ইতোমধ্যেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে অনার্সে পদার্পণ করেছ, তোমাদের স্বাগতম। কোর্সটিকায় আজ আমরা অনার্স ১ম বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকা নিয়ে আলোচনা করব। আজকের এই পোস্টে তোমরা তোমাদের Philosophy বইগুলো সম্পর্কে জানতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এতদিন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে তোমরা বিভিন্ন বিষয়ের ওপর বই পড়েছ। তবে এখন যেহেতু তোমরা অনার্সের শিক্ষার্থী, এখন থেকে তোমরা তোমাদের বিভাগভিত্তিক বিশেষায়িত বইগুলোই পড়বে।
অন্যান্য ডিপার্টমেন্টের মত দর্শন ডিপার্টমেন্টেও প্রথম বর্ষে তোমাদের ৬টি বই পড়তে হবে। এর মধ্যে ৪টি বই তোমাদের বাধ্যতামূলক কোর্সের অন্তর্ভুক্ত। বাকি ২টি বই নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। নিচে বিষয় কোডসহ এই বইগুলোর তালিকা তুলে ধরা হল।
অনার্স ১ম বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকা
১. দর্শনের সমস্যাবলি – ২১১৭০১
২. পাশ্চাত্য দর্শনের ইতিহাস – ২১১৭০৩
৩. সাধারণ নীতিবিদ্যা – ২১১৭০৫
৪. মনোবিজ্ঞান – ২১১৭০৭
৫. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১-১২০০৯
৬. সমাজকর্ম পরিচিত – ২১২১১১
৭. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – ২১১৯০৯
৮. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১
দর্শনের সমস্যাবলি অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘Sophia’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Sophia’ শব্দের অর্থ জ্ঞান।
২. দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
উত্তর: দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ তত্ত্বদর্শন তথা জগজ্জীবনের স্বরূপ উপলব্ধি।
৩. ‘দর্শন’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর:‘দর্শন’ কথাটি সর্বপ্রথম পিথাগোরাস ব্যবহার করেন।
৪. ‘Metaphysics’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Metaphysics’ এর বাংলা অর্থ পরাতত্ত্ব বা অধীবিদ্যা।
৫. একজন সংশয়বাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: একজন সংশয়বাদী দার্শনিকের নাম হল রেঁনে ডেকার্ড।
৬. জ্ঞানবিদ্যা কি?
উত্তর: যে বিদ্যে জ্ঞান বা জ্ঞানের স্বরূপ ও বিষয়বস্তু, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের ক্যাটাগরি, সততা, বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাই জ্ঞানবিদ্যা।
৭. জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তর: জ্ঞান, জ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু হলো জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয়।
৮. জ্ঞান উৎপত্তি সম্পর্কীয় যে কোন তিনটি মতবাদের নাম লেখ।
উত্তর: কেন উৎপত্তি সম্পর্কিত তিনটি মতবাদ হল- ১. বুদ্ধিবাদ, ২. অভিজ্ঞতাবাদ ও ৩. সংজ্ঞাবাদ।
৯. দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হলো ডেকার্ট ও স্পিনোজা।
১০. ডেকার্ড কোন ধরনের দার্শনিক?
উত্তর: ডেকার্ড দার্শনিকবুদ্ধিবাদী দার্শনিক।
পাশ্চাত্য দর্শনের ইতিহাস অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. দর্শন/ পাশ্চাত্য দর্শন / গ্রিক দর্শনের জনক কে?
উত্তর: দর্শন/ পাশ্চাত্য দর্শন / গ্রিক দর্শনের জনক থেলিসকে।
২. ‘সফিস্ট’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সফিস্ট’ শব্দের অর্থ জ্ঞানী।
৩. গ্রিক দর্শনের যুগ কয়টি ও কী কী?
উত্তর: গ্রিক দর্শনের যুগ তিনটি। যথা- ১. প্রাক সক্রেটিস যুগ (থেলিস সফিস্ট গুণ), ২. সক্রেটিস যুগ (সক্রেটিস এরিস্টল) ৩. এরিস্টটল পরবর্তী যুগ।
৪. এম্পিডক্লিসের মতে জগতের মূল উপাদান কয়টি ও কী কী?
উত্তর: এম্পিডক্লিসের মতে জগতের মূল উপাদান চারটি। যথা- ১. মাটি, ২. বায়ু, ৩. পানি, ৪. আগুন।
৫. আইওনীয় দার্শনিক কারা?
উত্তর: তিনজন আইওনীয় দার্শনিক বা মাইলেসিয়া দার্শনিক হলেন— ১. থেলিস, ২. এনাক্সিমেন্ডার ও ৩. এনাক্সিমিনিস।
৬. পানি দর্শন সম্বন্ধে কে বলেছেন?
উত্তর: পানি দর্শন সম্বন্ধে বলেছেন দার্শনিক থেলিস।
৭. দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?
উত্তর: দর্শন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন দার্শনিক পিথাগোরাস।
৮. হীরা ক্লিটাসের মতে জগতের আদি সত্তা কি?
উত্তর: হীরা ক্লিটাসের মতে জগতের আদি সত্তা আগুন।
৯. তিনজন এলিয়াটিক দার্শনিকের নাম লেখ।
উত্তর: কয়েকজন এলিয়াটিক দার্শনিক হলেন যেন পেনিস পারমেনাইডিস জেনো এবং মেলিসাস।
১০. দুইজন পরমাণুবাদী দার্শনিকের নাম লেখ।
অথবা, দুজন গ্রিক পরমাণুবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন পরমাণুবাদী দার্শনিক হলেন লিউনিসিপাস ও ডেমোক্রিটাস।
সাধারণ নীতিবিদ্যা অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?
উত্তর: নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ চরিত্র, রীতিনীতি বা অভ্যাস।
২. নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বা ব্যবহারিক বিজ্ঞান।
৩. ‘Mores’ শব্দটির অর্থ কি?
উত্তর: ‘Mores’ শব্দটির অর্থ হলো রীতিনীতি বা অভ্যাস।
৪. ‘Principia Ethica’ এবং Practical Ethica’ গ্রন্থদ্বয়ের লেখকের নাম লেখ।
উত্তর: ‘Principia Ethica’ লেখকের নাম জি. ই. ম্যূর এবং Practical Ethica’ লেখকের নাম পিটার সিঙ্গার।
৫. তিনজন নীতি দার্শনিকের নাম লেখ।
অথবা, দুজন-নীতি দার্শনিকের নাম লেখ।
উত্তর: তিনজন নীতি দার্শনিক হলেন- ১. জে. এস. মিল, ২ ইমানুয়েল কান্ট ও ৩. বাটলার।
৬. দুই জন গ্রিক নীতিদার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন গ্রিক নীতিদার্শনিক হলেন- ১. প্লেটে ও ২. সকোক্রেটিস।
৭. ‘A Manual of Ethics’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘A Manual of Ethics’ গ্রন্থটির লেখক জে. এস. ম্যাকেঞ্জিজ।
৮. ‘Principia Ethica’ গ্রন্থটির লেখকের নাম কী?
উত্তর: ‘Principia Ethica’ গ্রন্থটির লেখকের নাম জি. ই. ম্যূর।
৯. ‘A introduction to Ethica’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘A introduction to Ethica’ গ্রন্থটির রচয়িতা উইলিয়াম লিলি।
১০. ম্যাকেঞ্জি প্রদত্ত নীতিবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ।
উত্তর: ম্যাকেঞ্জি নীতি বিজ্ঞানের সংজ্ঞাটি হল নীতিবিজ্ঞান হল আচরণের মঙ্গল বা ঔচিত্যোর বিজ্ঞান।
মনোবিজ্ঞান অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।
উত্তর: যে বিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত ভাবে অনুদান করে তাকে মনোবিজ্ঞান বলে
২. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনামূলক বিজ্ঞান।
৩. মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতির নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোনো দুটি পদ্ধতি নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোন চারটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতি হলো- ১.পরীক্ষণ পদ্ধতি, ২.অন্তদর্শন পদ্ধতি, ৩. পর্যবেক্ষণ পদ্ধতি ও ৪. চিকিৎসা মূলক পদ্ধতি।
৪. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ডো।
৫. নিরীক্ষণ কী?
উত্তর: যেসব আচরণ বা ঘটনাকে গবেষণাগারে পুনরুৎপাদন করা যায় না সেসব আচরণের কারণ অনুসন্ধানের জন্য প্রাকৃতিক পরিবেশে ওই বিষয়ে বা ঘটনার নিবিড় প্রত্যক্ষণ ও তথ্য সংগ্রহ করুন পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি
৬. শিক্ষা মনোবিজ্ঞান কী?
উত্তর: মনোবিজ্ঞানের যে শাখায় কার্যকরী শিক্ষা কাদের দেওয়া উচিত শিক্ষার উদ্দেশ্য কী ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় তাই শিক্ষা মনোবিজ্ঞান।
৭. শিল্প মনোবিজ্ঞান কী?
উত্তর: যে মনোবিজ্ঞানের শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়ার সমস্যা দিই নির্ণয় করে শিল্পের উৎপাদন শ্রমিকের মর্যাদা বাড়ানোর কৌশল উদ্বোধন করা হয় তা শিল্প মনোবিজ্ঞান।
৮. চিন্তন কী?
উত্তর: চিন্তন হলো কোন বিষয়বস্তুকে সুস্পষ্ট ভাবে অবধারণের জন্য মানসিক শক্তি প্রয়োগ করা।
৯. ওয়াটসন কোন ধরনের মনোবিজ্ঞানী?
উত্তর: ওয়াটসন আচরণবাদী মনোবিজ্ঞানী।
১০. স্নায়ুতন্ত্র কী?
উত্তর: কোষদেহ থেকে নির্গত শাখা প্রশাখা বিশিষ্ট যে তন্তু গুলো উদ্দীপনা গ্রহণ করে এবং কোষদেহে প্রেরণ করে তাকে স্নায়ু তন্ত্র বলে।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post