অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিহাস বিভাগের সাজেশন। অনার্স ৪র্থ বর্ষের দর্শন মৌখিক পরীক্ষার সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মৌখিক পরীক্ষা, বিষয় কোড: ২৪১৭১৮।
দর্শন মৌখিক পরীক্ষার সাজেশন
১. সমকালীন দর্শন বলতে কী বুঝ?
উত্তর : হেগেলোত্তর কালের দর্শনকে সমকালীন দর্শন বলে।
২. হেগেলোত্তর দর্শন কী?
উত্তর : হেগেলীয় ভাববাদ দ্বারা যে দার্শনিক মত গড়ে ওঠে তাকে হেগেলোত্তর দর্শন বলে।
৩. ব্রিটিশ নব্য ভাববাদ কী?
উত্তর : যুক্তরাজ্যে হেগেলোত্তরকালে যে নবা হেগেলীয় ভাববাদের পঠনপাঠন পরিলক্ষিত হয়, দর্শনের ইতিহাসে তাই ব্রিটিশ নব্য ভাববাদ।
৪. ভাববাদের বিরুদ্ধে ম্যুরের প্রবন্ধটির নাম লেখ।
উত্তর : ভাববাদের বিরুদ্ধে ম্যূরের প্রবন্ধটির নাম ‘The Refutation of Idealism’.
৫. ‘Appearance and Reality’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘Appearance and Reality’ গ্রন্থের লেখক ব্রিটিশ দার্শনিক এফ. এইচ. ব্র্যাডলি।
৬. দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কে?
উত্তর : দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস।
৭. ‘Das Kapital’ গ্রন্থটি কার?
উত্তর : ‘Das Kapital’ গ্রন্থটি কার্ল মার্কসের।
৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস।
৯. যৌক্তিক প্রত্যক্ষবাদের ভিত্তি কী?
উত্তর : যৌক্তিক প্রত্যক্ষবাদের ভিত্তি হলো পরখনীতি।
১০. ভিয়েনা চক্রের দুজন দার্শনিকের নাম বল।
উত্তর : ভিয়েনা চক্রের দুজন দার্শনিকের নাম হলো— ১. মরিজ শ্লিক ও ২. রুডলফ কার্নাপ।
১১. বার্গসো কোন ধরনের দার্শনিক?
উত্তর : বার্গসো স্বজ্ঞাবাদী দার্শনিক।
১২. ‘Elan Vital’ এর অর্থ বাংলায় বল?
উত্তর : ‘Elan Vital’ এর বাংলা হলো ‘প্রাণপ্রবাহ’।
১৩. কোন দার্শনিক ‘প্রাণপ্রবাহ’ কথাটি ব্যবহার করেন?
উত্তর : হেনরি বার্গসো ‘প্রাণপ্রবাহ’ কথাটি ব্যবহার করেন।
১৪. সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে?
উত্তর : সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হেনরি বার্গসো।
১৫. কয়েকজন আস্তিক অস্তিত্ববাদী দার্শনিকের নাম বল?
উত্তর : সোরেন কিয়ের্কেগার্ড, গ্যাব্রিয়েল মার্সেল, কার্ল জাসপার্স প্রমুখ।
১৬. কার্ল মার্কস কোন দেশের দার্শনিক?
উত্তর : কার্ল মার্কস জার্মানির দার্শনিক।
১৭. মার্কসীয় দৃষ্টিতে দর্শনের ভিত্তি কী?
উত্তর : মার্কসীয় দৃষ্টিতে অন্ধবিশ্বাসের বিপরীতে যে জ্ঞান তাই দর্শনের ভিত্তি।
১৮. ‘The Poverty of Philosophy’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : The Poverty of Philosophy’ গ্রন্থের রচয়িতা মার্কস ও এঙ্গেলস।
১৯. মার্কসবাদ কী?
উত্তর : মার্কসবাদ হলো একটি আধুনিক জীবনদর্শন ও সামগ্রিক চিন্তাধারা।
২০. ‘The Wealth of Nations’ এর লেখক কে?
উত্তর : ‘The Wealth of Nations’ এর লেখক অর্থনীতিবিদ এডাম স্মিথ।
২১. শ্রেণিসংগ্রাম তত্ত্ব কী?
উত্তর : শোষক শ্রেণি চায় ব্যক্তিমালিকানাভিত্তিক সমাজব্যবস্থা টিকিয়ে রাখতে আর শোষিত শ্রেণি চায় এ ব্যবস্থার উচ্ছেদ। শোষকের সাথে শোষিতের যে দ্বন্দ্ব তাই শ্রেণিসংগ্রাম তত্ত্ব।
২২. ফয়েরবাখ’ কে ছিলেন?
উত্তর : ‘ফয়েরবাখ’ ছিলেন একজন জার্মান দার্শনিক যিনি বস্তুবাদী দর্শনের প্রবক্তা।
২৩. ‘মার্কস’ ও ‘এঙ্গেলস’ এর সম্পর্ক কী?
উত্তর : মার্কস ও এঙ্গেলস ছিলেন জার্মান বস্তুবাদী দার্শনিক। তাদের উভয়ের দর্শনের সাথে বৈজ্ঞানিক সাদৃশ্য রয়েছে। তারা দুইজনই জগতের বস্তুগত দিক নিয়ে আলোচনা করেছেন।
২৪. দ্বান্দ্বিক বস্তুবাদ কী?
উত্তর : মার্কসীয় দর্শনই হলো দ্বান্দ্বিক বস্তুবাদ।
২৫. দ্বান্দ্বিক বস্তুবাদের দুটি বৈশিষ্ট্য কী কী?
উত্তর : দ্বান্দ্বিক বস্তুবাদের দুটি বৈশিষ্ট্য হলো- ১. দ্বান্দ্বিক বস্তুবাদ অনুসারে সবকিছু বদলাচ্ছে, বিকশিত হচ্ছে ও ২. দ্বান্দ্বিক বস্তুবাদে চূড়ান্ত বা অনাপেক্ষিক বলে কিছু নেই।
২৬. দ্বান্দ্বিক প্রক্রিয়াগুলোর নাম বল?
উত্তর : দ্বান্দ্বিক প্রক্রিয়াগুলোর নাম হলো — ১. বিপরীতের ঐক্য ও সংগ্রাম, ২. পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন ও ৩. নেতির নেতিকরণ।
২৭. মার্কস এর মতে, জ্ঞান কী?
উত্তর : মার্কস এর মতে, মানুষের চেতনায় বাস্তবতার প্রতিফলন হলো জ্ঞান।
২৮. দ্বান্দ্বিক বস্তুবাদ অনুযায়ী জ্ঞানের উৎস কী?
উত্তর : দ্বান্দ্বিক বস্তুবাদ অনুযায়ী জ্ঞানের উৎস হলো বস্তুজগৎ।
২৯. দ্বান্দ্বিক যুক্তিবিদ্যা কী?
উত্তর : স্বান্দ্বিক যুক্তিবিদ্যা হলো জগতের গতি ও পরিবর্তন ব্যাখ্যা পদ্ধতি।
৩০. দ্বান্দ্বিক শব্দের মূল অর্থ কী?
উত্তর : দ্বান্দ্বিক শব্দের মূল অর্থ বিতর্ক।
৩১. ‘Aesthetic’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : ‘Aesthetic’ শব্দটি গ্রিক ‘aistheta’ শব্দ থেকে এসেছে।
৩২. ‘Aesthetic’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ‘Aesthetics’ শব্দটি Alexander Gottlieb Baumigarten ব্যবহার করেন।
৩৩. নন্দনতত্ত্বের দুটি সমার্থক শব্দ কী কী?
উত্তর : নন্দনতত্ত্বের দুটি সমার্থক শব্দ হলো— ১. সৌন্দর্যদর্শন ও ২. শিল্পদর্শন।
৩৪. নন্দনতত্ত্ব দর্শনের কোন শাখায় আলোচিত হয়?
উত্তর : নন্দনতত্ত্ব দর্শনের মূল্যবিদ্যা শাখায় আলোচিত হয়।
৩৫. নন্দনতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : নন্দনতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ Aesthetics.
৩৬. ‘Aesthetic Judgement’ -এর অর্থ কী?
উত্তর : ‘Aesthetic Judgement’ এর অর্থ নান্দনিক অবধারণ।
৩৭. নন্দনতত্ত্ব কোন ধরনের বিজ্ঞান?
উত্তর : নন্দনতত্ত্ব আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
৩৮. সুন্দর বস্তুগত না আত্মগত?
উত্তর : সুন্দর বস্তুগত ও আত্মগত উভয়ই।
৩৯. নন্দনতত্ত্বের আদর্শ কী?
উত্তর : নন্দনতত্ত্বের আদর্শ হলো সৌন্দর্য সৃষ্টি করা।
৪০. ‘Purposiveness without a purpose.’ উক্তিটি কার?
উত্তর : ‘Purposiveness without a purpose.’ উক্তিটি কান্ট-এর।
৪১. ‘পোয়েটিকস’ (Poetics) গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘পোয়েটিকস’ (Poetics) গ্রন্থটির লেখক এরিস্টটল।
৪২. শিল্পের উদ্দেশ্য কী?
উত্তর : শিল্পের উদ্দেশ্য সৌন্দর্য ও শিল্পের সামাজিক মূল্যবোধ সৃষ্টি।
৪৩. ‘Imitation of imitation.’ — উক্তিটি কার?
উত্তর : ‘Imitation of imitation.’ — উক্তিটি প্লেটোর।
৪৪. তিনটি চারুশিল্পের নাম বল।
উত্তর : তিনটি চারুশিল্পের নাম হলো- ১. ললিতকলা, ২. মানবিক কলা ও ৩. কাব্যনাট্য।
৪৫. কাকে শিল্পাচার্য বলা হয়?
উত্তর : জয়নুল আবেদীনকে শিল্পাচার্য বলা হয়।
৪৬. প্লেটোর আদর্শ রাষ্ট্রের কয়টি শ্রেণি ও কী কী?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের তিনটি শ্রেণি । যথা : ১. উৎপাদক শ্রেণি, ২. সৈনিক শ্রেণি ও ৩. শাসক শ্রেণি।
৪৭. The Republic’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘The Republic’ গ্রন্থের রচয়িতা প্লেটো।
৪৮. প্লেটোর যেকোনো একটি গ্রন্থের নাম বল।
উত্তর : প্লেটোর একটি গ্রন্থের নাম ‘দি রিপাবলিক’ (The Republic)।
৪৯. মধ্যযুগের সময়কাল কোনটি?
উত্তর : মধ্যযুগের সময়কাল ৫২৯ খ্রিস্টাব্দ থেকে ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৫০. এরিস্টটলের দুটি গ্রন্থের নাম বল।
উত্তর : এরিস্টটলের দুটি গ্রন্থের নাম হলো ‘Metaphysics’ এবং “The Politics’।
৫১. লাইসিয়াম কী?
উত্তর : লাইসিয়াম হলো এরিস্টটল কর্তৃক স্থাপিত দর্শনচর্চার কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান।
৫২. দ্বি-নগরী তত্ত্বটি কার?
উত্তর : দ্বি-নগরী তত্ত্বটি সেন্ট অগাস্টিনের।
৫৩. ‘দুই তরবারি’ তত্ত্বের জনক কে?
উত্তর : ‘দুই তরবারি’ তত্ত্বের জনক সেন্ট অগাস্টিন।
৫৪. সেন্ট টমাস একুনাসের যেকোনো একটি গ্রন্থের নাম বল।
উত্তর : সেন্ট টমাস একুনাসের গ্রন্থের নাম হলো ‘Summa Theologiac’.
৫৫. একুইনাসের মতে আইন কয় ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : একুইনাসের মতে আইন চার ভাগে বিভক্ত শেখাত আইন, ২. প্রাকৃতিক আইন, ৩. ঐশ্বরিক আইন ও ৪. মানবিক আইন।
৫৬. মার্সিলিও কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : মার্সিলিও মধ্যযুগের দার্শনিক ছিলেন।
৫৭. আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে?
উত্তর : আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়াভেলি।
৫৮. রেনেসাঁর বরপুত্র বলা হয় কাকে?
উত্তর : ম্যাকিয়াভেলিকে রেনেসাঁর বরপুত্র বলা হয়।
৫৯. হবসের সার্বভৌমত্ব কী?
উত্তর : হবসের মতে রাষ্ট্রের সর্বোচ্চ ও চূড়ান্ত ক্ষমতাই হলো সার্বভৌমত্ব।
৬০. হবসের দুটি গ্রন্থের নাম লিখ।
উত্তর : ১. Leaviathan ও ২. De Live
৬১. বাঙালি দার্শনিকেরা কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল?
উত্তর : অগাস্ট কোঁৎ, বেশ্বাম, মিল, রুশো, লক প্রমুখ দার্শনিক দ্বারা বাঙালি দার্শনিকরা প্রভাবিত হয়েছিল।
৬২. ‘নিউ হিউম্যানিজম’ বইটির লেখক কে?
উত্তর : ‘নিউ হিউম্যানিজম’ বইটির লেখক মানবেন্দ্রনাথ রায়।
৬৩. ‘রেনেসাঁ’ শব্দটির অর্থ কী?
উত্তর : রেনেসাঁ শব্দটির অর্থ হলো নবজাগরণ বা নবজন্ম।
৬৪. উনিশ শতকের বাংলা নবজাগরণের পথিকৃৎ কাকে বলা হয়?
উত্তর : রাজা রামমোহন রায়কে উনিশ শতকের বাংলা নবজাগরণের পথিকৃৎ বলা হয়।
৬৫. বাংলার নবজাগরণের প্রাণপুরুষ কে?
উত্তর : বাংলার নবজাগরণের প্রাণপুরুষ রাজা রামমোহন রায়।
৬৬. কে ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ করেন?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
৬৭. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
৬৮. ‘ব্রাহ্মসমাজ’ আন্দোলনের প্রবর্তক কে?
উত্তর : ‘ব্রাহ্মসমাজ’ আন্দোলনের প্রবর্তক রাজা রামমোহন রায়।
৬৯. আত্মীয়সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮১৫ সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়।
৭০. অক্ষয়কুমার দত্ত কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
উত্তর : অক্ষয়কুমার দত্ত ব্রাহ্মধর্মে বিশ্বাসী ছিলেন।
আরো দেখো : দর্শন ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের দর্শন বিভাগের দর্শন মৌখিক পরীক্ষার সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post