দশম শ্রেণি ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্ন ও উত্তর | নবম ও দশম শ্রেণির বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কি কি উদ্যেগ নিলে ব্যবসায় সফল হওয়া সম্ভব, সেই নির্দেশনা রয়েছে এই বিষয়টিতে। এই শ্রেণিতে ব্যবসায় উদ্যেগে ভালো চর্চা থাকলে এসএসসি পরীক্ষায় বিষয়টিতে ভালো ফলাফল করা সম্ভব।
আজ আমরা কোর্সটিকায় নবম ও দশম শ্রেণির ব্যবসায় উদ্যেগ বইয়ের ১০ টি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো। পাশাপাশি প্রতি অধ্যায় থেকে থাকবে উত্তরসহ সৃজনশীল প্রশ্ন ও সাজেশান্স। নিচে দেয়া লিংক থেকে সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে পারবে।
দশম শ্রেণি ব্যবসায় উদ্যোগ সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : খুলনার তেতুলিয়া গ্রামের জনাব শরিফ তার এলাকায় দেশি প্রজাতির মুরগির খামার স্থাপন করেন। খামারে উৎপাদিত ডিম তিনি তার এলাকায় বিক্রি করে সফলতার মুখ দেখেন। তিনি আরো লাভের আশায় খামারকে সম্প্রসারণ করার জন্য খুলনা শহরের বিভিন্ন এলাকায় উৎপাদিত ডিম বিক্রি করতে চান। খুলনা তেতুলিয়ার মধ্যবর্তী ভৈরব নদীতে একটি সংযোগ সেতু না থাকার কারণে তিনি তা সঠিকভাবে করতে পারছেন না।
ক. প্রত্যক্ষ সেবা কী?
খ. পণ্যের বণ্টনকারী শাখা কোনটি! ব্যাখ্যা করো।
গ. জনাব শরিফের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. জনাব শরিফের ব্যবসায় সম্প্রসারণ করতে’ না পারার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : চট্টগ্রামের যে অঞ্চলে বাঁশ ও গ্যাস পাওয়া যায় সেখানে জনাব শেখর চাকমা ও তার বন্ধুরা কাগজ তৈরির কারখানা স্থাপন করে বৃহৎ আকারে উৎপাদন শুরু করেন। তারা উৎপাদিত কাগজ ঢাকার আরামবাগসহ দেশের অন্যান্য প্রিন্টিং প্রেসে সরবরাহ করছেন। তাদের পণ্যের চাহিদা বেশি বলে বিক্তি ও মুনাফার পরিমাণও সন্তোষজনক।
ক. আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা কী?
খ. সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো।
গ. চট্টগ্রামের জনাব শেখর চাকমার উৎপাদিত কাগজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. জনাব শেখর চাকমাদের সফল ব্যবসায়ী হতে যে পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে তা মূল্যায়ন করো ।
সৃজনশীল প্রশ্ন ৩ : কালু মিয়া পদ্মা নদীর তীর ধেঁষে একখণ্ড জমিতে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করছেন। কিন্তু এ চারাগুলো বিভিন্ন বাজারে পৌছানো ব্যয়সাপেক্ষ হওয়ায় তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারছেন না। অনেক ভেবে-চিন্তে একটি ইঞ্জিনচালিত নৌকা তৈরি করে নিলেন। এখন তার উৎপাদিত চারা দূর-দূরান্তের বাজারে অল্প খরচে পৌছাতে পারছেন। ফলে তিনি বেশ লাভবান হচ্ছেন।
ক. একজন ব্যবসায়ী কীসের আশায় অর্থ বিনিয়োগ করে থাকেন?
খ. ব্যবসায়ের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করার উপায়টি ব্যখ্যা করো।
গ. কালু মিয়ার চারা উৎপাদনের কাজটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. কালু মিয়ার ব্যবসায়ে লাভবান হওয়ার ক্ষেত্রে নেয়া পদক্ষেপটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মিস জেবা নিজস্ব দক্ষতায় বিভিন্ন অলংকার ও শৌখিন দ্রব্যাদি তৈরি করে তা অনলাইনে বিক্রি করেন। তার পণ্য বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যবসায় সম্প্রসারণের জন্য বেশি পুঁজির প্রয়োজন দেখা দেয়। একটি আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে তিনি এ সমস্যার সমাধান করেন।
ক. উপমহাদেশে কত সালে ট্রেডমার্কস আইন প্রণয়ন করা হয়?
খ. প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় বলতে কী.বোঝায়? ব্যাখ্যা করো ।
গ. ব্যবসার কোন পরিবেশের সহায়তা মিস জেবা তার পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছেন? বর্ণনা করো।
ঘ. মিস জেবার ব্যবসা সম্প্রসারণে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব আলী একজন কৃষক। তিনি গ্রামের স্থানীয় একটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে একটি ট্রাক্টর কিনেছেন। স্বল্প সময়ে মান উন্নত হওয়ায় পণ্য বিক্রি করে লাভবান হয়েছেন। তিনি ভাবছেন, যদি ট্রাক্টরের পাশাপাশি পণ্য বিক্রি ও বন্টনের কাজে উন্নত প্রযুক্তির ব্যবহার করা যেত তাহলে মধ্যস্থব্যবসায়ীর হাত থেকে কৃষক সমাজ রক্ষা পেত।
ক. ব্যবসায় পরিবেশ কী?
খ. সামাজিক প্রথা দেশের ব্যবসা বাণিজ্যকে কীভাবে প্রভাবিত করে?
গ. জনাব আলীর নেওয়া ঋণ ব্যবসায় পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়িক কাজ ও পণ্য বণ্টনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাখি ১০ম শ্রেণির ছাত্রী । তার বাবা গ্রামের একজন প্রশিক্ষণ পাওয়া পল্লি চিকিৎসক । চিকিৎসার পাশাপাশি তিনি ওষুধ বিক্রি করেন । গ্রামের ওষুধের চাহিদা থাকা সত্বেও কিছু সীমাবদ্ধতার কারণে ওষুধ কিনতে পারেন না। কোম্পানির প্রতিনিধি যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সময়মতো ওষুধ পৌছাতে পারে না। অন্যদিকে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় আনেক ওষুধ নষ্ট হয়ে যায়।
ক. বিমা কোন ধরনের বাধা দূর করে?
খ. শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. রাখির বাবার ব্যবসায়টি কোন ধরনের? বুঝিয়ে লিখ ।
ঘ. রাখির বাবার পক্ষে এলাকাবাসীর চাহিদামাফিক ওষুধ সরবরাহ করতে না পারার কারণ কোনটি বলে তুমি মনে করো? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব মুকুল খান বরিশালের গৌরনদী উপজেলায় একটি মুরগির খামার স্থাপন করেন। তিনি-তার এলাকার একজন সফল ব্যবসায়ী। তার খামারের উৎপাদিত ডিম নিজ এলাকা ছাড়াও অন্যান্য এলাকায় সরবরাহ করে প্রচুর মুনাফা অর্জন করতে চান। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না থাকায় তা করতে পারছেন না।
ক. কোনটিকে উৎপাদনের বাহন বলা হয়?
খ. ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা বলতে কোনটিকে বোঝায়? বর্ণনা করো।
গ. জনাব মুকুল খানের শিল্পটি কোন ধরনের? ব্যাখ্যা করো.
ঘ. জনাব মুকুল খানের ব্যবসায়ে প্রচুর মুনাফা অর্জন করতে না পারার পেছনে কোনটির ভূমিকা আছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনাব সিয়াম ঢাকার নিউমার্কেটে একটি মনহরি দোকান দেন। কিন্ত ব্যবসায়ের শুরুতেই তিনি অর্থ সংকটে পড়েন। এমতাবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে সমস্যা সমাধান
করেন।
ক. মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত অর্থনৈতিক কার্যাবলিকে কী বলে?
খ. ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা কীভাবে দূর করা যায়?
গ. জনাব সিয়াম ব্যবসায় সংকট নিরসনে কোন ব্যবসায়িক পদক্ষেপ নিয়েছেন? বর্ণনা করো।
ঘ. জনাব সিয়াম বাবসা স্থাপনে যে অর্থনৈতিক উদ্দেশ্য সাধিত হয়েছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : হাবিব একটি ময়দা কারখানার মালিক। স্থানীয় কৃষকদের কাছ থেকে বাছাইকৃত গম সংগ্রহ করে তিনি ময়দা তৈরি করেন। হাবিব তার প্রস্তুতকৃত ময়দা স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। বাজারে অন্যান্য ময়দার চেয়ে হাবিবের ময়দা ভালো হওয়া সত্বেও স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় তার ক্রেতার সংখ্যা সীমিত। হাবিব চান তার ময়দার গুণাগুণ ও মান সম্পর্কিত তথ্য সকল ক্রেতা ও ভোক্তার মাঝে ছড়িয়ে পড়ুক ।
ক. পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে?
খ. ব্যবসায়ের পণ্য বন্টনকারী শাখাটি বর্ণনা করো।
গ. উদ্দীপকের হাবিব কোন ধরনের ব্যবসার সাথে জড়িত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের হাবিব কিভাবে ব্যবসার বাড়াতে পারে বলে তুমি মনে করো? যুক্তি সহকারে লেখো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব আসলাম বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে ব্যবসায়ের হাতিয়ার ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে সাবান উৎপাদনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ হওয়ায় তিনি সাবান তৈরিতে শুকরের চর্বি ব্যবহার করেন না। তিনি বিজ্ঞাপনে সাবানটিকে একমাত্র হালাল বলে প্রচার করেন। আসলাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা করে সাবানের মূল্য তুলনামূলক কম নির্ধারণ করেন। ক্রয়ক্ষমতার মধ্যে এবং হালাল হওয়ায় সাধারণ জনগণ উক্ত সাবান স্বাচ্ছন্দ্য কিনতে লাগলো । জনাব আসলাম ব্যবসায়ে উত্তরোত্তর সমৃদ্ধি পেতে লাগলেন ।
ক. শিল্প বিপ্লবের বিকাশ কোন যুগে হয়?
খ. উৎপাদনের বাহন কোনটি? ব্যাখ্যা করো।
গ. জনাব আসলামের পণ্যের উৎপাদন নির্বাচনে ব্যবসায় পরিবেশের কোন দিকটি গুরুত্ব দিয়েছেন? বর্ণনা করো।
ঘ. সাবানের মূল্য নির্ধারণে আসলাম যে ব্যবসায় পরিবেশের কথা বিবেচনা করেছেন তা কতটুকু যুক্তিযুক্ত? মতামত দাও।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করো
►► অধ্যায় ১ : ব্যবসায় পরিচিতি
►► অধ্যায় ২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
►► অধ্যায় ৩ : আত্মকর্মসংস্থান
►► অধ্যায় ৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
►► অধ্যায় ৫ : ব্যবসায়ের আইনগত দিক
►► অধ্যায় ৬ : ব্যবসায় পরিকল্পনা
►► অধ্যায় ৭ : বাংলাদেশের শিল্প
►► অধ্যায় ৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
►► অধ্যায় ৯ : বিপণন
►► অধ্যায় ১০ : ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা
SSC শিক্ষার্থীরা নতুন সাজেশন পেতে জয়েন করো SSC and HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post