নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ২য় অধ্যায় : অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বুঝায়। এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সগ্রহ করা উচিত।
যেমন: স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন: কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত।
নবম দশম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ২য় অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আরিফ বাটা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদন বাড়ানোর জন্য তিনি সম্প্রতি ভাড়া পরিশোধের চুক্তিতে একটি নতুন মেশিন সংযোজন করেন। জনাব আরিফ এই তহবিলের উৎস নির্ধারণের জন্য বিভিন্ন দিক বিবেচনা করেছেন।
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি?
খ. তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন? ব্যাখ্যা করো।
গ. নতুন মেশিন সংযোজনে জনাব আরিফ অর্থায়নের কোন উৎস ? ব্যবহার করেছেন?
ঘ. জনাব আরিফ ব্যবসায় সম্প্রসারণের জন্য অর্থায়নের উৎস নির্বাচনে কোন বিষয়সমূহ বিবেচনা করবেন? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব সজীব একজন ব্যবসায়ী। তিনি সাফল্যের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। তিনি তার ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করে সময়মতো ঋণ না পাওয়ায় তিনি ১০ বছরের জন্য একটি কারখানা লিজ নিয়েছিলেন। ব্যবসায় অনেক লাভবান হওয়ায় তিনি অনেক খুশি হন। এরপর তিনি নিজ অর্থে কারখানা স্থাপনের কাজ করেন।
ক. অর্থ আদান-প্রদানের দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি?
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝায়?
গ. জনাব সজীব অর্থায়নের কোন উৎস গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সজীবের সময়মত ব্যাংক ঋণ না পাওয়ার বিষয়টি এবং ব্যবসায় সাফল্য লাভের বিষয়টি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব ফাহিদ একজন রড ব্যবসায়ী। তিনি নিজস্ব অর্থায়নে ব্যবসায় করেন। ৩ বছর পর ৫ বছরের জন্য তিনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল ক্রয় করেন। এছাড়া তিনি বড় ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে রড কেনেন।
ক. স্বল্পমেয়াদি বলতে কত সময়কে বোঝায়?
খ. সম্মিতি তহবিল কী? ব্যাখ্যা করো।
গ. সোনালী ব্যাংক জনাব ফাহিদকে কোন মেয়াদি ঋণ দেয়? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ফাহিদ বাকিতে পণ্য কিনে অর্থায়নের ব্যবস্থা করেছেন। বাকিতে পণ্য কিনে কি অর্থসংস্থান করা সম্ভব? কথাটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : আশুগঞ্জের আলী এন্ড সন্স সার ও সিমেন্টের ডিলার এবং সরবরাহকারী হিসেবে ব্যবসায় করছে। মৌলভীবজারের প্রেরণা। এন্টারপ্রাইজের কাছে ৫,০০,০০০ টাকার পণ্য বিক্রি করে, নগদ টাকার পরিবর্তে একটি দলিল সংগ্রহ করল। দলিলটির মাধ্যমে ৩ মাস পর অর্থ সংগ্রহ করতে পারবে। কিন্তু ২ মাস পর অর্থের প্রয়োজন দেখা দিল।
ক. সঞ্চিতি তহবিল কী?
খ. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতিটি ব্যাখ্যা করো
গ. আলী এন্ড সঙ্গ কোন দলিলের মাধ্যমে পণ্য বিক্রি করেছে? বর্ণনা করো।
ঘ. আলী এন্ড সন্স ২ মাস পর অর্থ সংগ্রহ করতে পারবে কি? যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : আহাম্মদ আলী একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করেন। তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কিন্তু মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ করেন। এতে তার মূলধনজনিত সমস্যা লাঘব হয় ও উৎপাদনকার্য সচল হয়।
ক. অবণ্টিত মুনাফা কী?
খ. প্রাপ্যবিল বাট্টাকরণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ক্রেতার কাছ থেকে অগ্রিম নেওয়া কোন ধরনের তহিবলের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটি সচল রাখতে বহিল্ব তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব হারিস একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান খোলার আগে তিনি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করেছেন। ব্যবসায় চালু করার পর বছর শেষে স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থ নেওয়ার চিন্তা করলেন।
ক. ঋণপত্র কী?
খ. আন্তর্জাতিক অর্থায়নের গুরুত্ব কী? ব্যাখ্যা করো।
গ. জনাব হারিসের ব্যবসায়ের তহবিল সংগ্রহের পদ্ধতিটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সানফ্লাওয়ার লি. তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। শ্রমিকের মজুরি দেওয়ার জন্য তারা জবা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেয় এবং সময়মতো তা পরিশোধ করে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানের নতুন কারখানায় উৎপাদন শুরু করার জন্য ৫ কোটি টাকার মেশিন সংস্থাপন করা প্রয়োজন, যা প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে সংগ্রাম করা সম্ভব নয়। তাই প্রতিষ্ঠান সাংহাই ফাইন্যান্স লি.-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে ভাড়ার বিনিময়ে মেশিন ব্যবহারের সুযোগ নেয়।
ক. সঞ্চিতি তহবিল কাকে বলে?
খ. এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্যে সংগৃহীত তহবিল কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা করো।
গ. সানফ্লাওয়ার লি. শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য অর্থসংস্থানের কোন উৎস থেকে অর্থায়ন করেছে? ব্যাখ্যা করো।
ঘ. নতুন কারখানার উৎপাদন শুরুর জন্য সানফ্লাওয়ার লি. অর্থায়নের কোন পদ্ধতি ব্যবহার করেছে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : ইউনিলিভার কোম্পানি প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন না করে অন্য একটি তহবিলে সরিয়ে রাখে। ভবিষ্যতে কোনো বছর মুনাফা কম হলে কোম্পানির সুনাম রক্ষার্থে ঐ তহবিল থেকে পূর্বের বছরের সমান হারে মুনাফা বণ্টন করে। কোম্পানির প্রয়োজনে উক্ত তহবিলের জমানো অর্থ দিয়ে যন্ত্রপাতি কেনে।
ক. অর্থায়নের বহিস্থ তহবিল কয় ধরনের? ব্যাখ্যা করো।
খ. অর্থায়নের উৎস হিসাবে শেয়ারের বিকল্প কী? ব্যাখ্যা করো।
গ. ইউনিলিভার কোম্পানির যন্ত্রপাতি কেনার জন্য সংগ্রহ করা তহবিল অর্থায়নের কোন ধরনের উৎস? ব্যাখ্যা করো।
ঘ. এ ধরনের উৎস থেকে তহবিল সংগ্রহ করা অনেক লাভজনক। বিষয়টি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : স্বল্পশিক্ষিত চম্পা সেলাইয়ের কাজ শিখে দর্জি ব্যবসায়ের প্রতি উৎসাহিত হলেন। সেলাই মেশিন কেনার জন্য তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭ বছরে পরিশোধযোগ্য আর্থিক সহায়তা গ্রহণ করেন। অন্যান্য সহায়তার জন্য তিনি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
ক. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কী?
খ. অবণ্টিত মুনাফা কী? ব্যাখ্যা করো।
গ. চম্পা কোন ধরনের অর্থায়ন উৎস থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেন? বর্ণনা করো।
ঘ. চম্পার মতো উদ্যোক্তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা দেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।
ক. বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?
খ. মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?
গ. জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের উত্তরপত্র ডাউনলোড করে নাও। SSC শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post