নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ অধ্যায় : অর্থায়নের বেশির ভাগ সিদ্ধান্তের মূলে অর্থের সময়মূল্যের ধারণাটি জড়িত। এখনকার ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। অর্থের সময়মূল্যের এই ধারণা আমাদের দৈনন্দি অর্থায়নেও প্রয়োজন।
গ্রামীণ মহাজন থেকে যদি অর্থ ঋণ নেয়া হয়, তখন সে কী হারে সুদ হিসাব করে, এটা জানা থাকলে আমরা অন্যান্য উৎসের সাথে তুলনা করে সবচেরে গ্রহণযোগ্য উৎস বের করে অর্থায়ন করতে পারব। ব্র্যাংক থেকে ঋণ নিলে আমাদের ভবিষ্যতে যে ঋণের কিস্তি পরিশোধ করতে হয়, তা কীভাবে নির্ধারণ করা হয় এই সংক্রান্ত অংক আমরা এই অধ্যায়ে শিখব। এই অধ্যায়ের অংক করতে আমাদের প্রত্যেকের সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : মি. রাকিব সদ্য এমবিএ পাস করেছে। পড়ালেখা শেষ করে অর্থ উপার্জনের জন্য সে তার বাবার কাছ থেকে দশ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছে। এই অর্থ বিনিয়োগের জন্য সে বিভিন্ন উৎসের সন্ধান করতে থাকে। সরকারি ট্রেজারি বিলে সুদের হার কম হওয়ায় সে একটি ঔষধ কোম্পানির শেয়ার ক্রয় করে। কিন্তু শেয়ারগুলো থেকে সে আশানুরূপ আয় করতে ব্যর্থ হয়।
ক. আদর্শ বিচ্যাতির বড় মান কী নির্দেশ করে?
খ. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. মি. রাকিব কোন ধরনের আয়ে বিনিয়োগ করেছেন? ব্যাখা করো।
ঘ. মি. রাকিবের জন্য কোন ধরনের আয় বিনিয়োগ করা উচিত ছিল বলে তুমি মনে করো? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : ঝর্ণা ও নদী দুই বন্ধু মিলে চুক্তিতে ব্যসায় গঠন করেন। তারা নিজস্ব তহবিল ও বহিস্থ তহবিল থেকে টাকা নিয়ে মূলধন সংগ্রহ করেন। কিন্তু প্রথম ও দ্বিতীয় বছর মুনাফা না হওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। তারা পাওনাদারের দায় পরিশোধে ব্যর্থ হন।
ক. তারল্য ঝুঁকি কী?
খ. ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি থেকে পৃথক কেন?
গ. ঝর্ণা ও নদীর ব্যবসায় প্রতিষ্ঠান কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ঝর্ণা ও নদী কিভাবে ঝুঁকির মাত্রা কমিয়ে ব্যবসায় করতে পারবেন বলে তোমার মনে হয়? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব তমাল সাভারে একটি চামড়ার ব্যবসায় করেন। নদী পথে যাতায়াত খরচ কম হওয়ায় নদীর পাশেই কারখানা নির্মাণ করেন। জনাব তমালের ব্যবসায়ে গত ৫ বছরে লাভের হার ছিল নিম্নরূপ — ২০১৩-১৭%, ২০১৪-১৫%, ২০১৫-২০%, ২০১৬-১৪%, ২০১৭-১৯%।
ক. ঝুঁকি কী?
খ. ঝুঁকিমুক্ত আয় বলতে কী বোঝায়?
গ. জনাব তমালের ব্যবসায়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. তমালের ব্যবসায়টি চলমান রাখতে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. শাহরিয়ার সেজান জুস কোম্পানি নামে একটি প্রকল্পে বিনিয়োগ করেন। বিনিয়োগ থেকে তার গত ৫ বছরের প্রাপ্ত হার যথাক্রমে ১৫, ১০, ৫, ২৩, ২৭ ভাগ। তিনি প্রকল্পটি বাছাইয়ের জন্য আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন।
ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ট্রেজারি বিল ও বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন?
গ. মি. শাহরিয়ার কীভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করবেন?
ঘ. মি. শাহরিয়ারের প্রকল্পটি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে কিনা মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব সাগর একজন বিনিয়োগকারী। তিনি মূলধনের ৪০% সাধারণ শেয়ার এবং ৬০% বন্ড থেকে অর্থায়ন করেন। তার নিকট বিনিয়োগের জন্য A ও B দুইটি প্রকল্প রয়েছে। আশা করা হচ্ছে প্রকল্প ‘A’ থেকে আগামী ৫ বছরে আয় হবে যথাক্রমে ১০%, ১২%, ৮%, ০% ও৯% এবং প্রকল্প ‘B’ এর আদর্শ বিচ্যুতি ১২%।
ক. ঝুঁকি কী?
খ. কোন বিনিয়োগ খাতে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক? ব্যাখ্যা করো।
গ. জনাব সাগরের অর্থায়নের ক্ষেত্রে কোন ঝুঁকি বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সাগরের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : মিসেস কাজল নিজ মালিকানায় বৌরানী বিউটি পার্লার খোলেন। এ প্রতিষ্ঠানে তিনি মূলধন বিনিয়োগ করেছেন। গত ৫ বছরে তার অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে ১২%, ১৪%, ৮%, ৭% ও ৬%। তিনি লক্ষ করছেন বিগত ৫ বছরে তার প্রাপ্ত আয়ের মধ্যে বেশ তারতম্য হচ্ছে।
ক. ট্রেজারি বিল কে ইস্যু করে?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘বৌরানী’ বিউটি পার্লারের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিনিয়োগে যদি আদর্শ-বিচ্যুতি গড় আয়ের চেয়ে বেশি হয় তবে মিসেস কাজলের করণীয় কী হতে পরে বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব গিয়াস একজন ঠান্ডা পানীয় প্রস্তুতকারক। এ বছর গরম বেশি হবে ভেবে ব্যাংক থেকে ঋণ নিয়ে তুলানমূলকভাবে অনেক বেশি পানীয় প্রস্তুত করেন। কিন্তু গরমের তীব্রতা তেমন না থাকায় অর্ধেকের বেশি পানীয় অবিক্রীত থেকে যায়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বর্তমানে ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না।
ক. অনিশ্চয়তা কী?
খ. ব্যবসায়িক ঝুঁকি বলতে কী বোঝায়?
গ. জনাব গিয়াস কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব গিয়াস কীভাবে তার ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারতেন বলে তুমি মনে করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : মি. রক চলমান দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটিতে বিনিয়োগের চিন্তা করছেন। প্রতিষ্ঠান ‘গ্রহ’-এর আয়ের হার গত তিন বছরে যথাক্রমে ১৪%, ৮% এবং ৪৪%। অন্যদিকে প্রতিষ্ঠান ‘নক্ষত্র’-এর আয়ের হার যথাক্রমে ১৮%, ৮% এবং 80%।
ক. ঝুঁকি কী?
খ. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঝুঁকির উৎস খোঁজা জরুরি কেন?
গ. ‘গ্রহ’ প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো।
ঘ. মি. রকের কোন প্রতিষ্ঠান নির্বাচন করা উচিত বলে তুমি মনে করো? যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : প্রকল্প ‘পদ্মা’-এর আয়ের হার গত তিন বছরে যথাক্রমে ১০%, ৮%, ৪৪% এবং প্রকল্প ‘যমুনা’ এর আয়ের হার যথাক্রমে ১৮%, ৮%, ৪০%।
ক. ঝুঁকি কাকে বলে?
খ. তারল্য ঝুঁকি কী? বুঝিয়ে লেখ?
গ. প্রকল্প ‘পদ্মা’ এর আদর্শ বিচ্যুতি বের করো।
ঘ. উদ্দীপকের কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে করো -যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব মতিন প্রাণ কোম্পানির ১ লক্ষ টাকার শেয়ার কেনেন। জনাব মতিনের বিনিয়োগ থেকে গত ৫ বছরের আয়ের হার যথাক্রমে ১৫% -১০%, ৫%, ২০% ও ১২%। বিনিয়োগ থেকে আয় প্রতি বছর সমান নয়।
ক. ঝুঁকি কী?
খ. পরিচালন ব্যয় মেটানোর অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. জনাব মতিনের আয়ের ঝুঁকি গণনা করো।
ঘ. প্রতিটি বিনিয়োগের ঝুঁকি গণনার তাৎপর্য ব্যাখ্যা করো।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post