধ বলতে কী বুঝ?
উত্তর: সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে সমাজকর্মীদের যেসব আদর্শ, বিশ্বাস, মৌলিক নীতিমালা ও দিকনির্দেশনা মেনে চলতে হয় তাকে সমাজকর্মের মূল্যবোধ বলে।
৩৭. ‘কাবিখা’ কর্মসূচি কী?
উত্তর: কাবিখা পূর্ণরূপ হলো- কাজের বিনিময়ে খাদ্য। ১৯৭৪ সালে দেশব্যাপী খাদ্যভাব, খাদ্য শস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায়, বেকারবত্বের হার বৃদ্ধি পেতে থাকলে সরকার ‘শুভ ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি চালু করেন।
৩৮. প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত?
অথবা, বর্তমানে প্রতিবন্ধী ভাতার পরিমাণ কত?
উত্তর: প্রতিবন্ধী ভাতার পরিমাণ মাসিক ৮৫০ টাকা।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. দারিদ্র্যের প্রকারভেদ লেখ।
২. বাংলাদেশে দারিদ্র্যের কারণগুলো কী?
অথবা, দারিদ্র্যের কারণগুলো লেখ।
৩. বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মসূচির সফলতা লেখ।
৪. দারিদ্র্যের বৃত্তিবাদী দৃষ্টিভঙ্গি কী?
অথবা, বৃত্তিবাদী মতবাদ বলতে কী বুঝ?
৫. দারিদ্র্যের বৃত্তিবাদী তত্ত্বের বৈশিষ্ট্য লেখ।
৬. দারিদ্র্য হ্রাসের অ্যাপ্রোচগুলো সংক্ষেপে লেখ।
৭. আয় ও বস্তুগত সহযোগিতা কী?
অথবা, আয় ও বস্তুগত সহযোগিতা কাকে বলে?
৮. শ্রমবাজার কৌশলগুলো লেখ।
অথবা, শ্রমবাজার কৌশল সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, শ্রমবাজার কৌশলটি সংক্ষেপে বর্ণনা কর।
৯. শ্রমবাজার কৌশলের নীতিমালা লেখ।
১০. দারিদ্র বিমোচনে কী কী দক্ষতা প্রয়োজন?
অথবা, দারিদ্র মোকাবিলায় দক্ষতা কী?
১১. দরিদ্রদের সাথে কাজ করার মৌলিক দৃষ্টিভঙ্গি লেখ।
১২. সম্পৃক্তকরণের কৌশলসমূহ লেখ।
১৩. দারিদ্র্য বিমোচনে শহর সমাজসেবা কার্যক্রমের ভূমিকা লেখ।
১৪. বাংলাদেশে দারিদ্র্যে বিমোচনে খাদ্য ও কৃষি সংস্থা ভূমিকা বর্ণনা কর।
১৫. দারিদ্র্য বিমোচনে PRSP এর ভূমিকা উল্লেখ কর।
১৬. মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কী?
১৭. BRAC এর কর্মসূচিগুলো উল্লেখ কর।
অথবা, দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের ভূমিকা বর্ণনা কর।
১৮. দারিদ্র্য বিমোচনে দল সমাজকর্ম পদ্ধতির ব্যবহার লেখ।
১৯. দারিদ্র্য বিমোচনে শিক্ষার ভূমিকা লেখ।
২০. স্বাস্থ্য ক্ষমতায়ন কী?
২১. নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বলতে কী বুবা?
২২. বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর।
২৩. বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জসমূহ লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. দারিদ্র্য কী? দারিদ্র্যের কারণসমূহ লেখ।
অথবা, দারিদ্র্যের বৈশিষ্ট্য ও কারণগুলো লেখ।
২. সমষ্টি দারিদ্র্য কী? গ্রামীণ ও শহর সমষ্টি দারিদ্র্যের পার্থক্য লেখ।
৩. সমালোচনাসহ কার্ল মার্কসের দারিদ্র্য তত্ত্বটি ব্যাখ্যা কর।
অথবা, সমালোচনাসহ কার্ল মার্কসের দারিদ্র্য তত্ত্বটি আলোচনা কর।
৪. দারিদ্র্য হ্রাসে মার্কসীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
৫. দারিদ্র্যের সংস্কৃতিক তত্ত্ব কী? এর সবল ও দুর্বল দিকগুলো ব্যাখ্যা কর।
৬. দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
৭. আয়বর্ধনমূলক অ্যাপ্রোচ কী? দারিদ্র্য দূরীকরণে আয় ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচের গুরুত্ব বর্ণনা কর।
অথবা, আয়বর্ধনমূলক অ্যাপ্রোচ কী? দারিদ্র্য বিমোচনে আয় ও বস্তুগত সহায়তা অ্যাপ্রোচের গুরুত্ব বর্ণনা কর।
৮. দরিদ্রদের সাথে কাজ করার দক্ষতাগুলো লেখ।
৯. দরিদ্রদের সাথে কাজ করার মৌলিক দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
১০. দারিদ্র্য দূরীকরণ কৌশলে দরিদ্রদের সম্পৃক্তকরণের পুরত্ব লেখ।
১১. পরিবর্তন কৌশল কী? পরিবর্তনের কৌশলগুলো আলোচনা কর।
অথবা, পরিবর্তন কৌশল কী? দরিদ্র জনগোষ্ঠীর পরিবর্তন কৌশলগুলো আলোচনা কর।
১২. দারিদ্র্য হ্রাসে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।
১৩. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা কর।
অথবা, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।
১৪. শহর সমাজসেবা কী? শহর সমাজসেবার কার্যক্রম আলোচনা কর।
অথবা, বাংলাদেশের শহর সমষ্টি উন্নয়ন কর্মসূচিসমূহ সংক্ষেপে আলোচনা কর।
১৫. ক্ষুদ্রঋণের ধরনগুলো লেখ এবং দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা আলোচনা কর।
অথবা, ক্ষুদ্রঋণ কী? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা আলোচনা কর।
অথবা, ক্ষুদ্রঋণ কী? দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণের ভূমিকা লেখ।
১৬. দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের কার্যক্রমগুলো সংক্ষেপে লেখ।
অথবা, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের কার্যক্রম মূল্যায়ন কর।
১৭. গ্রামীণ ব্যাংক কী? বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন কর।
অথবা, ক্ষুদ্রঋণের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের অবদান লেখ।
১৮. দারিদ্র্য বিমোচনে CARE এর অবদান বর্ণনা কর।
১৯. দারিদ্র্য দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা লেখ।
২০. বাংলাদেশে MDG অর্জনের অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ লেখ।
২১. ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী?
উপরে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post