নবম দশম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় mcq
২২৬. মেলামাইনের থালা-বাসন তৈরিতে ব্যবহৃত মেলামাইন রেজিন, পলিমারটি তৈরি করা হয় কয়টি মনোমার থেকে?
ক. ১টি
শ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
২২৭. পলিথিন তৈরিতে ইথিলিন গ্যাসকে কত বায়ুচাপে রাখা হয়?
শ. ১০০০ – ১২০০ বায়ু চাপ
খ. ১২০০ – ১৪০০ বায়ু চাপ
গ. ১৪০০ – ১৫০০ বায়ু চাপ
ঘ. ১৫০০ – ১৬০০ বায়ু চাপ
২২৮. নিচের কোনটি খনিজ তন্তু?
ক. পলিস্টার
শ. অ্যাসবেস্টস
গ. রেয়ন
ঘ. ড্রেন
২২৯. সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ কোনটি?
ক. ড্রেন
খ. অ্যাসবেস্টস
শ. সেলুলোজ
ঘ. নাইলন
২৩০. নিচের কোনটি নন-সেলুলোজিক তন্তু?
ক. তুলা
শ. পলিস্টার
গ. পাট
ঘ. লিলেন
২৩১. কোনটি প্রাণিজ তন্তু?
ক. পাট
খ. তুলা
শ. পশম
ঘ. সিল্ক
২৩২. সুতির তন্তুর নলের মধ্যে যে সরু পদার্থ থাকে সেটি-
শ. লুমেন
খ. লাক্স
গ. প্রোটিন
ঘ. সেলুলোজ
২৩৩. তুলার আঁশ থেকে কোন সুতা তৈরি হয়?
ক. নাইলন
খ. পলিস্টার
গ. পলি প্রোপিলিন
শ. সুতি
২৩৪. সুতি বস্ত্রের প্রধান সীমাবদ্ধতা কী?
শ সংকোচনশীলতা
খ প্রসারণশীলতা
গ অসংকোচন
ঘ প্রসারণ
২৩৫. ফাইব্রেয়ন কি জাতীয় পদার্থ?
শ. প্রোটিন
খ. স্নেহ
গ. ভিটামিন-বি
ঘ. ভিটামিন-ডি
২৩৬. তন্তুর রাণী বলা হয় কাকে?
শ. রেশম
খ. পশম
গ. উল
ঘ. সিল্ক
২৩৭. শীতের হাত থেকে আত্মরক্ষার জন্য আমরা কোন পোশাক বেশি ব্যবহার করি?
শ. উলের
খ. রেশমের
গ. সিল্কের
ঘ. লিনেনের
২৩৮. তাপ কুপরিবাহী কোনটি?
ক. রেশমী
শ. পশমী
গ. সিল্ক
ঘ. লিনেন
২৩৯. মানুষের চুল বা নখে কোন প্রোটিন থাকে?
শ কেরাটিন
খ জ্যান্থফিল
গ ফাইব্রেয়ন
ঘ বোরাক্স
২৪০. কৃত্রিম ননসেলুলোজিক তন্তুর মধ্যে কোনটি সর্বপ্রধান?
শ. নাইলন
খ. সিল্ক
গ. লিনেন
ঘ. উল
২৪১. নিচের কোনটি আগুনে পোড়ে না?
ক রেশম
খ পশম
শ নাইলন
ঘ সুতি
২৪২. কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান ও প্রথম তন্তু কোনটি?
ক. নাইলন
খ. রেশম
শ. রেয়ন
ঘ. সিল্ক
২৪৩. অধিক উত্তাপে কোনটি গলে যায়?
ক. নাইলন-৬
শ. রেয়ন
গ. টেফলন
ঘ. নাইলন- ৬.৬
২৪৫. পাট তন্তুর বেলায় মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে বলে-
ক. মিক্সিং
খ. কার্ডিং
শ. ব্যাচিং
ঘ. কম্বিং
২৪৬. লিনেন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং কি নামে পরিচিত?
ক. কার্ডিং
খ. কম্বিং
শ. হেলকিং
ঘ. ব্লেডিং
২৪৭. কার্ডিং এবং কম্বিং করে প্রাপ্ত তন্তু পাতলা আস্তরের মতো হয় এটিকে বলে-
শ. স্নাইভার
খ. কম্বিং
গ. কার্ডিং
ঘ. স্পিনিং
২৪৮. রেশম পোকা থেকে কি তৈরি হয়?
শ গুটি
খ নাল
গ ফিতা
ঘ সুতা
২৪৯. স্পিনিং এ মোচড় কোন যন্ত্রের সাহায্যে করা হয়?
ক. টুইস্ট গাড়ি
শ. টুইস্ট কাউন্টার
গ. মোটর ইঞ্জিন
ঘ. সুতা কাটার যন্ত্র
২৫০. বিশুদ্ধ রাবার ও প্লাস্টিক বিদ্যুৎ ও তাপ-
শ. কুপরিবাহী
খ. সুপরিবাহী
গ. কুপরিবাহী ও সুপরিবাহী
ঘ. সবকটি
২৫১. প্রাকৃতিক পলিমার
র. পাট
রর. রেজিন
ররর. সুতি কাপড়
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
শ. র ও ররর
ঘ. রর
২৫২. কৃত্রিম পলিমার-
র. মেলামাইন
রর. রেজিন
ররর. বাকেলাইট
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর ও ররর
শ. র, রর ও ররর
ঘ. ররর
২৫৩. পশমের বৈশিষ্ট্য
র. নমনীয়তা
রর. স্থিতিস্থাপকতা
ররর. রঙ ধারণ ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর
গ. র ও ররর
শ. র, রর ও ররর
২৫৪. ব্লেন্ডিং ও মিক্সিং-
র. সুতা কাটার প্রথম ধাপ
রর. পাটের ক্ষেত্রে ব্যাচিং নামে পরিচিত
ররর. ময়লা আবর্জনা দূর করে
নিচের কোনটি সঠিক?
শ. র, রর ও ররর
খ. র ও ররর
গ. র ও রর
ঘ. র
২৫৫. রাবারের ভৌত ধর্ম-
র. অদানাদার কঠিন পদার্থ
রর. দানাদার কঠিন পদার্থ
ররর. বিদ্যুৎ ও তাপ কুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর
শ. র ও ররর
ঘ. ররর
২৫৬. ব্লেন্ডিং ও মিক্সিং-
র. সুতা কাটার প্রথম ধাপ
রর. পাটের ক্ষেত্রে ব্যাচিং নামে পরিচিত
ররর. ময়লা আবর্জনা দূর করে
নিচের কোনটি সঠিক?
শ. র, রর ও ররর
খ. র ও ররর
গ. র ও রর
ঘ. র
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫৭ ও ২৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
আবুল সাহেব বাজার থেকে মেলামাইনের প্লেট কিনে আনলেন।
২৫৭. আবুল সাহেবের কেনা প্লেটের পলিমার কোনটি?
শ. মেলামাইন রেজিন
খ. মেলামাইন রেয়ন
গ. মেলামাইন বাকেলাইট
ঘ. মেলামাইন লুমেন
২৫৮. উক্ত প্লেটের মনোমার হলো
র. মেলামাইন
রর. বাকেলাইট
ররর. ফরমালডিহাইড
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. র ও রর
শ. র ও ররর
ঘ. রর ও ররর
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বিজ্ঞান mcq প্রশ্ন ৬ষ্ঠ অধ্যায় ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post