জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। দর্শনের সমস্যাবলী pdf download সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: দর্শনের সমস্যাবলি, বিষয় কোড: ২১১৭০১।
দর্শনের সমস্যাবলী pdf download
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ‘Sophia’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Sophia’ শব্দের অর্থ জ্ঞান।
২. দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তত্ত্বদর্শন তথা জগজ্জীবনের স্বরূপ উপলব্ধি।
৩. ‘দর্শন’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর:‘দর্শন’ কথাটি সর্বপ্রথম পিথাগোরাস ব্যবহার করেন।
৪. ‘Metaphysics’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Metaphysics’ এর বাংলা অর্থ পরাতত্ত্ব বা অধীবিদ্যা।
৫. একজন সংশয়বাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: একজন সংশয়বাদী দার্শনিকের নাম হল রেঁনে ডেকার্ড।
৬. জ্ঞানবিদ্যা কি?
উত্তর: যে বিদ্যে জ্ঞান বা জ্ঞানের স্বরূপ ও বিষয়বস্তু, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের ক্যাটাগরি, সততা, বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাই জ্ঞানবিদ্যা।
৭. জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তর: জ্ঞান, জ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু হলো জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয়।
৮. জ্ঞান উৎপত্তি সম্পর্কীয় যে কোন তিনটি মতবাদের নাম লেখ।
উত্তর: কেন উৎপত্তি সম্পর্কিত তিনটি মতবাদ হল- ১. বুদ্ধিবাদ, ২. অভিজ্ঞতাবাদ ও ৩. সংজ্ঞাবাদ।
৯. দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হলো ডেকার্ট ও স্পিনোজা।
১০. ডেকার্ড কোন ধরনের দার্শনিক?
উত্তর: ডেকার্ড দার্শনিকবুদ্ধিবাদী দার্শনিক।
১১. ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কি?
উত্তর: দেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি।
১২. ডেকার্টের মতে কোন ধরনের ধারণা নিশ্চিত জ্ঞানের উৎস?
উত্তর: ডেকার্টের মতে সহজাত ধারণা নিশ্চিত জ্ঞানের উৎস।
১৩. দেহ মন সম্পর্কিত ডেকার্টের মতবাদের নাম কী?
উত্তর: দেহমান সম্পর্কিত ডেকার্টের মতবাদের নাম ক্রিয়া প্রতি ক্রিয়াবাদ।
১৪. ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কী?
উত্তর: ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি।
১৫. ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা কে?
উত্তর: ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হলেন ডেকার্ড।
১৬. স্পিনোজা কোন ধরনের দার্শনিক?
উত্তর: স্পিনোজা বুদ্ধিবাদী দার্শনিক।
১৭. একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম ক্রিয়া প্রতিক্রিয়াবাদ।
১৮. সামান্তরালবাদের প্রবক্তা কে?
উত্তর: সমান্তরালবাদের প্রবক্তা হলেন স্পিনোজা।
১৯. পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে?
উত্তর: পূর্ব স্থাপিত শৃঙ্খলাবাদের প্রবক্তা দার্শনিক লাইবনিজ।
২০. তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিক কল্যাণ জন লক, ডেভিড হিউম ও জে. এস. মিল।
২১. দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন জন লক ও ডেবিট হিউম।
২২. লকের মতে জন্মের সময় আমাদের মন কিসের মত থাকে?
উত্তর: লকের মতে জন্মের সময় আমাদের মন সাদা কাগজের মতো থাকে।
২৩. “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না।”- উক্তিটি কার?
উত্তর: “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না।”- উক্তিটি জন লকের।
২৪. “অস্তিত্বপ্রত্যক্ষ নির্ভর।”- উক্তিটি কার?
উত্তর: “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর।”- উক্তিটির জর্জ বিশব বার্কলির।
২৫. হিউমের মত অনুসারে ধারণার অনুসজ্ঞগুলো কী কী?
উত্তর: মতানুসারে ধারণার অনসঙ্গগুলো হলো- ১. সাদৃশ্যোর নিয়ম, ২. সান্নিধ্যোর নিয়ম এবং ৩. পারম্পর্যের নিয়ম।
২৬. স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা কে?
উত্তর: স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেনরি বার্গসোঁ।
২৭. বার্কলির ভাববাদের নাম কি?
উত্তর: বার্কলির ভাববাদের নাম আত্মগত ভাববাদ।
২৮. “যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক।”— কে বলেছেন?
অথবা, “যা বৌদিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক।”— উক্তিটি কার?
উত্তর: “যা বৌদ্ধিক তাই বাস্তব, যা বাস্তব তাই বৌদ্ধিক।”— বলেছেন হেগেল।
২৯. বিভিন্ন প্রকার বাস্তববাদের নাম লেখ।
উত্তর: ১. লৌকিক বা সরল বাস্তববাদ, ২. বৈজ্ঞানিক বা প্রতিরূপী বাস্তববাদ, ৩. বিচার মূলক বা নব্য বাস্তববাদ এবং ৪. নব্য সবিচার বাস্তববাদ।
৩০. দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হল- ১. উইলিয়াম জেমস ও ২. জন ডিউঈ।
৩১. তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হল- ১. উইলিয়াম জেমস, ২. ডিউঈ এবং ৩. সি. এস. পার্স প্রমুখ।
৩২. বার্গসোঁর বিবর্তনবাদের নাম কী?
উত্তর: বার্গসোঁর বিবর্তনবাদের নাম সৃজনমূলক বিবর্তনবাদ।
৩৩. দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক কে?
উত্তর: দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক বলা হয় থেলিসকে।
৩৪. একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম রেনেঁ ডেকার্ট।
৩৫. ক্রিয়া প্রতিক্রিয়াবাদে প্রবক্তা কে?
উত্তর: ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক আধুনিক দর্শনের জনক রেনেঁ ডেকার্ড।
৩৬. মূল্য কত প্রকার ও কী কী?
উত্তর: মূল্য দুই প্রকার। যথা- ১. স্বতঃমূল্য ও ২. পরতঃমূল্য।
৩৭. ইচ্ছার স্বাধীনতাবিষয়ক প্রধান মতবাদ গুলো কী কী?
উত্তর: না, অদৃষ্টবাদ ইচ্ছার স্বাধীনতা স্বীকার করে না।
৩৮. আত্মার অমরত্ব সম্পর্কিত দুটি মতবাদের নাম লেখ।
উত্তর: আত্মার অমরত্ব সম্পর্কিত দুটি মতবাদ হল:- ১. তত্ত্ববিষয়ক মতবাদ ও ২. নৈতিক মতবাদ।
৩৯. ‘Critique of pure Reason’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Critique of pure Reason’ গ্রন্থটি ঈমানুয়েল কান্টের লেখা।
৪০. ‘Ontology’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Ontology’ এর বাংলা অর্থ তত্ত্ববিদ্যা বা সত্তাসম্পর্কীয় বিজ্ঞান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. দর্শন বলতে কি বুঝ? দর্শনের একটি সন্তোষজনক সংজ্ঞা দাও
২. দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ ব্যাখ্যা কর।
৩. দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত?
৪. দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত?
৫. সহজাত ধারণা বলতে কী বুঝ?
৬. লাইবনিজের পূর্বপ্রতিষ্ঠিত ব্যাখ্যা কর।
৭. ‘আমি চিন্তা করি অতএব আমি আছি’ সংক্ষেপে- ব্যাখ্যা কর।
৮. মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য কর।
৯. হিউমের মতানুসারে ধারণার অনুসঙ্গবাদ কী?
১০. কান্ট কিভাবে অভিজ্ঞতা বুদ্ধিবাদের মধ্যে সমন্বয়সাধন করেন?
১১. ভাববাদ বলতে কী বুঝায়?
অথবা, ভাববাদ কী?
১২. বিষয়গত ভাববাদ ব্যাখ্যা কর।
১৩. সত্য কী?
১৪. বার্গসোঁর সিজনমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা কর।
১৫. সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ এর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
অথবা, সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ এর মধ্যে পার্থক্য কর।
১৬. দেশ ও কাল কী?
অথবা, দেশ ও কাল বলতে কী বুঝ?
১৭. প্রাণের বৈশিষ্ট্য উল্লেখ কর।
১৮. আত্মা বা প্রাণের স্বরূপ কী?
১৯. সত্তা সম্পর্কিত একত্ববাদ ও দ্বৈতবাদ আলোচনা কর।
২০. দেহমন সম্পর্কিত মতবাদ হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়া বাদ ব্যাখ্যা কর।
২১. দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে সমান্তরালবাদ আলোচনা কর।
২২. ইচ্ছার স্বাধীনতা বলতে কি বুঝ?
২৩. স্বতঃমূল্য ও পরতঃমূল্য ব্যাখ্যা ও পরীক্ষা কর।
গ-বিভাগ: রচনামূলকপ্রশ্নাবলী
১. দর্শন কী? দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
২. দর্শনের সংজ্ঞা দাও। ধর্মের সঙ্গে এর সম্পর্ক আলোচনা কর।
৩. জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা কর।
৪. জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ আলোচনা কর।
৫. বাস্তববাদ কাকে বলে? বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা কর।
অথবা, বাস্তববাদ এর বিভিন্ন রূপ আলোচনা কর।
৬. ভাববাদ কী? ভাববাদ ও বাস্তববাদের পার্থক্য কর।
৭. সত্যতা সম্পর্কীয় অনুরূপতা ব্যাখ্যা কর।
৮. সততা সম্পর্কিত মতবাদ হিসেবে প্রয়োগবাদ আলোচনা কর।
৯. বিবর্তন কী? সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা কর।
১০. বিবর্তনবাদ কী? উন্মেষমূলক বিবর্তনবাদ আলোচনা কর।
১১. জড় কী? জড় সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক মতবাদগুলো ব্যাখ্যা কর।
১২. মূল্য কী? মূল্য আত্মগত না, বস্তুগত? আলোচনা কর।
১৩. ইচ্ছার স্বাধীনতা কী? ইচ্ছার স্বাধীনতা বিষয়ক বিভিন্ন মতবাদ আলোচনা কর।
১৪. ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর।
১৫. আত্মার অমরত্ব কী? আত্মার অমরত্ব বিষয়ক যেকোনো দুটি যুক্তি আলোচনা কর।
অথবা, আত্মার অমরত্ব বিষয়ক যেকোনো দুটি যুক্তি আলোচনা কর।
অথবা, আত্মার অমরত্ব বিষয়ক যেকোনো দুটি যুক্তি ব্যাখ্যা কর।
আরো দেখো : দর্শন ১ম বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে দর্শনের সমস্যাবলী pdf download সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post